শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

ধারাবাহিক উপন্যাস: পর্ব-১৩

স্নানের শব্দ

‘তোমার প্রতিপক্ষ যদি প্রবল ও শক্তিশালী হয়, তাহলে তুমি শক্তি প্রয়োগে প্ররোচিত হয়ো না। তোমাকে কৌশলী হয়ে তোমার লক্ষ্য অর্জন করতে হবে। কথাটা কে বলেছিলেন? আব্বা? আব্বা বিভিন্ন সময় এরকম ছোট ছোট অনেক উপদেশ দিতেন। তিনি নিজে চাকরি জীবনে চরম ব্যর্থ একজন মানুষ। সরকারি অফিসে বছরের পর বছর একই পদে স্বল্প বেতনে মুখ গুঁজে নীরবে চাকরি করে গেছেন। শবনমের স্কুল শিক্ষিকা মা দুজনের উপার্জন এক করে দৃঢ় হাতে সংসারের চাকা চলমান রেখেছেন। শবনমের মাঝে মাঝে মনে হয়, আব্বা যেসব কথা বলতেন, তা হয়তো তিনি আসলে নিজেকে শোনাবার জন্যই বলতেন। অনেকটা আত্মসান্ত্বনার মতো। আব্বার কিছু কিছু কথা তো শবনমের মনেও গেঁথে আছে। যেমন, ‘অন্যের স্বীকৃতি দিয়ে সাফল্য বিচার করো না, মা, নিজের সাফল্য নির্ধারণ করতে হয় নিজেকেই।’ কথাটা যে কতটা সত্য তা এখন উপলব্ধি করতে পারে শবনম। বাবা আরও বলতেন, ‘শোনো মা, কখনো হাল ছাড়বা না। যে হাল ছাড়ে সে পরাজিত হয়, আর যে প্রত্যাশা না করে কর্ম করে যায় দিন শেষে সেই বিজয়ী হয়।’

আব্বার এইসব বাণীধর্মী কথাবার্তায় মা খুব বিরক্ত হতেন। রেগে গিয়ে মুখ ঝামটা দিতেন। ‘পারো তো কেবল বড় বড় ফাঁকা বুলি আউড়াতে, কাজের কাজ তো কিছুই দেখি না। বড়কর্তাদের একটু ধরাধরি করো, কতদিন আর কেরানি হয়ে কলম পিষবে?’

আব্বা এসব ঝাঁজালো সংলাপের কোনো জবাব দিতেন না। পত্রিকা বা কোনো বইয়ের পাতায় মুখ ডুবিয়ে নিঃশব্দে নিজের পছন্দের অন্য কোনো জগতে চলে যেতেন। সংসারের এইসব সামান্য লাভ ক্ষতিতে নিজেকে জড়াতে চাইতেন না।

অফিসে নিজের টেবিলে একা বসে হঠাৎ আব্বার কথা খুব মনে পড়ল শবনমের। বৈষয়িকভাবে হয়তো আব্বা অসফল ছিলেন, কিন্তু তার মানবিক গুণ, সততা আর নিষ্ঠা ছিল অসাধারণ। এইসব দিকে তারেকের সঙ্গে আব্বার চরিত্রের কিছু মিল খুঁজে পায় শবনম। মেয়েরা কি স্বামীর মধ্যে বাবার ছায়া খোঁজে? কি জানি, সচেতনভাবে হয়তো নয় কিন্তু অবচেতনে তার জীবনে আসা পুরুষদের সঙ্গে বাপের মিল অমিল যে খানিকটা হলেও খুঁজে বেড়ায়নি, তা কি সে একেবারে অস্বীকার করতে পারবে? মনের ভেতরে লুকিয়ে থাকা আরেক মন গোপনে গোপনে কত কিছু করে! কখনো তার হদিস পাওয়া যায় কখনো যায় না।

অফিসের হালচাল বুঝতে শবনম এবার এডমিন হেড শওকত সাহেবের রুমে উঁকি দেয়। শওকত সাহেব এমনিতে ভালো মানুষ কিন্তু সবসময়ই নিজস্ব বিশ্বাসে বন্দী থাকা টাইপের লোক, তার ধারণা তিনি যা জানেন সেটাই সঠিক, বাকি সব ভুল।

‘আসেন ম্যাডাম, আসেন ...’ শওকত বিনীত ভঙ্গীত নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। দুয়েকটা কেজো কথা হয়। নতুন সিইও নিয়োগের কিছু হলো কি না, জানতে চায় শবনম। শওকতের ধারণা এবারও বাইরে থেকেই নতুন কাউকে এনে সিইওর দায়িত্ব দেবে ম্যানেজমেন্ট। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ‘বুঝলেন ম্যাডাম, নির্ঝর চৌধুরীর উপরে আসলে মানুষের অভিশাপ লাগছে।’

আপনার মনে আছে নিশ্চয়ই, নতুন জয়েন করেই ম্যানেজমেন্টকে খুশি করতে উনি লোক ছাটাইয়ের প্যাকেজ তৈরি করছিলেন।’

হ্যাঁ, শবনমের মনে আছে বৈকি, যারা অনেক দিন ধরে এই কোম্পানিতে চাকরি করছে, যাদের চাকরি শেষের প্রাপ্য বেনিফিট জমে গেছে অনেক বেশি, তাদেরকে বলা হয়েছিল, হয় ঢাকার বাইরে প্রত্যন্ত এলাকায় কাজ করতে যেতে হবে, নয়তো গোল্ডেন হ্যান্ডশেক। সেই সময় চাকরি হারাতে চায়নি অনেকে, কিন্তু তবু তারা বাধ্য হয়েছিল চাকরি ছাড়তে। কর্তৃপক্ষ খুশি হয়েছিল। তাদের অনেক টাকা বেঁচে গিয়েছিল।

‘এখন দেখেন, কীভাবে একটা বাজে অভিযোগ মাথায় নিয়ে যেতে হলো তাকে! অপমান অসম্মানের চূড়ান্ত হলো! আসলে অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়।’

মানুষ হয়তো অকারণেই সবকিছুর কার্য-কারণ খোঁজে। সব ঘটনার পেছনে নিজের মত একটা ব্যাখ্যা দাঁড় করাতে পারলে খুশি হয় তারা। বিশেষ করে দৈব ব্যাখ্যা। একটা ঘটনার সঙ্গে অন্য ঘটনার যোগসূত্র স্থাপন করে হয়তো এক ধরনের তৃপ্তি বোধ করে তারা। কিন্তু বাস্তবতা হচ্ছে, অনেক ক্ষেত্রেই তাদের সেই ধারণা হয় অযৌক্তিক ও বাস্তবতাবিবর্জিত।

লাঞ্চের পর নিজের ডিপার্টমেন্টের কর্মীদের নিয়ে সংক্ষিপ্ত একটা মিটিং সারে শবনম। অযথা অপ্রয়োজনীয় কথা বলে টেনে টেনে মিটিং লম্বা করার ঘোর বিরোধী সে। প্রতি মিটিংয়েই সুনির্দিষ্ট এজেন্ডাভিত্তিক কথা বার্তার বাইরে বেশি কথা বলা এলাউ করে না শবনম। তার অধঃস্তনরা এভাবেই অভ্যস্ত। তবে ঊর্ধ্বতনদের ডাকা অনেক মিটিংয়ে গিয়ে দেখেছে সে, সময়ের কি ব্যাপক অপচয়! এজেন্ডা ফেজেন্ডার বালাই নেই, ঊর্ধ্বতন শুরু করলেন তার ব্যক্তিগত অভিজ্ঞতার দীর্ঘ বয়ান, নাইনটিন সিক্সটি ফোরে আমি যখন লাহোরে ছিলাম, তখন কি হয়েছিল, শোনেন..

এরপর চা নাস্তা, রিফ্রেরেশমেন্ট, বেহুদা আলাপ, একই কথার পুনরাবৃত্তি, কে কার চেয়ে বেশি জ্ঞানী তা প্রমাণের প্রতিযোগিতা, অহেতুক তর্কবিতর্ক অতঃপর দুইটি জরুরি সিদ্ধান্ত গ্রহণ বা বর্জন করে মিটিং শেষ। বোরিং বোরিং বোরিং...তবে দুর্ভাগ্যবশত এটাই বেশির ভাগ অফিসে মিটিংয়ের প্যাটার্ন হয়ে গেছে। অথচ সর্বোচ্চ আধা ঘণ্টায় এসব মিটিং শেষ করে ফেলা সম্ভব।

হাতের আরও দুয়েকটা কাজ গুছানোর মধ্যেই কাঁচের দরজার অন্যপাশে মনিরুজ্জামানের হাসি হাসি মুখ দেখা গেল, ওর সঙ্গে আরেকটা ছেলে, যাকে ঠিক চিনতে পারল না শবনম। ‘খুব জরুরি একটা বিষয় ম্যাডাম, অনেক বড় খবর, আপনাকে বলা দরকার, তাই না এসে পারলাম না, মানে আপনাকে সবার আগে জানাতে চাই...’

শবনমের জিজ্ঞাসু দৃষ্টির সামনে কাঁচুমাচু মুখে বলে মনিরুজ্জামান। ‘কী খবর, বলো, আর তোমার সঙ্গে উনি কে...’
‘ও হচ্ছে কিবরিয়া, আমার ঘনিষ্ঠ বন্ধু, আমাদের ইন্টারনাল অডিটে কাজ করে ম্যাডাম, ব্যাপারটা ওই জানিয়েছে আমাকে, তাই মনে হলো আপনাকে জানাই। আপনার কাজে লাগবে।’

মনিরুজ্জামানকে মনে হচ্ছে বেশ উত্তেজিত। যেন পরমানু অস্ত্র তৈরির মতো খুব গোপন কোনো ফর্মুলা আবিষ্কার করে ফেলেছে। পাশের ছেলেটা কিবরিয়া সেই তুলনায় শান্ত। শবনম চোখের ইশারায় ওদের বসতে বলল। ‘ঠাণ্ডা হয়ে বসো, তারপর বলো কি হয়েছে?’
মনিরুজ্জামান কিবরিয়ার দিকে তাকালে কিবরিয়া বলে, ‘ইন্টারনাল অডিটে ওসমান গণি সাহেবের একটা ফল্ট ধরা পড়েছে ম্যাডাম, যখন উনি পারচেজ কমিটির প্রধান ছিলেন, তখন অফিসের স্টাফ বাস কেনার টেন্ডারে খুব বড় একটা আর্থিক অনিয়ম করা হয়েছে, কাগজপত্রে সেটার প্রাইমারি প্রমাণ পেয়েছি আমরা, নিশ্চিত হতে আরও কিছু ডকুমেন্টস লাগবে, তবে সেসব পাওয়া যাবে...’

খুব শান্ত নির্লিপ্ত ভঙ্গীতে কথাগুলা শুনলো শবনম। পেপার ওয়েটটা হাতে নিয়ে ঘুরালো কিছুক্ষণ।

‘ম্যাডাম, এই তথ্যটা ম্যানেজমেন্টের কাছে পৌঁছালে আপনার আর কোনো প্রতিদ্বন্দ্বি থাকবে না। সিইও পদে আপনি এমনিতেই তখন প্রমোশন পেয়ে যাবেন। আপনার তো ক্লিন ইমেজ আছেই। এখন ম্যাডাম পুরো রিপোর্ট রেডি করে তথ্য প্রমাণসহ ম্যানেজমেন্টের কাছে পৌঁছাতে তো আরও কিছুদিন সময় লাগবে। সে কারণে আগেই যদি বিষয়টা বোর্ড অফ ডাইরেক্টরসের কাউকে জানিয়ে দেওয়া যায় তাহলে...’

মনিরুজ্জামানের কন্ঠে চাপা চাঞ্চল্য, সরল চেহারাটা আনন্দে চকচক করছে। ‘আমি সিইও হলে আমার উন্নতি হবে, তোমার কী লাভ, বলো?’ শবনম মৃদু হেসে সরাসরি জানতে চাইলে মনিরুজ্জামান একটু থতমত খায়, যেন এই প্রশ্নটার জন্য সে একদম তৈরি ছিল না।
‘না মানে ম্যাডাম, লাভ আর কী, আপনাকে পছন্দ করি, গণি সাহেব মানে উনি তো ভাল লোক না, মানে লাভ এটুকুই যে আপনার হাতে কোম্পানির উন্নতি হবেছ। মানে আমাদেরও ভাল হবে।’

শবনম এবার শান্ত অবিচলিত কন্ঠে বলল, ‘দেখো, একজন সিনিয়র কর্মকর্তা হিসেবে আমার প্রতিপক্ষের ব্যাপারে এই ধরনের তথ্য লিক করা, মানে যেটা তোমরা বলছ, দুর্নীতির অভিযোগ করা সেটা আমার পক্ষে সম্ভব না। এটা কোনোভাবেই শোভনও হবে না।’
মনিরুজ্জামানের দপ করে নিভে যাওয়া মুখের দিকে তাকিয়ে ছোট্ট একটা বিরতি দিয়ে একটু নিচু স্বরে শবনম যোগ করল, ‘তবে তোমরা জুনিয়র অফিসার, তোমরা যদি কিছু করতে চাও, কারো মাধ্যমে বোর্ড ডিরেক্টরদের বিষয়টা জানাতে চাও, তবে আমার তো বলার কিছু নেই। তাই না?’

চলবে...

আগের পর্বগুলো পড়ুন>>>

স্নানের শব্দ: পর্ব-১২

স্নানের শব্দ: পর্ব-১১

স্নানের শব্দ: পর্ব-১০

স্নানের শব্দ: পর্ব-৯

স্নানের শব্দ: পর্ব-৮

Header Ad
Header Ad

প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে যাচ্ছে মিয়ানমার। শুক্রবার (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া নিবন্ধিত ৮ লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম পর্যায়ে ১ লাখ ৮০ হাজার জনকে ফেরত নেবে মিয়ানমার।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ ছয় দফায় রোহিঙ্গাদের মূল তালিকা মিয়ানমারকে সরবরাহ করেছিল। এখনো ৭০ হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাইকরণ বাকি রয়েছে। মূল তালিকায় থাকা বাকি সাড়ে ৫ লাখ রোহিঙ্গার যাচাই দ্রুত সম্পন্ন করা হবে বলেও জানিয়েছে মিয়ানমার।

বৈঠকে ড. খলিলুর রহমান মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ।

Header Ad
Header Ad

বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নিল বাংলাদেশ

বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নিল বাংলাদেশ। ছবি: সংগৃহীত

আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে গঠিত এই জোট বর্তমানে ক্রমবর্ধমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বৃহত্তর সংহতকরণের চেষ্টা করছে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, থাইল্যান্ডের ব্যাংককে চলমান ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের শেষ ভাগে সভাপতিত্ব হস্তান্তর করা হয়। সাত সদস্যের আঞ্চলিক ব্লক—বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের নেতারা ‘সমৃদ্ধ, স্থিতিস্থাপক এবং উন্মুক্ত বিমসটেক’ শীর্ষক আলোচনায় অংশ নেন। আয়োজক দেশ থাইল্যান্ড থেকে বাংলাদেশ নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে।

বিমসটেক সনদ অনুসারে, চেয়ারম্যানের পদ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বর্ণানুক্রমিকভাবে আবর্তিত হয়। শীর্ষ সম্মেলন শুরু হয় অংশগ্রহণকারী নেতাদের প্রতীকী গ্রুপ ছবি তোলার মাধ্যমে। এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, বিদায়ী বিমসটেক সভাপতি স্বাগত ভাষণ দেন। মিয়ানমার ও থাইল্যান্ডে সাম্প্রতিক ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও অন্যান্য বিমসটেক নেতারা আঞ্চলিক সহযোগিতা বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এছাড়া, সকালে প্রধান উপদেষ্টা ইউনূস থাই বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে উচ্চ পর্যায়ের প্রাতঃরাশ বৈঠকে যোগ দেন, যেখানে বিমসটেক কাঠামোর মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক অংশীদারিত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়।

Header Ad
Header Ad

চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও চীনকে পৃথক করেছে ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত। করিডোরের এক পাশে ভারতের মূল ভূখণ্ড থাকলেও অপর পাশে রয়েছে সাতটি রাজ্য, যেগুলোর সঙ্গে কোনো সমুদ্রবন্দর নেই। ফলে এই অঞ্চলের বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে ভারতের।

সম্প্রতি (২৮ মার্চ) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার প্রথম চীন সফরের সময় ‘সেভেন সিস্টার্স’ অঞ্চল নিয়ে মন্তব্য করেন। এতে ভারতের উদ্বেগ বহুগুণে বেড়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে শিলিগুড়ি করিডোরে ভারী যুদ্ধাস্ত্র ও সেনা মোতায়েন করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন হিসেবে উল্লেখ করেছে। দেশটির সামরিক বাহিনী সেখানে রাফায়েল যুদ্ধবিমান, ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্র, এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম এবং টি-৯০ ট্যাংক মোতায়েন করেছে। পাশাপাশি করিডোরের নিরাপত্তা বাড়াতে নিয়মিত সামরিক মহড়ার আয়োজন করছে।

পশ্চিমবঙ্গের এই সরু করিডোরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় ভারত সেখানে বহুমুখী প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। এতে অন্তর্ভুক্ত রয়েছে উন্নত সামরিক সরঞ্জাম, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিয়মিত সামরিক প্রশিক্ষণ। এরই মধ্যে ভারতীয় সেনাপ্রধান করিডোরের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন এবং কৌশলগত প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন।

ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সঙ্গে চীনের ক্রমবর্ধমান সম্পর্ক ও সাম্প্রতিক ভূ-রাজনৈতিক পরিবর্তনের কারণে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা আরও জোরদার করতে চাইছে ভারত। এরই অংশ হিসেবে দেশটি করিডোর অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নিল বাংলাদেশ
চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি
পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!
নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: না ফেরার দেশে প্রেমা, নিহত বেড়ে ১১
নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো
লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হলো বিএনপি সমর্থকের বসতবাড়ি, গ্রেপ্তার ৯
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক শুরু
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অপসারণ করল আদালত
গাইবান্ধায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
সংস্কার শেষে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করাই প্রধান লক্ষ্য: প্রধান উপদেষ্টা
নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: টুকু
যৌথবাহিনীর অভিযান: ৭ দিনে গ্রেপ্তার ৩৪১
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো নারীর
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, হোটেলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ