সোমবার, ১৭ মার্চ ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

মতিন রায়হান

একগুচ্ছ কবিতা

ঝিনুকের হাড়

সমুদ্র আমাকে টানে, তা তো জানে নদী ও পাহাড়

আমি বয়ে যাই নিরবধি...কখনো কখনো বাঁধা পড়ি
দিগন্তের দূর মায়াজালে! জনাকীর্ণ বালুময় সমুদ্র
সৈকত, ঝাউবীথি মাথা তুলে দেখে নেয় অগণন
অচেনা পর্যটকের মুখ! শঙ্খ যদি বেজে ওঠে গোপন
ইথারে তবে ফেনায়িত জলে মৎস্যকুমারীর ছায়া!
ধীরলয়ে হাঁটে শামুক-ঝিনুক, নড়ে ওঠে ভেজা বালি,
তারামাছ ফোটে; কোথায় রয়েছে মুক্তারাশি, কারা
খোঁজে? ও পাহাড়, কে জুড়েছে আজ বিশ্রম্ভালাপ,
তোমার সঙ্গে? ঝিনুকেরা জানে মুক্তোজন্মে কতকাল
কেটে গেছে অদৃশ্য আঁধারে! ঠিক সূর্যস্নান শেষে
কারা তবে ফিরে যায় হোটেলের রুমে? সূর্য ডোবার
কাল : ডুবে যাবে ক্লান্ত সূর্য! মুছে যাবে দিগন্তের
সিঁথির সিঁদুর! তুমিও কি ডুবে যাবে ফেনায়িত
অন্ধকারে? গভীর সমুদ্রে ভাসে রোজ ঝিনুকের হাড়!

সমুদ্র আমাকে টানে, তা তো জানে নদী ও পাহাড়!

 

সন্ধ্যামায়াজাল

স্মৃতির ওপার থেকে কে যে এলো!
পায়ে বাজে রিনিঝিনি মল
সুন্দর এসেছে বুঝি!
ভাসলো কি রূপশতদল?
আলো-ছায়া, রোদ-বৃষ্টি
হাওয়ার নাচন
উড়ে যায় স্মৃতিহংস
হৃদি-সংবেদন!
মুহূর্তে মুহূর্ত বাজে
মহাকাল পায়েচলা পথ...
নদীও ভাঙে তীর
কালের তঞ্চক!
আমি যদি দিই ডুব
পদ্মফোটা জলে
তুমি তো জ্বলবে জানি
অদেখা অনলে!
প্রাণের কথারা যদি
ঘরে ঘরে মরে!
কে বাঁচায় প্রত্নপ্রেম
গ্রামে ও শহরে?
ফুলে ও ফসলে আজ
সন্ধ্যামায়াজাল
ভাসুক চাঁদের রেখা
তোমার সকাল!
বিন্দু আমি এঁকে যাই
বৃত্তের পরিধি
তুমিই অনন্ত বোধ
তুমিই তো আদি!

 

এসো, প্রিয় ইমনকল্যাণে

আলোর জানালা খুলে দেখি আমি প্রভাতের পাখি

কূজনে কূজনে ফোটে ভোরবেলা, তুমি আলো
মুক্তির, যুক্তির; খুব ভালোবাসি তোমাকে;
দুপুর রোদে যদি হেসে ওঠে অনঙ্গ-কুহক
আমি অঙ্গময় সঙ্গ খুঁজে নিই। ও আমার ব্যাকুলা
বিহঙ্গ : এসো, দূর আকাশের বাটে ডানা মেলি
যৌথ-যৌবনের কাসিদা কে শোনাবে সন্ধ্যায়
ইমনকল্যাণে? তুমি ছাড়া! তুমিময় এ জীবন
প্রীতিপুণ্যে কী দারুণ সমাসীন! তোমার দুচোখ
যেন ঘোরলাগা পদ্মদিঘি, তাই আমি প্রেম হয়ে
ভাসি! ও জল, নদীর নামে তোলো ঢেউ আজ;
তরঙ্গ-হৃদয় কেন মরে যেতে চায়! এই মৃত্যু
স্বেচ্ছামৃত্যু? নাকি মৃত্যুর শরাব পিয়ে জীবনের
অমরত্ব লাভ? মনসুর হাল্লাজ জানে মৃত্যু মানে
জীবনের শুভ উদ্বোধন! আমিও যথারীতি
উদ্বোধনী গাই; তুমিও মিলাও গলা পরান-জোনাকি

আলোর জানালা খুলে দেখি আমি প্রভাতের পাখি।

 

Header Ad
Header Ad

দাবি পূরণের আশ্বাস, ধর্মঘট প্রত্যাহার করল রেলওয়ের রানিং স্টাফরা

ছবি: সংগৃহীত

রেলপথ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহার করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। আগামী ২৩ মার্চের মধ্যে তাদের দাবি পূরণের আশ্বাসে সোমবার দুপুরে এ ঘোষণা দেন তারা।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে রানিং স্টাফরা তাদের কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা গত কয়েক মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না, যা তাদের কর্মবিরতির মূল কারণ ছিল।

বৈঠক শেষে রেলপথ মন্ত্রণালয়ের সচিব জানান, অস্থায়ী শ্রমিকদের বেতন ভাতার জন্য অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুমোদন হয়ে গেছে, তবে কিছু পদ্ধতিগত কারণে দেরি হচ্ছে। তিনি বলেন, ‘‘যাত্রীদের দুর্ভোগে ফেলতে এমন কোনো কর্মসূচি গ্রহণযোগ্য নয়।’’

এছাড়া শ্রমিকদের পক্ষ থেকে প্রতিমাসে ১০ তারিখের মধ্যে বেতন প্রদান করার দাবি জানানো হলে, সচিব সেই দাবি মেনে নেন।

Header Ad
Header Ad

বহু জেল খেটেছি আর খাটতে চাই না: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এ দেশের মানুষ বহু জেলজুলুম সহ্য করেছে। আমরাও বহু জেল খেটেছি। আর জেল খাটতে চাই না।

রোববার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

তিনি বলেন, দেশটাতে বহু বছর পর ড. মুহাম্মদ ইউনূস ও দেশের মানুষের কষ্টে শান্তি এসেছে। দয়া করে দেশটাকে অশান্তির দিকে ঠেলে দেবেন না।

মির্জা আব্বাস বলেন, আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, ততটুকু করে নির্বাচন দিন। নির্বাচনের পর যেই ক্ষমতায় আসুক, তাকে আমরা সালাম দিয়ে মেনে নেব। কোনো অনির্বাচিত সরকারের, ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে বহু কথা শুনেছি। আমরা কোনো কিছু বিশ্বাস করতে চাই না। আমরা বিশ্বাস রাখতে চাই, ড. ইউনূস যে কথা বলেছেন তার কথা রাখবেন। আশা করছি ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন পাব।

ঢাকা মেডিকেল কলেজের ডা. মিলন হলে আয়োজিত এ ইফতার মাহফিলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম, সদস্য সচিব তানভীর আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

Header Ad
Header Ad

ডিভোর্স হয়নি, আমরা এখনো স্বামী–স্ত্রী: সায়রা বানু

এ আর রহমান ও সায়রা বানু। ছবি: সংগৃহীত

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের অসুস্থতার খবরের মধ্যেই সায়রা বানু ভক্তদের জন্য একটি চমক দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক অডিও বার্তায় জানান, তাকে যেন ‘প্রাক্তন স্ত্রী’ হিসেবে পরিচয় দেওয়া না হয়।

সায়রা বানু তার ভয়েস নোটে বলেন, ‘‘আসসালামু আলাইকুম। আমি এ আর রহমানের দ্রুত সুস্থতা কামনা করি। শুনেছি, তার বুকে ব্যথা ছিল এবং তিনি অ্যাঞ্জিওগ্রাফি করিয়েছেন। আল্লাহর অশেষ রহমতে তিনি এখন সুস্থ রয়েছেন।’’

তিনি আরও জানান, ‘‘আমি সবার উদ্দেশে বলতে চাই, আমরা এখনো আনুষ্ঠানিকভাবে তালাকপ্রাপ্ত নই, আমরা এখনো স্বামী–স্ত্রী। গত দুই বছর ধরে আমি ভালো বোধ করছিলাম না, তাই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম যাতে তার ওপর বাড়তি চাপ না পড়ে। কিন্তু দয়া করে আমাকে ‘এক্স–ওয়াইফ’ বলবেন না। আমরা শুধু আলাদা থাকছি, তবে আমার দোয়া সব সময় তার সঙ্গে রয়েছে।’’

এ আর রহমান ও সায়রা বানু। ছবি: সংগৃহীত

এ আর রহমানের মুখপাত্রও জানান, সংগীত পরিচালক অসুস্থ অনুভব করায় তিনি হাসপাতালে চেকআপে গিয়েছিলেন। চিকিৎসকরা বলেন, রোজা রাখার কারণে পানিশূন্যতায় ভুগছিলেন, যা তার অসুস্থতার মূল কারণ ছিল।

গত বছর এ আর রহমান ও সায়রা বানু বিচ্ছেদের ঘোষণা দেন, তবে তারা তিন সন্তানের মা-বাবা হিসেবে একসঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দাবি পূরণের আশ্বাস, ধর্মঘট প্রত্যাহার করল রেলওয়ের রানিং স্টাফরা
বহু জেল খেটেছি আর খাটতে চাই না: মির্জা আব্বাস
ডিভোর্স হয়নি, আমরা এখনো স্বামী–স্ত্রী: সায়রা বানু
সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন গাজী জসীম উদ্দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নফাঁসের অভিযোগ, তদন্তে শিক্ষার্থীদের পাঁচ দাবি
হামজা এখন বাংলাদেশে  
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ কাঠামো প্রত্যাখ্যান করে তিতুমীর শিক্ষার্থীদের হুঁশিয়ারি  
কর্মবিরতি প্রত্যাহার, দেড় ঘণ্টা পর মেট্রোরেলের টিকিট ব্যবস্থা চালু  
মিরপুরে ছুরিকাঘাতে যুবক খুন  
ফারাজ করিম ও ফারহান করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা  
সাড়ে ১১টায় সিলেট বিমানবন্দরে পৌঁছাবেন হামজা  
ইয়েমেনে নিহত বেড়ে ৫৩, হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের  
কর্মবিরতিতে মেট্রোরেল কর্মীরা, বিনা টিকিটে ভ্রমণ করছে যাত্রীরা
ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়
‘স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না’ খবরটি সত্য নয়
যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া উচিত: মির্জা ফখরুল
ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে উদ্ধার করল সেনাবাহিনী
অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে ‘সোনিয়ার’ প্রতারণা, টাকা ফেরত চেয়ে মানববন্ধন
চুয়াডাঙ্গায় সার বীজ মনিটরিং কমিটির  সভা অনুষ্ঠিত
বিএনপি ক্ষমতায় এলে সব অন্যায়-জুলুমের বিচার নিশ্চিত করা হবে: তারেক রহমান