সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ধারাবাহিক উপন্যাস: পর্ব ১১

শরণার্থীর সুবর্ণরেখা

মায়ারাণী সবাইকে রুটি আর কলা দেয়। সবাই যে যার মতো খেতে থাকে। খেতে খেতে সূর্যের ছড়িয়ে পড়া দেখে। অজয় মাঝি খেতে খেতে নৌকা চালিয়ে যায়। এভাবে চলতে থাকে নদীপথ। কখনো নদীর তীরে থেমে ভাত-তরকারি রান্না করে খেয়ে পাড়ি দেয়া হয়ে যায় নদীপথ। ইন্ডিয়ার স্বরূপনগর ব্রিজের নিচে একটি চরে নেমে পড়ে সবাই। নৌকা ছেড়ে দেয়। অজয় মাঝি বলে, যাই। আপনারা দেশে আসলে আবার দেখা হবে।

মায়ারাণী দরদী কন্ঠে বলে, বাবারে, যদি যুদ্ধ করার সুযোগ পাও, যুদ্ধে যেও।

–যাবো মাগো যাবো। দেশ স্বাধীন করার মন্ত্র আমার বুকের ভেতর আছে।

বীথিকা চেঁচিয়ে বলে, হুররে, হুররে –জয় বাংলা –জয় বঙ্গবন্ধু।

চরে দাঁড়িয়ে থাকা স্থানীয় লোকেরা বলে, জয় বাংলা। জয় বাংলার সবাই আসুন। আপনাদের জন্য ত্রাণসামগ্রী রেখেছি।

হরেন্দ্রনাথ বলে, কি সুন্দর চর এলাকা। আমাদের দেশেও এমন অনেক চর আছে।

–তাহলে বোঝেন আপনারা নিজের দেশের মতো জায়গায় সময় কাটাবেন।

বীথিকা হাসতে হাসতে বলে, হ্যাঁ, ঠিক। মনে হবে নিজের দেশের মাটির আপনজনের মাটির ওপর দাঁড়িয়ে আছি। নদীর ধার থেকে সামনের দিকে এগিয়ে যায় সবাই। একটি কুঁড়েঘরের সামনে গিয়ে দাঁড়ায়। ঘর থেকে বেরিয়ে আসে গোপাল সাহা। বলে, এটি আমার ঘর। আপনারা দুদিন এই ঘরে থাকবেন।

–আপনি কোথায় থাকবেন?

–আমার ব্যবস্থা আছে। একটি ঘর খালি রেখেছি আমরা শরণার্থীদের জন্য। এই চরের সবাই মিলে আমরা এই আয়োজন করেছি। এখন আপনাদের খাবার আসবে সুখরঞ্জনের বাড়ি থেকে। আপনারা ঘরে ঢুকে বসুন।

মায়ারাণী সবার আগে ঢুকে পড়ে। হরেন্দ্রনাথ সবার কাছ থেকে বিদায় নেয়। চলে যায় লোকজন। কেউ কেউ বলে, একটুপরই আসছি।

মায়ারাণী দেখতে পায় ঘরের মেঝেতে পাটি পাতা আছে। এক কোণায় চাদর-বালিশ আছে। ঘুমুনোর সময় ব্যবহার করা হবে। ছেলেমেয়েদের নিয়ে পাটির উপর বসে থাকে মায়ারাণী। বুকের ভেতর গভীর প্রশান্তি ছড়ায়। মনে হয় বেঁচে থাকার স্বস্তি পাওয়া হলো। এখন স্বাধীনতার জন্য কাজ করার পথ খুঁজে নিতে হবে। পরক্ষণে ভাবনা থমকে যায়, এজন্য যে গর্ভের সন্তান নড়ে ওঠে। বিব্রত বোধ করে মায়ারাণী। এই সন্তানের জন্মের দুই মাস বাকি আছে। তার আগে কিছু করা যাবে না। বীথিকা কাছে এসে বসে। বলে, মা কি ভাবছো?

–যুদ্ধ করার কথা ভাবছি।

–কেমন করে যুদ্ধ করবে?

–যুদ্ধের পক্ষে নানা কাজ করব। এটা আমার যুদ্ধ হবে। থাক আর কথা বলিস না।

খাবার নিয়ে ঘরে ঢোকে দুই-তিনজন মহিলা। নিজেরাই থালায় ভাত-তরকারি দিয়ে সবার দিকে এগিয়ে দেয়। একজন মায়ারাণীর দিকে তাকিয়ে বলে, আপনার জরুরি কিছু দরকার হলে আমাদেরকে বলবেন। এই ঘরের পেছনে পেসাব-পায়খানার জায়গা আছে। আপনারা কোথা থেকে আসছেন?

–খুলনার শ্রীনগর গ্রাম থেকে।

–কিভাবে এসেছেন?

–নৌকায়।

–কতক্ষণ লেগেছে আসতে?

–চারটা নদী পার হয়ে আসতে তিনদিন তিনরাত লেগেছে।

–ওহ বাবা। অনেক কষ্ট হয়েছে না?

–না, না তেমন কষ্ট হয়নি।

পাশ থেকে হরেন্দ্রনাথ উত্তর দেয়।

–এখান থেকে কোথায় যাবেন?

–আপনারা বলেন শরণার্থী ক্যাম্প কোথায় আছে?

আর একজন নারী সঙ্গে সঙ্গে বলে, আমাদের কেউ কেউ আপনাদেরকে দিয়ে আসবে বশিরহাট ক্যাম্পে।

–আমরা কি কালকে যেতে পারব?

–না, আর একদিন থাকেন। দম ফেলেন। এই ঘরে চাদর বিছিয়ে গড়াগড়ি করে ঘুমাবেন। এই মেয়ে তোমার নাম কি?

–বীথিকা। ওর নাম কৃষ্ণপদ, ও নিরঞ্জন, ও অমল।

–দেখতে পাচ্ছি সামনে আর একজন আসছে।

–হ্যাঁ, আমি একটা বোন চাই। বোন পেলে আমার খুশির সীমা থাকবেনা।

–ভালোই বলেছো মা।

–তিনটি ভাইয়ের সঙ্গে আমার দিন সুন্দর কাটে।

–যুদ্ধের কথা মনে হয় না?

–হ্যাঁ, হয়। আমি এখানে কোথাও সুযোগ পেলে অস্ত্র চালানোর ট্রেনিং নেব। তারপর যুদ্ধ করব।

–সাবাস মেয়ে, সাবাস। জয় হোক তোদের।

বীথিকা চেঁচিয়ে বলে, ‘জয় বাংলা’।

এলাকার মহিলারাও ‘জয় বাংলা’ বলে উঠে দাঁড়ায়।

–আমরা এখন যাচ্ছি। কালকে দেখা হবে।

বেরিয়ে যায় সবাই।

হরেন্দ্রনাথ বিস্মিত কন্ঠে বলে, এই চরেরর লোকেরা কেমন আন্তরিকভাবে আমাদের গ্রহণ করেছে। ওদের ঋণ শোধ হবার নয়।

–ঠিক বলেছ বাবা। একটা কুঁড়েঘর খালি রেখেছে শরণার্থীদের জন্য।

–আমাদের মাথার উপর হাত দিয়ে রেখেছে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তাঁর নির্দেশ না থাকলে এরা আমাদের এমনভাবে গ্রহণ করতে পারতনা।

–না বাবা, এটা শুধু সরকারি নির্দেশ না, নিজেদের চেতনাও আমাদের জন্য কাজ করছে। নইলে আমরা এমন আন্তরিকতা পেতামনা। আমি এখন তিন ভাইকে নিয়ে পুরো চরটা ঘুরে ঘুরে দেখব।

–জলের ধারে বেশি যাবিনা। এরা তিনজনে যেন হুড়মুড়িয়ে জলে না নামে।

–হ্যাঁ মা, সাবধানে ঘুরব। আমরাতো এমন চর কখনো দেখিনি।

–আচ্ছা ঘুরে আয়।

বীথিকা ভাইদের নিয়ে দৌড়াতে শুরু করে। এদিক-ওদিক দৌড়ে ব্রিজের নিচে এসে দাঁড়ায়। দেখতে পায় চরের ওপাশ থেকে এপাশে ব্রিজটা চলে গেছে। বীথিকার মনে হয় কালকে ওরা যখন যাবে তখন এই ব্রিজ পার হয়ে যাবে। পরক্ষণে ভাবে, নাও হতে পারে। দেখতে পায় দূরে বাবা দাঁড়িয়ে আছে। ওরা একদৌড়ে বাবার কাছে গিয়ে দাঁড়ায়।

বীথিকা বলে, বাবা এই চরটা কি সুন্দর!

–হ্যাঁ মা, খুব সুন্দর। আমি এখানে দাঁড়িয়ে চারদিক ঘুরে ঘুরে দেখছি। দেশ স্বাধীন হলে আমরা এখানে বেড়াতে আসব। এখানকার মানুষেরা খুব ভালো। সবাই আমাদেরকে কত মায়া দেখাল।

–ঠিক বলেছো বাবা। আমরা এখানে শুধু বেড়াতে আসব না। একদিন দুপুর বেলা এদের জন্য খাওয়ার আয়োজন করবো। পারবে না?

–পারব। তোর মায়ের কাছে টাকা রাখব। তোর মা জমিয়ে রাখবে। সবাইকে খাওয়াতে অনেক টাকা লাগবে।

–তা লাগবে বাবা। আমরা সবাই মিলে খরচ কমিয়ে ফেলে টাকা জমাব।

–ঠিক বলেছিস মা। দেশ স্বাধীন হলে আমাদের একবার আসতে হবে।

–যাই আমরা চরের ওই দিকটা দৌড়ে আসি। তিন ভাইয়ের হাত ধরে বীথিকা দৌড়াতে থাকে। হরেন্দ্রনাথ ছেলেমেয়েদের আনন্দ দেখে হাসিমুখে ঘরে ফেরে।

(চলবে)

এসএ/

শরণার্থীর সুবর্ণরেখা: পর্ব ১০

শরণার্থীর সুবর্ণরেখা: পর্ব ৯

শরণার্থীর সুবর্ণরেখা: পর্ব ৮

শরণার্থীর সুবর্ণরেখা: পর্ব ৭

শরণার্থীর সুবর্ণরেখা: পর্ব ৬

শরণার্থীর সুবর্ণরেখা: পর্ব ৫

শরণার্থীর সুবর্ণরেখা: পর্ব ৪

শরণার্থীর সুবর্ণরেখা: পর্ব ৩

শরণার্থীর সুবর্ণরেখা: পর্ব ২

শরণার্থীর সুবর্ণরেখা: পর্ব ১

 

Header Ad
Header Ad

নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আব্দুল্লাহ

নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে নাহিদ ইসলামের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, "শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।" তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

 

Header Ad
Header Ad

কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে দেশে কিছু লোডশেডিং চালু রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, কিছু লোডশেডিং না দিলে ভর্তুকির পরিমাণ বেড়ে যাবে। তবে লোডশেডিং যাতে সহনীয় পর্যায়ে থাকে, সে চেষ্টা করা হবে। তিনি জানান, শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং কার্যকর করা হবে।

সচিবালয়ে গ্রিড বিপর্যয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, বর্তমানে দেশে সাড়ে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গরমের কারণে আগামী দিনে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট পর্যন্ত পৌঁছাতে পারে। তখন চাহিদা মেটাতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন আরও বাড়ানো হবে। তিনি আরও বলেন, যে হারে এসি স্থাপন করা হচ্ছে, সে হারে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি। অনেকে অকারণে লাইট, ফ্যান ও এসি চালু রাখায় বিদ্যুৎচাহিদা বেড়ে যাচ্ছে।

তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের বরিশাল ও খুলনায় ২৬ এপ্রিল যে গ্রিড বিপর্যয় ঘটে, তার তদন্তে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান করা হয়েছে বুয়েটের উপ-উপাচার্য আবদুল হাসিব চৌধুরীকে। কমিটি সাত কর্মদিবসের মধ্যে গ্রিড বিপর্যয়ের কারণ, দায়ী ব্যক্তিদের ভূমিকা ও ভবিষ্যতে প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সুপারিশ করবে।

মেট্রোরেল এক ঘণ্টার জন্য বন্ধ থাকার কারণও তদন্তে নেওয়া হয়েছে। বুয়েটের অধ্যাপক শামসুল হককে প্রধান করে একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা বলেন, মেট্রোরেল বন্ধ থাকার মূল কারণ ছিল বিদ্যুৎ সংকট।

এ সময় মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দেশে গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে এবং এলএনজি আমদানির আর্থিক সামর্থ্যও কমে গেছে। ফলে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

পিজিসিবি ও পিডিবি জানায়, আমিনবাজার-গোপালগঞ্জ সার্কিট লাইনের ৪০০ কিলোভোল্টের দুটি তার কাছাকাছি আসায় শর্ট সার্কিট হয় এবং সমস্যার সৃষ্টি হয়। এর ফলে বরিশাল ও খুলনা বিভাগের ১৫টি জেলা—খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ভোলা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও রাজবাড়ী—প্রায় ১৫ মিনিট থেকে ৯৬ মিনিট পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। তবে সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং রাত সাড়ে আটটার পর পুরোপুরি স্বাভাবিক হয়।

Header Ad
Header Ad

গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু, গাজীপুরের পূবাইলে চাঞ্চল্য

ছবি: সংগৃহীত

গাজীপুরের পূবাইলের হায়দরাবাদ এলাকায় একাধিক শিশু-কিশোরকে বলাৎকারের অভিযোগে এক মসজিদের ইমাম গণপিটুনির শিকার হয়ে পরে কারাগারে মৃত্যুবরণ করেছেন। মৃত ইমামের নাম রহিজ উদ্দিন (৩৫), তিনি চাঁদপুর জেলার মতলব থানার বাদশা মিয়ার ছেলে এবং হায়দরাবাদ আখলাদুল জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২৭ এপ্রিল) সকালে গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকায় এক কিশোরকে বলাৎকারের অভিযোগ ওঠে রহিজ উদ্দিনের বিরুদ্ধে। এতে উত্তেজিত এলাকাবাসী তাকে গাছে বেঁধে ব্যাপক মারধর করে, এমনকি তার গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে এবং নির্যাতিত এক কিশোরের বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখায়।

পরে আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। একই রাতের (২৭ এপ্রিল) দিবাগত ৩টার দিকে রহিজ উদ্দিন কারাগারে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা কারাগারের জেল সুপার রফিকুল কাদের জানান, মৃত ইমামের শরীরে গণপিটুনির চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, গণপিটুনিতে গুরুতর আহত হওয়ার ফলেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন।

পূবাইল থানার ওসি এসএম আমিরুল ইসলাম বলেন, রহিজ উদ্দিন স্থানীয় স্কুল-কলেজপড়ুয়া ছেলেদের নিজের থাকার কক্ষে এনে কম্পিউটার গেমস ও মোবাইল গেম খেলার সুযোগ দিতেন এবং কোমল পানীয় খাওয়াতেন। ওই পানীয় সেবনের পর অচেতন হয়ে পড়লে তিনি তাদের বলৎকার করতেন বলে অভিযোগ উঠেছে। এক কলেজছাত্রের কাছ থেকে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী উত্তেজিত হয়ে তাকে গণধোলাই দেয়।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নাহিদ ইসলামকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী বললেন হাসনাত আব্দুল্লাহ
কিছু লোডশেডিং না হলে ভর্তুকি বেড়ে যাবে: বিদ্যুৎ উপদেষ্টা
গণপিটুনির পর কারাগারে ইমামের মৃত্যু, গাজীপুরের পূবাইলে চাঞ্চল্য
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ
পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ৭টি অস্ত্রবাহী বিমান পাঠালো তুরস্ক
বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা
পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
জামিন পেলেন মডেল মেঘনা আলম
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করলো সরকার
নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি
পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস
ঢাকায় অটোরিকশা ও চার্জিং স্টেশন বন্ধে ডিএনসিসির অভিযান শুরু হতে যাচ্ছে
চাঁদা না দিলে রেলের কমান্ড্যান্টকে বদলির হুমকির অভিযোগ দুই ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে (ভিডিও)
বলিউডে সেনারা হিরো, বাস্তবে কেন জিরো ভারতীয় বাহিনী!
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৪
মে মাসে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে
সবাই মিলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই লক্ষ্য: আলী রীয়াজ
ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের ফের গোলাগুলি