তানজিম ইসলাম
একগুচ্ছ কবিতা

অবচেতন দিবসে
আজ অবচেতন দিবস
তোমার দেয়া পোষা পাখিটা
খাঁচা ছেড়ে গেল
শহরের ব্যস্ত সিগনাল মোড়ে দাঁড়িয়ে
ট্রাফিক পুলিশের কাছে শিখে নিচ্ছি গতির কৌশল
চাকাদের সাথে উড়ে যাওয়া ধুলোর মতন
উড়তে থাকি হাওয়ানির্ভর
তোমার সকল ভাঙ্গনপ্রবন সীমানায়
বুকের ভেতর জমে উঠা পাথর দিয়ে বাধ টেনে দেব
এই যে জোয়ার
পাথরের গায়েই লিখে যাক যাবতীয় মুদ্রা
সুরক্ষিত থাকুক গোপন শিলালিপি
পাখিদের অনশন
মানুষের সব গোপন বের হয়ে এলে
পৃথিবীটা নীল হয়ে যাবে
আকাশ কী তবে প্রাক্তন কোনো পৃথিবী!
মানুষ গোপন পোষে রাখুক
মন খারাপের দিনে সমস্ত প্রার্থনা জেগে উঠে
এ শহরের আকাশে আজ পাখিদের অনশন
কেমন করে আজ রোদের মুখাপেক্ষি হবে?
আয়ুর কেঁচো
মুখ থেকে জন্মাল সুদর্শন মুখোশ
আমি মুখের অলিগলি চিনি
তবু চোখ কেবলি অন্ধ সরীসৃপ
অন্ধকে বলি অন্ধত্বের রুমাল যারে দাও
উপহাস করে সে কেঁচোর মতন
চোখের মাঝে আয়ুর কেঁচো
জেনে নিল মাটির কৌশল
