বইমেলায় আসছে মনিরুল ইসলামের গল্পগ্রন্থ ‘শয়তান গ্রহ’
মুকুলের কল্পনার 'শয়তান গ্রহ' যেন বাস্তবতার প্রতিচ্ছবি। প্রতিদিন অসভ্যতার বীজ বপন হচ্ছে মুখোশধারী সভ্য সমাজে। সেই সমাজ বয়ে বেড়াচ্ছে মিথ্যের অপছায়া। সমাজও হয়ত ক্লান্ত। ভুক্তভোগী সমাজ যে কোনো মুহূর্তে বিদ্রোহ করে বসতে পারে। কিন্তু সে সাহস আর হয়ে ওঠে না।
নানান বেড়াজালে দুষ্টু লোকদের কাছে সেই সমাজ আবদ্ধ। তাই এখান থেকে মুক্তি পাওয়াটা বেশ কষ্টসাধ্য। সেই সমাজের লোকগুলো জড়িয়ে পড়ছে নষ্ট শহরে। এখান থেকেই নষ্ট সভ্যতার উৎপত্তি। তরুণ এই লেখক সমাজের এই অবস্থাকে করুণভাবে তুলে ধরেছেন তার শয়তান গ্রহের গল্পগুলোতে।
আমরা ক্লান্ত হচ্ছি! আমরা স্বাক্ষী গোপালের মতো চেয়ে চেয়ে দেখছি! এখানে আমি আমরা নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতীক! আমাদের বোবা কান্না সবাই চেয়ে চেয়ে দেখছে! লোভ লালসা লোলুভদের দিন দিন বেড়েই চলেছে। মানবতার সীমা লঙ্ঘন হচ্ছে। মূল্যবোধের অবক্ষয় নতুনভাবে উদিত হচ্ছে! অথচ সূর্যের আলোর ন্যায় মূল্যবোধের আলো ছড়িয়ে পড়বার কথা ছিল। সেই আলোয় সমাজ নতুনত্বে এগিয়ে যাওয়ার কথা ছিল। অথচ আমরা উল্টো পথে হাঁটছি। উল্টো পথে চলছি। মুকুলের কল্পনার শয়তান গ্রহ এই উল্টো সমাজ ব্যবস্থাকে আঘাত করেছে।
মুকুলের শয়তান গ্রহে অযোগ্যদের হাতে শাসন ব্যবস্থার চাবিকাঠি। অযোগ্যরা উচ্চ আসনে আসীন এবং সম্মানিত। মুকুল ব্যঙ্গভাবে দেখিয়ে দিয়েছেন যে, অযোগ্যদের হাতে শাসনব্যবস্থা থাকলে যে কোনো সময় তারা ভুল সিদ্ধান্ত নিতে পারে। যার ফলে এই ভুলের মাসুল দিতে হয় সমাজের অসহায় মানুষদের। লেখক মনিরুল ইসলাম মুকুল বার বার বোঝাতে চেষ্টা করেছেন যে, এইভাবে একটি সমাজ কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। যেখানে সমাজপতিরা দুর্নীতিপরায়ণ।
শয়তান গ্রহের কিছু গল্পে মুখোশধারী কিছু মানুষের ছবি এঁকেছেন মুকুল। বিষাদের ডেরা গল্পটি তার উৎকৃষ্ট উদাহরণ। এই গল্পে মুকুল তুলে ধরেছেন মানুষের পশুত্ব মনকে। যে মন জৈবিক তাড়না ও কামনা মেটাতে গিয়ে ছ-সাত বছরের মেয়েকে শিকারে পরিণত করে। এ রকম ঘটনা আমাদের সমাজেও ঘটছে আজকাল।
তরুণ লেখক মনিরুল ইসলাম মুকুল তার লেখায় অনেকটা মুন্সিয়ানা দেখিয়েছেন। তার কিছু লেখায় নিজেকেও ছাড়িয়ে গেছেন হয়ত। সমাজের নানান অসঙ্গতি, অন্যায়, অবিচার, মূল্যবোধের অবক্ষয় তার শয়তান গ্রহ গল্পগ্রন্থের মুল আলোচ্য বিষয়। ব্যঙ্গধর্মী এই গল্প গ্রন্থ খুব সহজেই পাঠকের ভাবের বোধোদয় খুলে দেবে!
উল্লেখ্য মনিরুল ইসলাম মুকুলের জন্ম ঠাকুরগাঁও সদর উপজেলার ভাতগাঁও গ্রামে। তার প্রকাশিত কাব্যগ্রন্থ 'শান্ত মেঘে লুকিয়ে তুই (২০২০), উপন্যাসিকা 'মৃত্যুর পাণ্ডুলিপি'(২০২১)। বর্তমানে তিনি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যয়নরত।
এমএমএ/