শনিবার, ১ মার্চ ২০২৫ | ১৬ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ধারাবাহিক উপন্যাস, পর্ব: ৮

অঘ্রানের অন্ধকারে

নবীন বকুলগাছটা বিকেলে নরম রোদ পেয়ে ঝলমলিয়ে উঠেছে। পাতায় পাতায় ঝিরঝিরে বাতাস। দুটো দোয়েল খুনসুটি করছে। গভীর আনন্দে মোহিত হয়ে ডাকছে। ঝটপট করছে। টুকটুক করে লাফাচ্ছে। পুরো গাছজুড়ে ওদের আনন্দের নাচন।

বকুলগাছের নিচে শানবাঁধানো পুকুর। প্রশান্ত পুকুরের পানি। ঝকঝকে গাঢ় সবুজে নিস্তরঙ্গ অচপল ভাব। দিন শেষের নরম আলো ছড়িয়ে পড়েছে পুকুরময়।

পুকুরের পানিতে পা ডুবিয়ে বসে আছে শাবিন আর তুরি। শাবিনকে সঙ্গে নিয়ে এসেছে তুরি বকুলতলায় এই পুকুরের পানিতে পা ডুবিয়ে বসে থাকবে বলে। কাল রিকশা নিয়ে ঘুরেছে তুরি শহরের নানান জায়গায় এমন চুপচাপ পুকুরের খোঁজে। মিলেও গেছে ঠিক যেমন খুঁজছিল।

অমনি খেয়ালি বাতাসের টানে তিরতিরে ঢেউ উঠল পুকুরের পানিতে। সেই আকুলিবিকুলি করা ঢেউয়ের দিকে তাকিয়ে স্বপ্নময় হয়ে গেল শাবিনের দুই চোখ। মায়াময় শোনাল তার কণ্ঠ, ‘আমাদের গ্রামটা অদ্ভুত সুন্দর। অবশ্য আমি ছোটোবেলায় গেছি, বাবার সঙ্গে। গ্রাম বলতে যা বোঝায়, ছবির মতো। পথের পাঁচালী’র নিশ্চিন্তি, না নিশ্চিন্দিপুরের মতো গ্রাম।’
গ্রামের নাম ভুল বলে হেসে ফেলল শাবিন।
শাবিনের স্বপ্নময়তা স্পর্শ করেছে তুরিকে। উচ্ছলিত গলায় বলল, ‘সত্যি!’
‘তোমার মনে আছে, অপূর্বকৃষ্ণ যখন কলকাতা থেকে ফিরে নৌকাঘাটায় নামল তখন কাদায় পিছলে পড়েছিল আর আপনি তো ‘পথের পাঁচালী’র সঙ্গে ‘সমাপ্তি’ গুলিয়ে ফেলেছেন।’
লজ্জার ধাক্কা সামলাল শাবিন, ‘ও হ্যা। ‘সমাপ্তি’ গল্পে, স্যরি-’
‘স্যরি কেন?’
‘ওই যে গুলিয়ে ফেললাম।’
তুরির মনে হলো কী ভীষণ পাগল এই মানুষটা। বলল, ‘তো! কী হয়েছে। বলুন সমাপ্তি গল্পে-’
‘সমাপ্তি গল্পে অপূর্ব নৌকাঘাটায় কাদায় পিছলে পড়লে মৃন্ময়ী খিলখিল করে হেসে ফেলেছিল।’
‘হ্যা মনে আছে। গল্পের শুরুতেই। হঠাৎ এটা মনে হলো কেন? আপনি ওরকম কাদায় পিছলে পড়েছিলেন নাকি! আর কোনো একজন মৃন্ময়ী-’
‘না- না- ঠিক তা নয়। আমি বলতে চাইছিলাম-’
‘কী!’
‘আবার গুলিয়ে ফেলেছি। সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে।’
‘ও মা কেন?’
‘জানি না তো।’
এবার মুখ ফুটে বলেই ফেলল তুরি, ‘আসলেই আপনি পাগল। ঠিক করে বলুন তো—কী হচ্ছে এসব?’
‘সত্যি জানি না। শুধু জানি—’
‘কী?’
আশ্চর্য ঘোরলাগা গলায় শাবিন বলল, ‘আগে মনে হতো আমাকে দিয়ে কিচ্ছু হবে না। নিজের ওপর নিজেরই রাগ হতো খুব। কিছু করতে পারতাম না। এখন মনে হয় ইচ্ছে করলে আমি সবকিছু করতে পারি।’
‘অবশ্যই পারেন। আপনি রেগুলার ক্লাস করে, পরীক্ষা দিয়ে চমৎকার রেজাল্টও করতে পারেন।’
‘শুধু একটাই ভয়। ঠিক ভয় না, সংশয়।’
‘কী সেটা?’
‘একলা আমি কিছু করতে পারি কিনা। একলা একজন মানুষ বাঁচে কিনা’—বড্ড অসহায় শোনায় শাবিনের গলা।
স্মৃতি বড়ো অলক্ষুনে মনে হয় তুরির। অসময়ে এসে ভাবনায় কড়া নাড়ে। যত ভাবে অতীত ওসব, মরে গেছে। মরে গেলে পচে যায়। সেই পচাগলা অলক্ষুনে অতীত তাকে আঁচড়ায় কামড়ায় খণ্ডবিখণ্ড করে ফেলে।

ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে লাইব্রেরির কোণায় কদমগাছের নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকত তুরি। দাঁড়িয়ে থাকতে ভালো লাগত। সেই সময়টুকু ছিল ওর একান্তের নিজের সময়। সেটুকুও কেড়ে নিয়েছিল একজন। নাকি ও নিজেই দিয়েছিল তাকে ওর একান্তের নিজের সময়! অস্থিরতা লেগেই থাকত সেই দুরন্ত ছটফটে মানুষটার গলায়। মাটি ফুঁড়ে উদয় হতো যেন লাফিয়ে। হুড়মুড় করে ঝাঁপিয়ে পড়ে ওর সময়ে ভাগ বসাত। মানুষটি এলে ভালো লাগত তুরির। যেন এক ঝলক খোলা হাওয়া সঙ্গে করে নিয়ে আসত রোজ।

স্মৃতিকে বেশিক্ষণ জাপটে থাকতে দেয়নি তুরি। দিশেহারা ভাবটা কাটিয়ে শান্ত গলায় বলল, ‘আমাকে দেখুন, এই আমি তো বেঁচে আছি, একলা একজন মানুষ।’
কথায় পেয়েছে তখন শাবিনকে। কথার সিঁড়ি বেয়ে তরতরিয়ে এগিয়ে গেল আরও কয়েক ধাপ, ‘আমি ওই বিচ্ছিরি সংস্কারটাকে কেমন আঁকড়ে ধরে আছি! এক-শালিক দেখলে এখনো চমকে উঠি। অশুভতার আশঙ্কায় না। আমার মনে হয় ওই একলা পাখিটা বড্ড দুঃখী। ও বড়ো বেশি একা। ওর খুব কষ্ট। ঠিক তোমার মতো।’
থমকে গেল তুরি। তবে কি ধরা পড়ে গেছে সে নিজের অজান্তে। মনে মনে ভাবল হয়তো ধরা দিতে চেয়েছে নিজেই। চেয়েছে অন্তত কেউ একজন গভীরভাবে অনুভব করুক ও খুব একা একজন মানুষ। কিন্তু মুখে তুরি বলল অন্য কথা, ‘কে বলেছে আপনাকে আমি একা! আমার বড়ো দুঃখ।’
‘আমি টের পাই। মানুষের চোখের দিকে তাকালে তাকে বুঝতে পারি। তোমার কষ্ট আমি খুব বেশি করে অনুভব করতে পারি।’

বুকের ভেতর আবার মোচড় দিয়ে উঠল তুরির। চোখ ভরে উঠেছে পানিতে। নাজুক করে দিচ্ছে। ঘোর তৈরি হচ্ছে ওর ভেতর। এই ঘোর কী ভালোলাগার! শুধুই পছন্দের নাকি ভালোবাসার। যদি ভালোবাসার হয়। তবে তার রূপ কী। নিজের মনকে বোঝায় তুরি। পছন্দ নয়, ভালোবাসা নয়। ওই মানুষটাকে একটুখানি সহযোগিতা করা। নিজের ভেতর নির্ভরতা তৈরি করতে সাহায্য করা মাত্র।
মুহূর্তের জন্য চোখ তুলে শাবিনের মুখের দিকে তাকাল, তারপরই চোখ নামিয়ে নিল তুরি।

(চলবে)

 

পর্ব ৭ : অঘ্রানের অন্ধকারে

পর্ব ৬: অঘ্রানের অন্ধকারে

পর্ব ৫: অঘ্রানের অন্ধকারে

পর্ব ৪: অঘ্রানের অন্ধকারে

পর্ব ৩: অঘ্রানের অন্ধকারে

পর্ব ২: অঘ্রানের অন্ধকারে

পর্ব ১: অঘ্রানের অন্ধকারে

Header Ad
Header Ad

আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে পার্থক্য কোথায়, প্রশ্ন নুরের

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে কোনো পার্থক্য নেই। তার দাবি, সরকারে থাকা অবস্থায় যদি ছাত্রনেতারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন, তবে এটি সরকারী দলেরই অংশ হবে। এমনকি তিনি প্রশ্ন তোলেন, "তাহলে আওয়ামী লীগের মধ্যে এবং জাতীয়অ নাগরিক পার্টির মধ্যে পার্থক্য কোথায়?"

শনিবার (১ মার্চ) রাজধানীর বিজয়নগরের আল রাজি কমপ্লেক্সে গণঅধিকার পরিষদের একটি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুরুল হক নুর। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের ভূমিকাকে ভুলে গিয়ে একটি নির্দিষ্ট বলয়কেন্দ্রিক সরকার গঠন করা হয়েছে, যা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

নুর সরকারের ছাত্র উপদেষ্টা পরিষদের সদস্যদের পদত্যাগের আহ্বান জানিয়ে বলেন, "তারুণ্যের রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদ সবসময় তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ উৎসাহিত করে এবং নতুন দলকে স্বাগত জানায়। তবে, আন্দোলনের পরিচিত মুখ থেকে যদি ছাত্ররা সরকারে অংশগ্রহণ করে রাজনৈতিক দল গঠন করে, তবে তা সরকারের পক্ষ থেকে জনগণের আস্থা ক্ষুণ্ন করতে পারে।"

তিনি আরও বলেন, সরকারে প্রতিনিধিত্বকারী ছাত্রনেতাদের মধ্যে থেকে কয়েকজন রাজনৈতিক দল গঠন করেছেন, যাদের কারণে জনগণের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছে। নুর বলেন, সরকারে থাকা ছাত্রদের উচিত অবিলম্বে পদত্যাগ করা, যাতে সরকারে নিরপেক্ষতা বজায় থাকে এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়।

গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার এবং আহতদের চিকিৎসার প্রসঙ্গে নুর বলেন, এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে আমরা আর চুপচাপ থাকব না। গত ছয় মাসে গণহত্যার সঙ্গে জড়িতদের অল্প কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আহতদের চিকিৎসার বিষয়ে ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সংবাদ সম্মেলন করে আহতদের অবস্থা বলতে হবে এবং আহত ও নিহতদের ক্যাটাগরির ব্যাপারে যে বৈষম্য করা হয়েছে, তা সংশোধন করতে হবে। গত ছয় মাসে বিভিন্ন কমিউনিটির যৌক্তিক দাবি-দাওয়া আমলে নেওয়া হয়নি। সংস্কারের কোনো বাস্তবায়ন দেখছি না। পুরনো ধারায়ই চলছে দেশ। এখন জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে যাওয়া উচিত।

তিনি আরও বলেন, "জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন প্রয়োজন। গণঅধিকার পরিষদ আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে লড়বে এবং নির্বাচনের সময় আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি চালু করার জন্য প্রয়োজনে আন্দোলনে নামবে।"

এছাড়া, নুরুল হক নুর কিছু গুরুত্বপূর্ণ দাবিও তুলে ধরেন:

১. জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গণঅভ্যুত্থানের অংশীজনের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন।
২. আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন, শহীদ পরিবারকে ক্ষতিপূরণ।
৩. গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ।
৪. রাষ্ট্র সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন।

Header Ad
Header Ad

ভোট কারচুপিতে জড়িত ইউএনওদের বিচারের আওতায় আনতে হবে : ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবিঃ সংগৃহীত

শুধু জেলা প্রশাসক ও পুলিশ সুপারদেরই নয়, গত তিন নির্বাচনে ভোট কারচুপির সাথে জড়িত উপজেলা নির্বাহী অফিসারদেরও (ইউএনও) বিচারের আওতায় আনতে হবে,এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শনিবার (১ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আবারও দেশবিরোধী চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্তকে রুখতে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন প্রয়োজন। নির্বাচনের মাধ্যমেই সকল সমস্যার সমাধান হবে।

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি প্রসঙ্গে তিনি বলেন, নতুন দলকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অভিনন্দন। এ সময় নতুন দলটিকে গণতন্ত্রের স্বপক্ষে থাকার আহ্বানও জানান তিনি।

Header Ad
Header Ad

শ্মশানের যায়গা দখল ও মন্দিরে ডাকাতি করেছে আ'লীগ: আব্দুস সালাম

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম সালাম। ছবিঃ ঢাকাপ্রকাশ

শ্মশানের যায়গা দখল ও মন্দিরে ডাকাতি দিয়েছে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম সালাম।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ নওযোয়ান মাঠে পৌর ও সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

আব্দুস সালাম বলেন, ‘আমরা হিন্দু বৌদ্ধ উপজাতি সবাই মিলে এ দেশটাকে স্বাধীন করেছি। আমরা এদেশে কোন ধর্ম বিভেদ করি না। আপনাদের নিয়ে রাজনীতি করছে আওয়ামী লীগ, বিএনপি দখলদারিতে বিশ্বাস করে না।’

হিন্দুদের উদ্দেশ্যে বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘এই দেশটা আপনার। সীমান্ত অতিক্রম করে যখন ভারতে যাবেন। ওই দেশের হিন্দুরাই বলবে এটা তোমার দেশ না। তোমার দেশ বাংলাদেশ। তাই এই দেশে বুক ফুলিয়ে থাকবেন আপনারা।’

জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সদস্য সচিব মো. বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজু,আমিনুল ইসলাম বেলাল, মামুনুর রহমান রিপন, শফিউল আজম রানা প্রমুখ।

পরে সন্ধ্যায় শহরের নওযোয়ান মাঠে সম্মেলন মঞ্চ থেকে নওগাঁ পৌর ও থানা বিএনপির নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। এতে নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি পদে দেওয়ান মোস্তাক আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে আ স ম আল কাফী তুহিন, সাংগঠনিক সম্পাদকের দুটি পদে খালেদ হাসান লিপ্ত ও রফিকুল ইসলাম সাবু, নওগাঁ পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান ও দিদারুল ইসলাম রতন, সাংগঠনিক দুটি পদে মহসিন আলী ও শহিদুল ইসলাম সাথি নির্বাচিত হয়েছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে পার্থক্য কোথায়, প্রশ্ন নুরের
ভোট কারচুপিতে জড়িত ইউএনওদের বিচারের আওতায় আনতে হবে : ফারুক
শ্মশানের যায়গা দখল ও মন্দিরে ডাকাতি করেছে আ'লীগ: আব্দুস সালাম
৪৫ দিনের মধ্যে শুরু হবে শেখ হাসিনার বিচার কাজ: চিফ প্রসিকিউটর
মেট্রোরেলের নতুন নির্দেশনা: রমজানে বহন করা যাবে ২৫০ মিলি পানি
চট্টগ্রামে 'ভুয়া পুলিশ' বলে এসআইকে মারধর ও ছিনতাই, গ্রেপ্তার ২
পল্লবী থেকে চায়নিজ রাইফেলের ৩০০ রাউন্ড গুলি উদ্ধার
জামিল আহমেদের কথা সব সত্য নয়, কিছু ডাহা মিথ্যা: ফারুকী
দেশে একমাত্র শান্তির দল হলো বিএনপি: শাহজাদা  
ভারতীয়রা সীমান্ত আইন না মানলে বিজিবি আরো কঠোর হবে : ডিজি
রমজানে ঢাকায় ২৫টি স্থানে ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস
মিঠাপুকুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে খামারের মাছ চুরির অভিযোগ
রমজানে শপিংমল, বাস টার্মিনালে ছদ্মবেশে দায়িত্ব পালন করবে ডিবি সদস্যরা  
টাঙ্গাইলে সংস্কার দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবি সুজনের  
এনসিপির আত্মপ্রকাশের অনুষ্ঠানে সরাসরি ডাক পায়নি আবু সাঈদের পরিবার
নির্বাচনে প্রমাণ হবে নাগরিক পার্টির জনসমর্থন: বিএনপি  
জেলেনস্কিকে ট্রাম্পের কাছে ক্ষমা চাইতে বললেন রুবিও  
ভোলায় একদিন আগেই রোজা রাখছেন ১০ গ্রামের মানুষ  
কসবায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
হাসিনাকে পাগল বলিয়েন না, তিনি উন্মাদ: শামসুজ্জামান দুদু