মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

মতিন রায়হান

একগুচ্ছ কবিতা

ঝিনুকের হাড়

সমুদ্র আমাকে টানে, তা তো জানে নদী ও পাহাড়

আমি বয়ে যাই নিরবধি...কখনো কখনো বাঁধা পড়ি
দিগন্তের দূর মায়াজালে! জনাকীর্ণ বালুময় সমুদ্র
সৈকত, ঝাউবীথি মাথা তুলে দেখে নেয় অগণন
অচেনা পর্যটকের মুখ! শঙ্খ যদি বেজে ওঠে গোপন
ইথারে তবে ফেনায়িত জলে মৎস্যকুমারীর ছায়া!
ধীরলয়ে হাঁটে শামুক-ঝিনুক, নড়ে ওঠে ভেজা বালি,
তারামাছ ফোটে; কোথায় রয়েছে মুক্তারাশি, কারা
খোঁজে? ও পাহাড়, কে জুড়েছে আজ বিশ্রম্ভালাপ,
তোমার সঙ্গে? ঝিনুকেরা জানে মুক্তোজন্মে কতকাল
কেটে গেছে অদৃশ্য আঁধারে! ঠিক সূর্যস্নান শেষে
কারা তবে ফিরে যায় হোটেলের রুমে? সূর্য ডোবার
কাল : ডুবে যাবে ক্লান্ত সূর্য! মুছে যাবে দিগন্তের
সিঁথির সিঁদুর! তুমিও কি ডুবে যাবে ফেনায়িত
অন্ধকারে? গভীর সমুদ্রে ভাসে রোজ ঝিনুকের হাড়!

সমুদ্র আমাকে টানে, তা তো জানে নদী ও পাহাড়!

 

সন্ধ্যামায়াজাল

স্মৃতির ওপার থেকে কে যে এলো!
পায়ে বাজে রিনিঝিনি মল
সুন্দর এসেছে বুঝি!
ভাসলো কি রূপশতদল?
আলো-ছায়া, রোদ-বৃষ্টি
হাওয়ার নাচন
উড়ে যায় স্মৃতিহংস
হৃদি-সংবেদন!
মুহূর্তে মুহূর্ত বাজে
মহাকাল পায়েচলা পথ...
নদীও ভাঙে তীর
কালের তঞ্চক!
আমি যদি দিই ডুব
পদ্মফোটা জলে
তুমি তো জ্বলবে জানি
অদেখা অনলে!
প্রাণের কথারা যদি
ঘরে ঘরে মরে!
কে বাঁচায় প্রত্নপ্রেম
গ্রামে ও শহরে?
ফুলে ও ফসলে আজ
সন্ধ্যামায়াজাল
ভাসুক চাঁদের রেখা
তোমার সকাল!
বিন্দু আমি এঁকে যাই
বৃত্তের পরিধি
তুমিই অনন্ত বোধ
তুমিই তো আদি!

 

এসো, প্রিয় ইমনকল্যাণে

আলোর জানালা খুলে দেখি আমি প্রভাতের পাখি

কূজনে কূজনে ফোটে ভোরবেলা, তুমি আলো
মুক্তির, যুক্তির; খুব ভালোবাসি তোমাকে;
দুপুর রোদে যদি হেসে ওঠে অনঙ্গ-কুহক
আমি অঙ্গময় সঙ্গ খুঁজে নিই। ও আমার ব্যাকুলা
বিহঙ্গ : এসো, দূর আকাশের বাটে ডানা মেলি
যৌথ-যৌবনের কাসিদা কে শোনাবে সন্ধ্যায়
ইমনকল্যাণে? তুমি ছাড়া! তুমিময় এ জীবন
প্রীতিপুণ্যে কী দারুণ সমাসীন! তোমার দুচোখ
যেন ঘোরলাগা পদ্মদিঘি, তাই আমি প্রেম হয়ে
ভাসি! ও জল, নদীর নামে তোলো ঢেউ আজ;
তরঙ্গ-হৃদয় কেন মরে যেতে চায়! এই মৃত্যু
স্বেচ্ছামৃত্যু? নাকি মৃত্যুর শরাব পিয়ে জীবনের
অমরত্ব লাভ? মনসুর হাল্লাজ জানে মৃত্যু মানে
জীবনের শুভ উদ্বোধন! আমিও যথারীতি
উদ্বোধনী গাই; তুমিও মিলাও গলা পরান-জোনাকি

আলোর জানালা খুলে দেখি আমি প্রভাতের পাখি।

 

Header Ad
Header Ad

ডাকাত দেখে আতঙ্কে অসুস্থ গৃহকর্তা, পানি খাইয়ে সেবা করল ডাকাতরা, পরে লুট

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক বাড়িতে ডাকাতি করতে এসে আতঙ্কে অসুস্থ হয়ে পড়া গৃহকর্তাকে প্রথমে পানি খাইয়ে সেবা করে পরে ঘরের মালামাল লুট করেছে ডাকাতরা। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সোবাহান হাওলাদার (৬০) জানান, রাত আনুমানিক ২টার দিকে তার পাকা দালানের দরজার সিটকিনি ভেঙে মুখোশধারী ডাকাত দল ঘরে প্রবেশ করে নিজেদের পরিচয় দেয়। তখন তিনি ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েন। ডাকাতরা তাকে পানি পান করিয়ে সেবা করে। এরপর একাধিক আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

তিনি বলেন, “আমি এবং আমার স্ত্রী ঘরে ছিলাম। ডাকাতরা আমাদের কোনো শারীরিক ক্ষতি করেনি। বরং আমি অসুস্থ হলে তারা আমাকে পানি খাওয়ায়।”

একই রাতে সোবাহান হাওলাদারের ভাতিজা জহিরুল ইসলামের আধাপাকা ঘরে ঢুকে ডাকাতরা পরিবারের সদস্যদের চোখ-মুখ বেঁধে রাখে এবং ঘর তছনছ করে ১৮ হাজার টাকা ও প্রায় আড়াই ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।

ভুক্তভোগীদের দাবি, দুই ঘর থেকে মোট সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, ৩৮ হাজার টাকা এবং বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Header Ad
Header Ad

‘মানবিক করিডর’ নিয়ে নানা প্রশ্ন : স্পষ্ট করলেন প্রেসসচিব

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য জাতিসংঘের নেতৃত্বে একটি ‘হিউম্যানিটারিয়ান করিডর’ স্থাপনের সম্ভাবনা নিয়ে নানা গুঞ্জনের প্রেক্ষিতে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

তিনি জানান, জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হলে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে নীতিগতভাবে প্রস্তুত আছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিএনপি-জামায়াতসহ বিরোধী পক্ষের দাবি, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে রাজনৈতিক দলসহ মূল স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। এ প্রসঙ্গে প্রেসসচিব বলেন, “আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি এবং যথাসময়ে প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে।”

তিনি আরো জানান, রাখাইন রাজ্যে মানবিক সংকট অব্যাহত থাকলে বাংলাদেশের জন্য নতুন করে বাস্তুচ্যুত মানুষের ঢল নামার আশঙ্কা রয়েছে, যা দেশের পক্ষে বহন করা কঠিন।

প্রেসসচিব ‘বড় শক্তির ভূ-রাজনৈতিক পরিকল্পনা’ সংক্রান্ত অভিযোগকে “সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পিত অপপ্রচার” হিসেবে উল্লেখ করে বলেন, এটি বাংলাদেশের বিরুদ্ধে একটি ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ।

 

Header Ad
Header Ad

ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যেই নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানের সামরিক বাহিনীর একটি সূত্র চীনা বার্তা সংস্থা সিনহুয়াকে বিষয়টি নিশ্চিত করে জানায়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ভিম্বর জেলার মানাওয়ার এলাকায় ড্রোনটি ভূপাতিত করা হয়।

সূত্র মতে, ভারতীয় বাহিনী গোয়েন্দা নজরদারির উদ্দেশ্যে ড্রোনটি পাঠিয়েছিল। তবে পাকিস্তান সেনাবাহিনী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড্রোনটিকে ভূপাতিত করতে সক্ষম হয়।

ঘটনাস্থল থেকে ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে এবং সেটি পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানানো হয়। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রায়ই যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটছে এবং আকাশপথে নজরদারি বৃদ্ধি পেয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ডাকাত দেখে আতঙ্কে অসুস্থ গৃহকর্তা, পানি খাইয়ে সেবা করল ডাকাতরা, পরে লুট
‘মানবিক করিডর’ নিয়ে নানা প্রশ্ন : স্পষ্ট করলেন প্রেসসচিব
ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী
মাদরাসার শিক্ষকদের জন্য বড় সুখবর
দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা
সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল
মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
নিলামে তুলেও এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রি করতে পারছে না ব্যাংকগুলো
সেই জিম্বাবুয়ের বিপক্ষেই চার বছর পর সাদমানের সেঞ্চুরি
স্টারলিংকের লাইসেন্স অনুমোদন প্রধান উপদেষ্টার, মাসিক খরচের বিষয়ে যা জানা গেল!
রাখাইনের সঙ্গে মানবিক করিডরের বিষয়টি স্পষ্ট করুন: জামায়াত আমির
প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাচ্ছেন দশম গ্রেড, সহকারী শিক্ষক ১২তম
এনসিপির সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই: উমামা ফাতেমা
আওয়ামী লীগ সরকার পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল: প্রধান উপদেষ্টা
আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই
চার শতাধিক যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল বছরের প্রথম হজ ফ্লাইট
রাখাইনে মানবিক করিডর দেওয়া নিয়ে আলোচনা করা উচিত ছিল: ফখরুল
দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি
ভারতের সামরিক আক্রমণ আসন্ন,পারমাণবিক অস্ত্রের হুমকি পাকিস্তানের
কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত মার্ক কার্নি