ঢাকাপ্রকাশে আসছে সেলিনা হোসেনের ‘শরণার্থীর সুবর্ণরেখা’

ঢাকাপ্রকাশে শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেনের নতুন উপন্যাস ‘শরণার্থীর সুবর্ণরেখা’।
বিশ্বের নানা প্রান্তে শরণার্থী সমস্যা প্রকট হয়ে উঠেছে। বাংলাদেশও এই সমস্যার শিকার। দেশে দেশে শরণার্থীদের কঠিন সংগ্রামী জীবন, তাদের আনন্দ-বেদনার গল্প উঠে এসেছে সেলিনা হোসেনের ‘শরণার্থীর সুবর্ণরেখা’ উপন্যাসে।
উপন্যাসটি শিগগিরই ঢাকাপ্রকাশে ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। উপন্যাসটি পড়তে নিয়মিত চোখ রাখুন ঢাকাপ্রকাশের সাইটে।
কথাসাহিত্যিক সেলিনা হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭০ সালে বাংলা একাডেমিতে তার কর্মজীবনের শুরু। দীর্ঘ ৫০ বছর ধরে তিনি লেখালেখি করছেন।
শতাধিক গ্রন্থের প্রণেতা সেলিনা হোসেন স্বাধীনতা পদক, একুশে পদকসহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তার সাড়া জাগানো উপন্যাসের মধ্যে রয়েছে গায়ত্রীসন্ধ্যা, হাঙ্গর নদী গ্রেনেড, আগস্টের এক রাত, ভূমি ও কুসুম প্রভৃতি।
এসএ/
