শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ধারাবাহিক উপন্যাস: পর্ব-২২

স্নানের শব্দ

‘শো কজ নোটিশ পেলাম ম্যাডাম। শেষ মেশ চাকরিটা খেয়েই দিলেন! উপকারের প্রতিদান ভালোই পেলাম। সত্যি সেধে পড়ে কারও জন্য কিছু করতে হয় না! সারা জীবন মনে রাখার মতো একটা শিক্ষা হলো, যাই বলেন, ফোনের অপর প্রান্ত থেকে কন্ঠে তীব্র বিষ মিশিয়ে হিস হিস করে বললো মনিরুজ্জামান। এইচ আর অবশ্য আগেই এই খবরটা জানিয়েছিল শবনমকে, ফলে তথ্যটা তার কাছে নতুন নয়।

‘মনিরুজ্জামান শোনো, আমার আসলে এখানে কিছু করার ছিল না, আমি অনেক চেষ্টা করেছি, আমার দিক থেকে যতখানি সম্ভব...’
‘থাক, থাক, মিথ্যা কথা বলে আর ভাল মানুষ সাজার চেষ্টা না করলেও চলবে ম্যাডাম। আপনি কী করেছেন সেটা খুব বোঝা হয়ে গেছে আমার, আপনার মতো বিড়াল তপস্বী আগে কখনো দেখিনি.. ’
ভয়ংকর শ্লেষ আর বিদ্রুপ ঝরে পড়ে মনিরুজ্জামানের গলায়।
‘বিশ্বাস করো...আমি চাইনি এরকম কিছু হোক...কিন্তু আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল বিষয়টা...’
শবনম যেন আর্তনাদ করে।
‘চুপ থাক হারামজাদি, খানকি মাগি...’
চাপা কন্ঠে বাজে গালি দুটো ছুড়ে দিয়েই খট করে ফোন কেটে দেয় মনিরুজ্জামান। শবনমের কানে যেন উত্তপ্ত গলিত লোহার মতো আছড়ে পড়ে গালিগুলো। বিস্ময়ে বিমূঢ় ও হতবাক হয়ে যায় সে। নিজের কানকেও যেন বিশ্বাস হয় না তার, এও সম্ভব? সজ্ঞানে স্বেচ্ছায় এমন করে ঊর্ধ্বতন পদধারী একজন বয়স্ক সম্মানিত নারীকে গালি দিতে পারল মনিরুজ্জামান? তার রুচিতে একটুও বাঁধল না? কোনো ভদ্র ঘরের শিক্ষিত ছেলে পারবে এমন করে অনায়াসে নোংরা শব্দগুলো উচ্চারণ করতে? সে ছাড়া যদিও কেউ শোনেনি তবু মরমে মরে যেতে ইচ্ছা করল শবনমের। অসদাচরণের অভিযোগে এক্ষুনি সাসপেন্ড করা যায় মনিরুজ্জামানকে। এই ক্ষমতা তার আছে। কিন্তু এই ঘটনা জানাজানি হলে শবনমের মর্যাদা কী বাড়বে? বরং মানুষজন একটা মুখরোচক বিষয় খুঁজে পাবে সিইও ম্যাডামকে নিয়ে দাঁত বের করে হাসাহাসি করার। এই বয়সে, এরকম অবস্থানে এসে মানুষের কাছে হাসির পাত্র হওয়ার কোনো ইচ্ছা নাই শবনমের। তবে মনিরুজ্জামানের প্রতি মনের কোণায় তার যে সফট কর্নারটা তৈরি হয়েছিল এই ঘটনায় সেটা পুরোপুরিই দূর হয়ে গেল। সেখানে জন্ম নিলো অপরিসীম রাগ, ক্রোধ, ঘৃণা সবশেষে হতাশা। আর এইসব নেতিবাচক অনুভূতি এক সঙ্গে মিলে একটা অসহ্য দমবন্ধ অস্থিরতা তৈরি করল তার মধ্যে। নাক কান দিয়ে যেন আগুন বেরুচ্ছে। কেমন একটা চাপ অনুভূত হচ্ছে বুকের মধ্যে। শবনমের ইচ্ছা করল অফিস টফিস সব কিছু ফেলে ছুটে বেরিয়ে যেতে।

শরীর খারাপ লাগার অজুহাত দেখিয়ে একটা মিটিং ক্যান্সেল করল শবনম। বেশ কয়েকটা ফোন কলও ধরল না সে। বাথরুমে গিয়ে আয়নায় নিজের আহত অপমানিত চেহারার দিকে তাকিয়ে থাকল অনেকক্ষণ। যেন নিজের দুঃখিত, ক্ষতবিক্ষত আত্মাকে দেখল কিছুক্ষণ। তারপর পিঠ চাপড়ে দেওয়ার ভঙ্গীতে বলল, ‘অনেক চড়াই উৎরাই বাধা বিপত্তি পেরিয়ে আসা মানুষ তুমি, ভেঙে পড়ো না, এবারও পারবে সামাল দিতে। এটাকেও এক ধরনের শিক্ষা হিসেবে নাও। পাত্তা দিও না। ইটস ওকে!’ চোখে মুখে ঘাড়ে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে এসে একটু সুস্থির হয়ে নিজের চেয়ারে গা এলিয়ে বসল শবনম। লম্বা করে কয়েকটা শ্বাস নিল। তারপর নিজের পিঠে হাত বুলিয়ে নিজেকেই বোঝাল সে, ‘না হে, এক অর্বাচীনের সামান্য দুটো গালি শুনে এত বিচলিত বোধ করলে চলবে না, এত অস্থির হওয়ার কিছু নেই। এত ভেঙে পড়ারও কিছু নেই।’

এই পর্যন্ত আসতে আসতে পথে পথে কম তো আর দেখেনি বা শোনেনি সে। কত তাচ্ছিল্য, কত ঈর্ষা, কত উপেক্ষার কঠিন পথ ধৈর্য্য ধরে পারি দিয়ে এসেছে। চোখে, মুখে, আচার আচরণে নারী বসকে মানতে না পারার বিরক্তি আর নাক সিটকানো অভিব্যক্তি দেখে দেখে সয়ে সয়ে তবেই না আজকের অবস্থানে এসে দাঁড়িয়েছে শবনম। সমুদ্রে শয্যা পেতে এখন শিশিরের ভয়ে মূর্ছা গেলে চলবে? এত কাতর হওয়ারই বা কী আছে? বোঝাই যাচ্ছে অকস্মাৎ চাকরি হারানোর চিন্তায় মনিরুজ্জামানের মাথা ঠিক নেই। আসন্ন বিপদের কথা ভেবে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে ছেলেটা। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। মাথা গরম করে কি বলতে, কি বলে ফেলেছে। হয়তো মাথা ঠান্ডা হলে অনুতপ্ত হবে, কৃতকর্মের জন্য ক্ষমা চাইবে।

ধুলায় গড়াতে থাকা মুরগী যেমন গড়ানো শেষে গা ঝাড়া দেয় সেভাবেই মন থেকে সমস্ত অপ্রসন্নতা ঝেড়ে ফেলার চেষ্টা করে শবনম। সচেতনভাবে সামলে নেয় নিজেকে। ব্যাগ থেকে ছোট আয়না আর লিপষ্টিক বের করে, শুকনো ঠোট দুটোতে হাল্কা রঙ বুলিয়ে অবিন্যস্ত চুলগুলো পরিপাটি করে একাউন্ট সেকশনের নির্ধারিত মিটিং-এ ঢুকে পড়ে সে।

মিটিং শেষে একাউন্টিং সেকশনের সবাই বেরিয়ে যাওয়ার পরও চীফ একাউন্টেন্ট আতিয়ার রহমান সাহেব বসেই থাকেন। শবনম বুঝলো, আলাদা করে কিছু বলতে চান তিনি। ফলে অপেক্ষা করছিল সে।
‘একটা কথা ছিল ম্যাডাম’ বলে শুরু করল আতিয়ার সাহেব। তারপর কাঁচুমাঁচু মুখে হাত কচলে ইনিয়ে বিনিয়ে অনেকক্ষণ ধরে যা বললেন তার সারমর্ম হচ্ছে, শো কজ নোটিশ পাওয়া চারজন অপরাধির মধ্যে একজন তার ভাগিনা শাজাহান আকন্দ। কম্পিউটর সেকশনে কাজ করে। ছেলেটা সহজ সরল, বোকা সোকা। বউ আছে, ছোট ছোট দুটো বাচ্চাও আছে তার। এই চাকরিটা ছাড়া অন্য কোনো আয়ের উৎসও নেই। না বুঝে অন্যদের পাল্লায় পড়ে একটা অন্যায় করে ফেলেছে সে। এখন নিজের দোষ অকপটে স্বীকার করতে চায় শাজাহান এবং কর্তৃপক্ষের কাছে ভবিষ্যতে আর এরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না সেই প্রতিশ্রুতি দিয়ে নিঃশর্ত ক্ষমা ভিক্ষা করতে চায়। এখন শবনম যদি চেয়ারম্যান সাহেবকে বলে একটু সুপারিশ করে ওর চাকরিটা বাঁচায়, তাহলে চিরকৃতজ্ঞ থাকবেন তিনি। নইলে বউ বাচ্চা নিয়ে ছেলেটা রাস্তায় বসবে। এই আক্রার দিনে রাতারাতি আরেকটা চাকরিও তো পাবে না।

শবনম চুপ করে শুনলো কিন্তু বেশি আশা দিলো না আবার নিরাশও করলো না। নিরাসক্ত গলায় বললো,
‘আচ্ছা, দরখাস্ত দিতে বলেন, দেখি কি করা যায়!’
‘ঠিকাছে ম্যাডাম। একটু দেখবেন ম্যাডাম।’ বলে বেরিয়ে যায় আতিয়ার সাহেব। হঠাৎ করে রাজ্যের ক্লান্তি আর অবসাদ জড়িয়ে ধরে শবনমকে। সে পিএসকে ফোন করে দ্রুত গাড়ি রেডি করতে বলে। বাড়ি গিয়ে বিশ্রাম নিতে হবে। তখনি মোবাইল ফোনটা বাজে। আশ্চর্য, ওসমান গনি ফোন করেছে! কেনো, হঠাৎ! প্রাক্তন সহকর্মী, প্রাক্তন প্রতিপক্ষও বটে, আরও বড় কথা পরাজিত প্রতিপক্ষ! শবনম ফোনটা ধরবে কী ধরবে না ভাবতে ভাবতেই দ্বিধা নিয়ে ফোনটা ধরলো। ওপাশে ওসমান গণির উল্লসিত কন্ঠ শোনা গেল, ‘হ্যালো ম্যাডাম, আপনার প্রিয় মনিরুজ্জামান এখন নতুন তথ্য দিচ্ছে, হা হা হা, আপনি তাকে প্রেমের ফাঁদে ফেলে আমার বিরুদ্ধে ডকুমেন্টস বের করতে উদ্বুদ্ধ করেছেন, হা হা হা, আপনি দেখিয়ে দিলেন ম্যাডাম, এই বয়সে এসেও নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রেমের খেলা...হে হে হে খ্যা খ্যা খ্যা ..’
আরেক দফা গরম গলিত সীসা যেন কেউ ঢেলে দিল শবনমের কানে। ফোন বেয়ে যে হাসি ভেসে আসছে তা কি মানুষের নাকি শয়তানের? মানুষের হাসি এত কুৎসিত হতে পারে!

‘এসব কী বলছেন ওসমান গণি ! ছি ছি ! অসভ্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন আপনি!’
কোনো রকমে বলতে পারল শবনম।
‘সীমা তো ছাড়িয়েছেন আপনি ম্যাডাম, এমন পড়ন্ত বয়সেও অল্পবয়সী ছেলেদের মাথা ঘুরিয়ে দিয়েছেন, নিজেকে টোপ হিসেবে ব্যবহার করে এই পর্যায়ে উঠে এসেছেন!
‘মুখ সামলে কথা বলেন ওসমান গণি !’
ততক্ষণে রাগে ক্ষোভে শবনমের সারা শরীর কাঁপতে শুরু করেছে।
‘সব ফাঁস করে দেব, সবার সামনে ভালমানুষির মুখোশ খুলে দেব, কেমন করে সিইও থাকেন দেখব...
ওইপাশ থেকে ওসমান গণির হুমকি শোনা গেল। এবার আর সহ্য করতে পারল না শবনম, বোতাম টিপে ফোনটা কেটে দিল সে। উত্তেজনায় কখন যেন দাঁড়িয়ে পড়েছিল, এখন ফোন কেটে ধপ করে নিজের রিভলভিং চেয়ারে বসে পড়ল সে। তার মাথাটা ফাঁকা আর শূন্য শূন্য লাগছে। হাতে পায়ে শরীরের কোথাও যেন এক ফোটা শক্তি অবশিষ্ট নেই। শবনমের মন আর্তনাদ করে ওঠে! হায়, এ কোনো কাঁটার সিংহাসনে বসলাম আমি! যেন নোংরা কাদায় আপাদমস্তক ডুবে যাচ্ছি ! যেন কেউ ঝুড়ি ভর্তি দুর্গন্ধ আবর্জনা ছুড়ে মারছে আমার দিকে! এ্ইসব কদর্য অপপ্রচার থেকে কেমন করে নিজেকে বাঁচানো যাবে জানি না! উফ! এই জঘন্য ষড়যন্ত্রের শেষ কোথায়?

চলবে...

আরও পড়ুন>>>

স্নানের শব্দ: পর্ব-২১

স্নানের শব্দ: পর্ব-২০

স্নানের শব্দ: পর্ব-১৯

স্নানের শব্দ: পর্ব-১৮

 

Header Ad

খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কুশল বিনিময় করেছেন উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে তাদের এ কুশল বিনিময় হয়।

সেনাকুঞ্জে খালেদা জিয়া পৌঁছালে উপস্থিত সবাই তাকে স্বাগত জানান। অনুষ্ঠানের এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক ও সরকারের উপদেষ্টা তার পাশে এসে দাঁড়ান এবং শারীরিক খোঁজখবর নেন। এ সময় খালেদা জিয়া তাদের অভিনন্দন জানান এবং দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

এ সময় এই ৩ উপদেষ্টা বিএনপি চেয়ারপারসনের কাছে দোয়া চান এবং সরকারের সংস্কার কাজে তার সর্বাত্মক সহযোগিতা চান।

এদিকে সেনাকুঞ্জে গেলে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া এখানে এসেছেন। একযুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি।

Header Ad

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজকেও ছিল এক লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। শুক্রবার (২২ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।

এর আগে, সবশেষ গত ১৯ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় টানা চার দফা কমার পর ভরিতে ২ হাজার ৯৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১২ হাজার ৪৫৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ২৮৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছে গত ২০ নভেম্বর থেকে।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৫১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ৩০ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২১ বার।

Header Ad

‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’

ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন। কাজের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব তিনি। কথা বলেন নানা ইস্যু নিয়ে। সেই ধারাবাহিকতায় সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার গঠনেও বিভিন্ন সময় নিজের আকাঙ্ক্ষা, প্রত্যাশার কথা জানিয়েছেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যেও বিভিন্ন বার্তা দিয়েছেন। এবার এমনি একটি বার্তায় দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি জনগনের আস্থার বিষয়ে আক্ষেপ জানালেন এই নির্মাতা।

বুধবার (২০ নভেম্বর) আশফাক নিপুন তার ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, জুলাই গণ-অভ্যুত্থানে সর্বস্তরের ছাত্র এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল, বাসায় বসে বসে দোয়া করেছিল, যার যা সামর্থ্য দিয়ে সহায়তা করেছিল। কারণ, তারা দেখেছিল লড়াইটা আওয়ামী ফ্যাসিস্ট শাসক বনাম সাধারণ ছাত্র-জনতার। এটাও অস্বীকার করার কোনো উপায় নাই যে এই আন্দোলন বেগবান করতে বিরোধী সকল দলের কর্মীদের ভূমিকা অনস্বীকার্য। তাদের সংগ্রামও গত দেড় দশকের। কিন্তু এটা যদি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যকার লড়াই হতো তাহলে সাধারণ মানুষ এই লড়াই থেকে দূরে থাকত। সেই প্রমাণ বিগত ১৫ বছরে আছে।

‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’

কারণ হিসেবে তিনি বলেন, দেশের সাধারণ মানুষ এখনো দেশের কোনো রাজনৈতিক দলকেই পুরোপুরি বিশ্বাস করতে পারে না। এটাই বাস্তবতা। এই বাস্তবতা মেনে সকল রাজনৈতিক দলগুলোর উচিত কীভাবে সাধারণ জনগণের ভেতর নিজের দলের প্রতি আস্থা তৈরি করা যায় সেই বিষয়ে নিরলস কাজ করা। এই আস্থা ক্ষমতায় গিয়ে অর্জন করা সম্ভব না। কারণ, সাধারণ মানুষ আজীবন এস্টাবলিশমেন্টের বিপক্ষে। এই আস্থা অর্জন করতে হয় ক্ষমতা বলয়ের বাইরে থেকেই।

নিপুন আরও লিখেন, অরাজনৈতিক সরকার দিয়ে দীর্ঘদিন দেশ চালানো যেমন কাজের কথা না ঠিক তেমনি রাজনৈতিক সরকার হতে চাওয়া সকল রাজনৈতিক দলগুলোর বোঝা উচিত মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে সকল প্রকার পূর্বানুমান (যেমন- বর্ষাকালে আন্দোলন হয় না, নির্বাচনের আগেই কেবল জোরেশোরে আন্দোলন হয়, ঘোষণা দিয়ে বিরোধী সকল পক্ষ আন্দোলনে শামিল না হলে সফল হয় না) অগ্রাহ্য করেই। সেটা সম্ভব হয়েছে সাধারণ মানুষের ন্যায্যতার আকাঙ্ক্ষা থেকেই।

সবশেষ এই নির্মাতা লিখেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সাধারণ মানুষের এই আকাঙ্ক্ষার দুই পয়সার দাম দেন নাই। সাধারণ মানুষের এই আকাঙ্ক্ষা, ইচ্ছা আর দেশপ্রেমকে পুঁজি করে অরাজনৈতিক এবং রাজনৈতিক যারাই রাজনীতি রাজনীতি খেলতে চাইবে, তাদের দশাও কোন একসময় যেন পলাতক শেখ হাসিনার মতো না হয়, সেই বিষয় নিশ্চিত করতে হবে তাদেরকেই।

Header Ad

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’
‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা
নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু
২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৫ জনকে রোবটিক হাত উপহার
সেনাকুঞ্জের পথে খালেদা জিয়া
সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে মামলায় লড়ব: জেড আই খান পান্না
নির্বাচন কমিশন গঠন, সিইসি হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন
ডিএনএ টেস্টের ফলাফল: ভিনিসিয়ুসের পূর্বপুরুষ ছিলেন ক্যামেরুনের
জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা সেই শাহজাহান ওমর গ্রেপ্তার
মিরপুর ও মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া
‘শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী’, এমন কথা বলেননি ট্রাম্প
লেবাননে ৮ শতাধিক ইসরায়েলি সেনা নিহত
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশি কিশোর-কিশোরী
ঢাকার বিভিন্ন পয়েন্টে অবরোধ করে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ
গাজায় ইসরায়েলের হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত