দুইটি কবিতা
গন্তব্য এখনো দূরে
- মো. আবু হেনা মোস্তফা কামাল
আমি যখন গন্তব্য ছুঁয়েছি বলে
নির্ভার,নিরুদবিগ্ন প্রশান্তির ছলে
অপার আনন্দে আত্মহারা
আমার যখন মনের চতুষ্কোণে
আতশবাজির ঝিলিক দেয়া হাসি
অজানা সুখে প্রায় পাগলপারা
ঠিক তখনই দেখি পাল্টে গেছে
দীর্ঘদিনের স্থানিক অবস্থান খানি
বহতা নদীর মত বহু পথ পেরিয়ে
বাঁক খেয়ে গেছে ভাটির দেশে এসে।
স্মৃতির কপাট খুলে অগোচরে
কে যেন উঁকিঝুঁকি মারে
ছোট্ট পাখিটির মত উড়ে উড়ে
শিস দিয়ে আপন মনে বলে যায়
পাততাড়ি গুটিয়েছ কেন হায়
গন্তব্য রয়েছে এখনো অনেক দূরে।
সংশয়
গোলাম কিবরিয়া পিনু
আমি এখন সংশয়বাদী,
মানুষ নিয়ে!
মতলববাজ শুধু মতলবপুর থেকে আসে না!
পাশের বাড়ি থেকেও আসে,
হতে পারে পাড়া-প্রতিবেশী
বন্ধু ও আত্মীয়ও বেশি!
হিমালয়ের বরফগলা জল আসে না নদীতে!
আসে বেশি ড্রেনের জল!
এলো কী-এক নগর সভ্যতা!
নকরামি হয়ে উঠে মানুষের মূল প্রবণতা!
জটিল গ্রন্থিতে চিত্তবিকার!
ইন্দ্রিয় হারায় বানানের ইকার!
কে যে মতলব থেকে কথা বলে?
কে যে মন থেকে কথা বলে?
কে যে ভয় থেকে কথা বলে?
কে যে লোভ থেকে কথা বলে?
বিস্ময় ও বিভ্রমে ভ্রমরও ভুল ফুলে গিয়ে বসে!
কে কাকে হেফাজত করে?
কে কাকে আগলে রাখে?
কে কার পৃষ্ঠপোষক--কার জন্য তোষক বিছিয়ে রাখে?
সঙ্ঘের লোকেরা বলশালী হয়ে বল খেলে কার সাথে?