বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ | ১১ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

পর্ব-২

যে তুমি টলেমির বোন, বধূ

বালক পতি তথা ভ্রাতার সঙ্গে বাসরে যাবার জন্য বিশেষ কি আর সাজার ছিল ফিলোপেতরের? তবু রোজ যা করেন তিনি সেসবই করেছেন। ডেড সি‘র লবণ সারা বছরই প্রস্তুত থাকে তার প্রসাধন কক্ষে। এক মাথা কোঁকড়া চুল সামলাতে তেল ও ডিমের সঙ্গে এই লবণ বেশ কাজে দেয়। মধু ও দুধ দিয়ে মুখ পরিষ্কার করা আর দুধে স্নান তো নিয়মিতই করেন। চোখে কাজল দেওয়াও তার নিত্য রূপসজ্জা। নখরঞ্জক হিসেবে মেহেদি ব্যবহার তো ভূ-মধ্যসাগরীয় অঞ্চলে মানুষ করেই। সঙ্গে চীণাংশুক আর ভারতীয় মসলিনে মেশানো এক উন্মুক্ত স্কন্ধ ও বক্ষ তবে আজানুলম্বিত ফুলেল পোশাক, মাথায় মুক্তোর টায়রা পরে বালক ভ্রাতার বাসরে তিনি ঢুকলেন। দশ বছরের বালক থিওস ফিলোপেতর টলেমি তার খেলনা কাঠের ঘোড়া, চীনা পোর্সিলিন আর দূর ভারত থেকে আসা কিছু মাটির তবে দারুণ চিত্রিত পুতুল নিয়ে গোলাপ পাঁপড়িতে সাজানো শয্যায় বসে খেলছিল। রাজকুমারীর বাসরকক্ষের দরজা বাইরে থেকে ভেজিয়ে দিতে দিতে এক ইথিওপীয় দাসী আর এক সিরীয় দাসীর দিকে চোখাচোখি করে, ‘মাঝে মাঝে মনে হয় কি জানিস?‘
‘কি?’
‘এই রাজকুমারীরা আমাদের চেয়েও অভাগা। বংশের সুনাম রক্ষায় দশ বছরের ছোট ভাইকেও নামে নামে বিয়ে করতে হয়। এত পোড়া কপাল যে মেয়ের বাসায় দু‘বেলা খাবার জোটে না, তারও তো হয় না।‘
‘ঠিকই বলেছিস।‘

ফিলোপেতর ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে থিওস দুই চোখ তুলে তাকে দেখলো একবার। এতদিন ফিলোপেতর তার বড় বোন ছিল। তবে সবাই বলছে এখন থেকে ফিলোপেতর তার বউও বটে। বর-বউ মানে ঠিক কি সেটা থিওস বুঝছে না। তবে বর হবার অর্থ নাকি এখন থেকে ফিলোপেতর তাকে বকা-ঝকা করতে পারবে না, উল্টো সে-ই ফিলোপেতরকে বকতে পারবে। বাহ...ফিলোপেতর যদি এখন তাকে বেশি খেলতে দেখলে পড়তে বসার জন্য বকা দেয়, তবে উল্টো সে-ই দেবে ঝাড়ি।
‘ফিলোপেতর- জানো, সবাই কি বলছে?’
‘কি?’
‘এখন থেকে আমি আর শুধু তোমার ছোট ভাই নেই। আমি তোমার বরও বটে। এখন আর আমাকে বেশি খেলতে দেখলে তুমি পড়তে বসার জন্য বকতে পারবে না।‘
বালক ভাই বা স্বামী বা রাজা বা টলেমির কথায় হেসে ফ্যালেন উনিশের তরুণী বোন বা বধূ বা রানী ক্লিওপেট্রা। পরমুহূর্তেই শাসনের সুরে বলেন, ‘তুমি একটু ওদিকে ফেরো তো?’
‘কেন?’
‘যা বলছি শোন- ওদিকে ফিরে চোখ বুঁজে থাকবে! যতক্ষণ আমি না বলি, চোখ খুলবে না- কেমন?’
‘আচ্ছা’- থতমতো খেয়ে টলেমি অন্য দিকে ফেরে চোখ বোঁজে। ফিলোপেতরকে সে খানিকটা ভয়ও পায়। বেরেনিসকে কিন্তু পেত না। বেরেনিস যখন মরে গেল, তখন তার বয়স ছিল মাত্র পাঁচ। ফিলোপেতরের মত গম্ভীর ছিল না বেরেনিস। সে ছিল হাসি-খুশি, ছটফটে আর ঢ্যাঙ্গা ও সাদাটে এক ঘোড়সওয়ার। তবে থিওসকে কোলে তুলে, ঘোড়ায় চাপিয়ে যখন ছুটতো...ভারি মজা লাগতো তার! আর এই ফিলোপেতর শুধু তাকে পড়ার জন্য বকে। এই জ্যোতির্বিজ্ঞানের কম্পাস হাতে বসিয়ে দেবে রাজপুরোহিতদের পাশে নয়তো এত এত প্যাপিরাসের স্ক্রল হাতে ধরিয়ে দেবে হিব্রু-আরামিক-গ্রিক ভাষায় লেখা সব পুঁথি পড়তে...চুপচাপ আর কম কথা বলা ফিলোপেতরকে দেখলেই থিওসের দম বন্ধ লাগে।

থিওসকে চোখ বুঁজতে বলেই অস্থির হয়ে উঠলেন ফিলোপেতর। তার কি এবার রজঃচক্র এক সপ্তাহ এগিয়ে এলো নাকি? উরু ও নিম্ন নাভিস্থলে ব্যথা, স্তনাগ্র সূঁচালো হয়ে উঠছে। লোহিত বর্ণে ভিজে ওঠার আগেই এই বিবাহের পোশাকের শুষ্কতা রক্ষা করতে হবে। বিবাহ...হাহ...না...এসব কেমন কথা? মন কেন অবাধ্য, বিদ্রোহী হয়ে উঠছে? নৃপতি ওলেতেসের কন্যা...এই টলেমিক রাজবংশের গুরু-দায়িত্ব আজ তোমারই ঘাড়ে! আর বিবাহ পোশাকের শুষ্কতা ও শুচিতা? যদি আজ হতো তার কোন যুবক বর? হোক ভ্রাতা-স্বামী, তবু যদি হতো যুবক ভ্রাতা ও পতি? তবে বিবাহ পোশাক কিভাবে থাকতো শুচি ও শুষ্ক?
‘থিওস- হয়ে গ্যাছে! চোখ খোলো।‘
থিওস চোখ খোলে।
‘এই যে আমি ভাল ছেলের মত সব কথা শুনলাম, তুমি আমাকে কি দেবে?’
ফিলোপেতর উত্তরে বালক স্বামী বা ভ্রাতা বা টলেমির সামনে এগিয়ে গিয়ে, ঝুঁকে পড়ে তার কপালে চুমু খান। আলগোছে থিওসের কপালের চুল সরিয়ে বলেন, ‘এখন ঘুমিয়ে পড়ো। কাল সকালে বাজারের সেরা মেঠাই তোমাকে কিনে এনে খাওয়ানো হবে।‘
‘সত্যি?’
‘সত্যি।‘
থিওস হাই তুলে ঘুমিয়ে পড়লে ফিলোপেতর তার শয্যাকক্ষের জানালার কাছে গিয়ে দূরে নীল নদের স্রোতের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকলেন। তারপর প্রদীপের আলোয় আগামীকালের রাজসভার জন্য অনেক দলিল-দস্তাবেজ নিয়ে বসলেন। তবু থেকে থেকে তার শরীর যেন চঞ্চল হয়ে উঠছে। পিতার সঙ্গে সেই পঞ্চদশী তিনি যখন রোমে গেছিলেন মিশরের কর কমানোর আবেদন করতে, তখনো শরীর এত ক্ষুধার্ত হয়ে ওঠেনি। সেটা ছিল নিতান্ত বালিকা শরীর। কিন্তু আজকাল এই দেহটি- এই রাজকন্যা বা মিশরের সর্বময়ী শাসিকার দেহটি এত এত অনুগত ভৃত্য-ক্রিতদাস-মন্ত্রী-অমাত্য-সৈন্য-সেনাপতি-দূত-কূটনীতিকের ভেতর থেকে একজন সত্যিকারের প্রেমিক বা পুরুষের স্পর্শ যেন চায়! যার কাছে তাকে শাসিকার লৌহবর্ম সতর্কতা আর কাঠিন্যে গম্ভীর হয়ে থাকতে হবে না।

পিতার মৃত্যুর পরই বিয়ে হয়েছিল সেই ৫১ অব্দে। তারপর আরও তিনটা বছর কেটে গেছে। সেই দশ বছরের থিওস আজ তের বছরের হয়েছে। আজকাল তার সামনে পোশাক বদলাতে বাইশের ফিলোপেতরের কেমন অস্বস্তি হয়! থিওস আজকাল কেমন চোখে তাকায় তার দিকে! রাজসভায় কোনো মন্ত্রী বা সেনাপতির সঙ্গে খানিকটা বেশি সময় কাজের কথা বলতে থাকলেও কেমন ক্ষুব্ধ হয়ে উঠে থিওস! ও কি পুরুষ হয়ে উঠছে? ভেতরে ভেতরে স্বামীত্বের অধিকার দেখা দিচ্ছে নাকি? তেরোর কিশোর- মাথায় লম্বা হচ্ছে ধাঁই ধাঁই করে অনেকটা বেরেনিসেরই মত। গলায় স্বরভঙ্গ দেখা দিচ্ছে আর মুখে ব্রন। তাই বলে থিওস? না- না- সে ভাবাই যায় না। ওকে কতটুকু দেখেছেন ফিলোপেতর! বয়সে পিঠোপিঠি ভাই-বোন হলে সমস্যা ছিল না। ভাই-বোন বিয়ে এই টলেমি রাজবংশের দীর্ঘ দিনের প্রথা। বোন ছোট থাকলে বয়সে বড় ভাই অপেক্ষা করে। সমস্যা হয় ভাই যখন বয়সে অনেক বেশি ছোট হয়, তখন। শিশু ভাই বড় হবার পর তার সঙ্গেই দাম্পত্য জীবন শুরু করাটা রাজকন্যাদের পক্ষে কঠিন। কিন্তু রাজসভা থেকে হাট-বাজার সর্বত্র এই বালক স্বামী হিসেবে থিওসকে নিয়ে হাসি-ঠাট্টার জন্য কি না কে জানে, থিওস খুব দ্রুত বদলে যাচ্ছে। বিশেষত: গত এক সপ্তাহ ফিলোপেতর যখন হুট করে জ্বরে পড়ে শয্যাশায়ী ছিলেন, তখনি একটি ভয়ানক ঘটনা ঘটে গেছে। ফারসালুসে গ্রিসের সঙ্গে একটি যুদ্ধে রোম হেরে যাবার পর রোমের দূত পম্পেই পালিয়ে এসেছিলেন মিশরে। হিসাবমতে পম্পেই টলেমি দ্বাদশের মিত্র হবেন এবং তাকে যেন যথোপযুক্ত আশ্রয় দেয়া হয় তেমন আদেশ জ্বরে শয্যাশায়ী অবস্থায় থেকেই রাজসভায় পাঠিয়েছিলেন ফিলোপেতর। অথচ, মাত্রই মাথায় লম্বা হতে শুরু করা আর স্বরভঙ্গের দেমাগে নির্বোধ বালক থিওস টলেমি কিনা রাজসভার হিজড়াদের কথায় সেই শরণাগত, প্রাণ ভিক্ষা চাওয়া টলেমিকে খুন করেছে। কি সর্বনাশ! সন্ধ্যার পর এখবর কাণে পৌঁছাতে ফিলোপেতর জ্বর যেন এক ধাক্কায় সেরে গিয়ে উঠে বসলেন। থিওসকে ডাকালেন শয্যাকক্ষে।
‘এটা কি শুনলাম আমি, থিওস?’
‘কি শুনেছো?’
‘সভার কিছু বিদূষক হিজড়ার কথায় তুমি...তুমি রোমক দূত পম্পেইকে হত্যা করিয়েছো! তুমি ভাবতে পারো এর পরিণাম কি হবে? দূতের অপমান মানে খোদ সার্বভৌম শাসকের অপমান। সিজার এখন তার সব সৈন্যবাহিনী নিয়ে মিশরে ছুটে আসবেন আমাদের পদানত করতে। যাও বা খানিকটা স্বায়ত্তশাসন নিয়ে, আমরা প্রজাদের কিছুটা খাইয়ে-পরিয়ে চলছিলাম, বিদেশি সেনাবাহিনী আসা মানেই পরাজয়, পরাধীনতা, দাসত্ব ও দুর্ভিক্ষ। এটা তুমি কি করলে? এক সপ্তাহ আমি জ্বরে পড়ে আছি বলেই বলা নেই কওয়া নেই, আমাকে জিজ্ঞাসা না করে এত বড় কাজ করলে তুমি?’
‘যা করেছি বেশ করেছি। তুমি রাজা না আমি রাজা? তুমি স্বামী না আমি স্বামী?’
‘মানে?’
‘মানে এই যে রাজার কথায় রাণী চলবে আর স্বামীর কথায় স্ত্রী। আর এদেশে উল্টোটা।‘
‘তুমি- তুমি এসব কি বলছো থিওস?’
‘যা বলছি ঠিকই বলছি। রাজসভা থেকে হাটবাজার- সবাই আমাকে নিয়ে হাসে! আমি বুঝি কিছু বুঝি না? পথে বের হলেও কেউ না কেউ দূর থেকে আওয়াজ দেয় যে তোমার নিশ্চয়ই অন্য প্রেমিক আছে। শোন- ফিলোপেতর- এখন আমি বড় হচ্ছি। আমি এখন তোমার থেকেও অনেকটা লম্বা। গলার স্বর পুরুষদের মত হয়ে উঠছে। তবে কেন তুমি আমার সত্যিকারের বউ হবে না? বেশ ক‘দিন হয় তুমি আমার শোবার ঘর আলাদা করেছো। তোমার ঘরে ঢুকতে হলে আমাকে এখন অনুমতি নিয়ে ঢুকতে হয়। বুঝি না তোমার মতলব? লুকিয়ে লুকিয়ে তুমি যুবক সেনাপতি বা মন্ত্রীদের ঘরে ঢোকাবে আর আমাকে দেবে ফাঁকি?’
‘থিওস‘- বিষম রেগে ফিলোপেতর বালকের দুই গালে দু‘টো চপেটাঘাতই করে বসলেন।
‘এসব বাজে কথা তোমাকে কে বলছে? কে শিখিয়েছে তোমাকে এসব মন্দ কথা? এক সঙ্গে আমরা এই রাজ্য শাসন করছি। তুমি টলেমি আর আমি ক্লিওপেট্রা। আমাদের ভেতর এমন অবিশ্বাস হবে কেন, বলো তো?’
‘রাজ্য শাসন আমি আর কই করছি? সব তো তুমিই করছো।‘
এবার মৃদু হাসেন ফিলোপেতর, ‘বেশ তো- আগে তুমি বড় হও। তোমার বয়স মাত্র তেরো। আর আমার বাইশ। তোমার যখন বয়স বাইশ হবে, তখন আমি তোমাকে সব কাজ বুঝিয়ে মুক্ত হয়ে যাব।‘
‘কোনদিন তা‘ হবে না। রাজসভার বৃহন্নলারা আমাকে সবই বলে। আর শুধু বৃহন্নলারাই বা কেন? আমার মুখ্য উপদেষ্টা সবই বোঝায়। বলে সারাজীবন তুমি মিশরের রানী হয়ে থাকবে, ঘরে নেবে সব যুবক প্রেমিক আর আমাকে তোমার দাস বানিয়ে রাখবে।‘
‘ওই বৃহন্নলাদের সঙ্গে তুমি মেশা বন্ধ করো। শোন...থিওস...লক্ষী ভাই আমার...তুমি এখনো বালক। মেমফিসের রাজ পুরোহিতদের কাছে আজও তোমার পড়া-শোনাই শেষ হয়নি। বাবার মৃত্যু, আমাদের বিয়ের পর তোমার পড়া-শুনায় কেমন একটা ছেদ ঘটলো! না, আর আলেক্সান্দ্রিয়া থাকবে না তুমি। তোমাকে আমি কালই মেমফিস পাঠাবো। বড় হয়ে তুমিই রাজত্বের সব ভার নেবে। কিন্তু তার আগে তোমাকে পড়া-শোনা শেষ করতে হবে। নাহলে সব এমন গুলিয়ে ফেলবে তুমি।‘
বলতে বলতে ফিলোপেতর থিওসের দুই কাঁধে হাত রাখেন।
‘কে লক্ষী ভাই? আমি কোন লক্ষী ভাই না! আমি তোমার স্বামী! আমাকে আমার অধিকার তোমায় দিতে হবে।‘
‘থিওস?’
ফিলোপেতর উত্তেজিত হয়ে পুনরায় থিওসের গালে চপেটাঘাত করতে যেতেই তেরোর কিশোর তার দীর্ঘ দুই বাহুতে ভগ্নী বা বধূ বা ক্লিওপেট্রার ডান হাত শক্ত করে ধরে ফেললো,
‘আমি মোটেই বালক নই। আমি এর ভেতরেই এক বৃহন্নলা নারী আর এক সত্যিকারের রাজগণিকার সঙ্গে...’
‘থিওস!’
ফিলোপেতর শেষবারের মত কান্না-আর্তি-বেদনা-ভয়-ধিক্কারে থিওসের দুই গালে আবার দু‘টো চড় মেরে নিজেই লুটিয়ে পড়লেন শয্যায়। জীবনের ভর মাঝেমাঝেই কি অসম্ভব দূর্বহ! থিওস তবু এগিয়ে এলো তার দিকে। তার দু‘কাঁধে হাত দিয়ে নিজের দিকে টানতে চাইলো, ‘আমি বড় হয়েছি তো! তুমি একবার পরখ করে দ্যাখো!’
‘সরে যাও- সরে যাও বলছি!’

যা আশঙ্কা করা হয়েছিল, তাই হয়েছে। দূত পম্পেইয়ের হত্যায় ক্রুদ্ধ রোমক সম্রাট সীজার নিজেই আসছেন তার রণতরী সম্ভার সাজিয়ে। আলেক্সান্দ্রিয়ার উদ্দেশে। একে তো এই মরুর দেশ মিশর। নীল নদের বন্যায় প্রতি বছরই পলল উপচে পড়ে বটে, ফসলও হয়। তবু চারপাশ ঘিরে বিস্তীর্ণ মরুর উপস্থিতিও উপেক্ষনীয় নয়। কতটুকু ফসলই বা হয় এদেশে? তার একটি বড় অংশ দিতে হয় রোমক সম্রাটদের- বার্ষিক খাজনা হিসেবে। অবশিষ্ট ফসলে প্রজাদের তিন-বেলা খাওয়া-পরা মিটিয়ে রাজবংশের বিলাস-ব্যসনও আছে। কিন্তু বহিরাগত আক্রমণ মানেই দাসত্ব, দুর্ভিক্ষ আর অবর্ণনীয় বিপর্যয়! কি করবেন ফিলোপেতর? বালক ভ্রাতা-স্বামীর যুবতী ভগ্নী-স্ত্রী হিসেবে বাজারে তাকে নিয়ে রসালো গল্প চলে। তিনি ব্যভিচারীনী। ক্রিতদাস থেকে সেনাপতি...যখন খুশি তাকে টেনে নিচ্ছেন শয্যায়। একা ফিলোপেতর জানেন যে তার দিন-রাত কাটে সার্বক্ষণিক প্রাসাদ ষঢ়যন্ত্র ঠেকাতে, গৃহযুদ্ধ দমাতে, অর্হনিশ মন্ত্রী-সেনাপতি-অমাত্য-পুরোহিতদের সঙ্গে নানা আলোচনা ও ব্যস্ততায়। নারীর জীবন কই পেলেন তিনি? তার তো একটু বড় হবার পর থেকেই পুরুষেরই জীবন।

‘মিশরের মহামান্য নৃপতি থিওস দ্বিতীয় টলেমি এবং মিশরের মহামান্যা রাজ্ঞী ক্লিওপেট্রা সপ্তম ফিলোপেতর! রোমক সম্রাট গাইয়াস জুলিয়াস সীজার তার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়েছেন। আপনারা অবশ্যই অবগত আছেন যে ইতোমধ্যেই আমাদের মহামান্য সম্রাট তার সুবিশাল রণতরী সহ নীল নদ পার হয়ে আলেক্সান্দ্রিয়ার উপকন্ঠে অবস্থান নিয়েছেন।‘

বালক টলেমি কি করবে বুঝতে না পেরে তার উপদেষ্টা পোথেইনসের দিকে তাকালো। পোথেইনস মুখে কিছু না বলে ভ্রু কুঁচকে রইলেন। কাজেই মুখ খুললেন ফিলোপেতরই।
‘হে সম্মানিত দূত! আপনারা মিশরের টলেমিক রাজবংশ ও এদেশের জনগণের পক্ষ থেকে আমাদের সশ্রদ্ধ অভিবাদন গ্রহণ করুন। সপ্তাহ খানিক পীড়িত থাকার সময়ে আমার নাবালক ভাই, স্বামী ও টলেমি দ্বিতীয় থিওসের সামান্য অনবধানতায় যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, সেই রোমক দূত পম্পেইয়ের হত্যায় আমরা সবাই লজ্জিত ও বিচলিত। মহামান্য রোমক সম্রাট ও রোমক জনগণের কাছে এজন্য আমরা আমাদের পক্ষ থেকে গভীর দু:খ ও ক্ষমা প্রার্থনা করছি। চাইলে আমরা পম্পেইয়ের পরিবারের জন্য মিশরের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরণও প্রদান করতাম। কিন্তু সত্যিই কি শুধুমাত্র এই কারণে মহামান্য গাইয়াস জুলিয়াস সীজারের এতটা পথ রণতরী সাজিয়ে আসার ক্লেশ স্বীকার করার একান্ত দরকার ছিল?’
এই তবে ক্লিওপেট্রা? সমুদ্র পাড়ের নীল নদের দেশে বালক ভ্রাতা তথা স্বামীর সঙ্গে সিংহাসনের অংশীদার তবে দেশটির নেপথ্য শাসিকা এক নারীর গল্প ইদানীং প্রায়ই কাণে আসছিল। সাত বছর আগে এই নারীই নাকি পনেরোর এক কিশোরী হিসেবে বাবার সঙ্গে এসে রোমক সিনেটরদের নয়টি ভাষার কুশলী বাগ্মীতায় মুগ্ধ করে, রোমকে মিশরের প্রদেয় বার্ষিক কর প্রায় অর্ধেক কমাতে রাজি করেছিল। আজ সে বাইশের পূর্ণ তরুণী। তবে...নাহ...প্রথম দর্শনে এই বাদামী ও কুঞ্চিত, কালো কেশী, হ্রস্বকায়া যুবতীকে যেমন খুব একটা আকর্ষণীয় লাগেনি চোখে, যেই না অমিত শিষ্টাচার ও মোহনীয় কণ্ঠস্বরের সঙ্গে কাণে আরাম দেয়া গ্রিক-লাতিনের শুদ্ধ উচ্চারণে তিনি কথা বলতে শুরু করলেন, তার দিকে মোহগ্রহের মত তাকাতেই হলো। একটু আগেও সভাসদদের সবার সামনে আহার্য-পানীয় বাড়িয়ে দিচ্ছিল যে সুন্দরী তরুণীরা, তাদের সবাইকে কেমন ম্লান মনে হলো।

রোমক দূত হাসলেন। নত হলেন পুনরায়, ‘দূত যে অবধ্য, মহামান্যা রাজ্ঞী! দূতের হত্যা বা এমনকি অপমানে যে খোদ একটি দেশের সার্বভৌমত্বই প্রশ্নবিদ্ধ হয়। ক্ষুব্ধ সিজার তাই ছুটে এসেছেন। তাই বলে তিনি পরপীড়ক নন। তিনি শুধু জানতে চাইছেন যে কেন এমনটি হলো। যদি তিনি এতটুকু আশ্বাস পান যে সামনে এমন ঘটনা আর পুনরাবৃত্ত হবে না, তবে তিনি ও তার সেনাবাহিনী মিশরীয় জনগণের এতটুকু ক্ষতি করবে না। এছাড়া সম্রাট সীজার আরও চান যে মিশরের টলেমি ও ক্লিওপেট্রা খুব সুন্দরভাবে আজীবন যেন এই নীলনদধোয়া দেশকে শাসন করতে পারেন।‘
‘ধন্যবাদ। শুনে আশ্বস্ত হলাম। আমার পক্ষ থেকে মহান গাইয়াস জুলিয়াস সীজারকে বলবেন তিনি ও তার সৈন্যবাহিনী যে কোনো প্রয়োজনে যেন শুধু আমাদের অবগত করেন।‘

এবার মুখ খুললেন পোথেইনস। বিশুদ্ধ গ্রিক দর্শন পোথেইনস গোপণে ছিলেন বেরেনিসের অনুরাগী। খর্বকায়া, বাদামী বর্ণা ও কালো চুলো ফিলোপেতর প্রথম রাজরীতি ভঙ্গ করে এই কালো মিশরীয়দের ভাষা শিখছে, প্রজাদের সঙ্গে সে রাজ্ঞী নয়- প্রজাদের একজন হয়েই যেন মিশতে চায়- এসব ভাল লাগে না পোথেইনসের। আর যা খরবুদ্ধি এই ফিলোপেতরের! ভাষা জানে নয়টা। এর কাঁধে বন্দুক রেখে নেপথ্য শাসন কোনোদিন করতে পারবেন দুঁদে, বয়সী রাজনীতিক পোথেইনস?
‘দুঃখিত-হে রোমক দূত! এভাবে মিশরের জলসীমায় সরাসরি রণতরী নিয়ে প্রবেশ করে- যতই আমরা করপ্রদানকারী রাষ্ট্র হই না কেন- সীজার কি ঠিক করলেন? আমাদের রাজ্য কেমন চলবে না চলবে সেটাও নির্ধারণ করব আমরাই। আমাদের রাজধানীর উপকণ্ঠে কাউকে কিছু না জানিয়ে এভাবে এসে তিনি ঘাঁটি গাড়তে পারেন কি?’
ত্রস্ত হয়ে ফিলোপেতর পোথেইনসের দিকে ভ্রু-ভঙ্গি করে থামার মিনতি জানালেও পোথেইনস সেই ভ্রু-ভঙ্গি উপেক্ষা করলেন।
‘আমি সামান্য দূত মাত্র। আপনাদের সব কথাই আমি আমার সম্রাটকে জানাবো। এখন তাহলে আসি?’

চলবে…

আগের পর্ব পড়ুন>>>

যে তুমি টলেমির বোন, বধূ: পর্ব-১

আরএ/

Header Ad
Header Ad

সচিবালয়ে আগুনের সূত্রপাত নিয়ে যা জানালেন ফায়ারের ডিজি

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধান প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আপ্রাণ চেষ্টা চালিয়ে ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে আগুনের সূত্রপাত নিয়ে কথা বলেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

তিনি জানান আগুনের সূত্রপাত নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিজি জাহেদ কামাল জানান, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে, যার মধ্যে ১০টি ইউনিট সরাসরি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বড় গাড়িগুলো ভবনের ভেতরে প্রবেশে বাধা পাওয়ায় গেট ভেঙে দুটি গাড়ি ভেতরে ঢোকানো হয়। এ ঘটনায় ২১১ জন কর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং বিভিন্ন কক্ষে প্রবেশ করে আগুন নেভানোর কাজ প্রায় শেষের দিকে বলে জানান তিনি।

এদিকে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টার সময় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পানির পাম্পের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন আহত হন। তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোহানুজ্জামান তেজগাঁওয়ের স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়।

Header Ad
Header Ad

শেখ হাসিনাকে ভারত কি ফেরত পাঠাবে? আল–জাজিরার প্রতিবেদন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও নয়াদিল্লি ইচ্ছা করলে ঢাকার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। চুক্তিতে এ ধরনের অনুরোধ নাকচ করার সুযোগ রাখা হয়েছে, ফলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা, তা এখনো অনিশ্চিত।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ইনসাইড স্টোরি এই বিষয়টি গভীরভাবে তুলে ধরেছে। “বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে কি ভারত ফেরত পাঠাবে?” শিরোনামের ভিডিও প্রতিবেদনটি মঙ্গলবার আল–জাজিরার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে গত সোমবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র দেওয়া হয়। গণহত্যাসহ মানবতাবিরোধী অভিযোগে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে চায় অন্তর্বর্তী সরকার।

আদ্রিয়ান ফিনিঘানের উপস্থাপনায় ইনসাইড স্টোরিতে কথা বলেন ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ের অধ্যাপক শ্রীরাধা দত্ত, যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো সোহেলা নাজনীন ও বাংলাদেশের নারী অধিকারবিষয়ক সংগঠন নারীপক্ষের সহপ্রতিষ্ঠাতা শিরীন হক।

শ্রীরাধা দত্তের কাছে আদ্রিয়ান ফিনিঘানের প্রশ্ন ছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি যে অনুরোধ জানানো হয়েছে, তা নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া কেমন হতে হবে? ঢাকার এই অনুরোধ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে বলে মনে হচ্ছে। আপনি কী মনে করেন?

জবাবে শ্রীরাধা বলেন, নিঃসন্দেহে এটি (শেখ হাসিনাকে প্রত্যর্পণ) একটি বেশ জটিল প্রক্রিয়া। এখানে রাজনৈতিক বিবেচনাসহ আরও কিছু বিষয় আছে। তা ছাড়া বাংলাদেশের বিচার বিভাগ কতটা নিরপেক্ষ, তা-ও ভেবে দেখবে ভারত। পাশাপাশি কিছু টেকনিক্যাল বিষয়ও রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ থেকে ভারতের কাছে শুধু কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়নি। সেটাও বিবেচনায় নেবে ভারত। এ ছাড়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা ন্যায়বিচার পাবেন—এ ধরনের নানা বিষয়ও আছে।

একই প্রশ্নের জবাবে সোহেলা নাজনীন বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে যে প্রত্যর্পণ চুক্তি হয়েছে, তাতে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে। সাধারণত যেকোনো প্রত্যর্পণ চুক্তিতে এ ধরনের কিছু শর্ত থাকে। যেমন কোনো দেশ যদি মনে করে ফেরত পাঠানো ব্যক্তির ক্ষেত্রে সুষ্ঠু বিচারপ্রক্রিয়া অনুসরণ করা হবে না, সে ক্ষেত্রে চুক্তিবদ্ধ কোনো দেশ প্রত্যর্পণ আহ্বানে সাড়া না–ও দিতে পারে। আর শেখ হাসিনার প্রত্যর্পণের ক্ষেত্রে ভারত কী করবে, তা ভারত সরকারই ভালো বলতে পারবে।

এরপর তাঁর কাছে জানতে চাওয়া হয়, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে অনেক অভিযোগ রয়েছে। তিনি কি ন্যায়বিচার পাবেন? আপনার কী মনে হয়? জবাবে সাসেক্স বিশ্ববিদ্যালয়ের এই রিসার্চ ফেলো বলেন, এটা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কী ধরনের প্রক্রিয়া অনুসরণ করছে, সেটার ওপর নির্ভর করছে। তিনি বলেন, ‘বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আশা করব, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার অংশ হিসেবে তারা সুষ্ঠু প্রক্রিয়া অনুসরণ করবে।’

শিরীন হকের কাছে আদ্রিয়ান ফিনিঘানের প্রশ্ন ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালকে কতটা বিশ্বাসযোগ্য বলে মনে হয়? এই মধ্যে তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ফেসবুকে অভিযোগ করেছেন, তাঁর মা ও আওয়ামী লীগের নেতারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁদের বিচারের কথা বলা হচ্ছে।

জবাবে শিরীন হক বলেন, এই ট্রাইব্যুনাল শেখ হাসিনার আমলেই নানা কারণে বিতর্কিত হয়েছিল। কিন্তু তা দূর করার জন্য তাঁর সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এখন তিনিই (শেখ হাসিনা) এই ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন। তিনি বলেন, ‘আমরা সবাই আশা করব, বিচারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে, অবাধ ও সুষ্ঠু বিচার হবে।’

তবে সবকিছু অনিশ্চিত—এমন মন্তব্য করে শিরীন হক বলেন, রাজনৈতিক প্রতিহিংসার যে কথা বলা হচ্ছে, সেটার সঙ্গে তিনি একমত নন। এর একটি কারণ হলো, ২০১৩ সালে যখন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে চাপ তৈরি করতে শাহবাগে (আওয়ামী লীগ) সরকারের পক্ষে গণজাগরণ হয়েছিল, সেখানে ফাঁসি দাবি করা হয়েছিল। এভাবেই ট্রাইব্যুনালটি বিতর্কিত হয়েছিল। এবার সে রকম কিছু হচ্ছে না। তিনি আশা করেন, এবার তেমনটি হবে না, ভিন্ন কিছু হবে।

প্রত্যর্পণ চুক্তির অধীনে ভারত অতীতে অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণ করেছে জানিয়ে শিরীন হক বলেন, শেখ মুজিব হত্যা মামলার আসামি আবদুল মাজেদকে ফেরত পাঠিয়েছিল নয়াদিল্লি। যেহেতু অতীতে অভিযুক্তদের ভারত প্রত্যর্পণ করেছে, তাই দেশটি এবারও ঢাকার প্রত্যর্পণের অনুরোধে সাড়া দেবে।

নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সম্প্রতি বলেছে, বাংলাদেশ যত দিন মৃত্যুদণ্ড বিলুপ্ত করবে না, তত দিন দিল্লিকে শেখ হাসিনা ও তাঁর মন্ত্রিসভার অন্য সদস্যদের আশ্রয় দিতে হবে। হিউম্যান রাইটস ওয়াচের এমন মন্তব্যের প্রসঙ্গ টেনে শিরীন হক বলেন, তারা বাংলাদেশে মৃত্যুদণ্ডের বাতিল চেয়েছে। মামলা যেমনই হোক, তিনি নিজেও সব ধরনের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। তবে তাঁকে (শেখ হাসিনা) বিচারের মুখোমুখি করা উচিত।

Header Ad
Header Ad

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিস কর্মী নিহত

নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুর জামান নয়ন। ছবি: সংগৃহীত

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে লাগা আগুন নেভানোর কাজ করতে গিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় সোহানুর জামান নয়ন (২৪) নামে তেজগাঁও ফায়ার সার্ভিস টিমের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (২৫ ডিসেম্বর) রাত সোয়া ২টার দিকে সচিবালয়ের সামনের রাস্তায় ঘটনাটি ঘটে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ৪টার দিকে সোহানুরকে মৃত ঘোষণা করেন। আহত মো. হাবিবুর রহমান (২৫) হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহত সোহানুর রংপুর জেলার মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। তিনি তেজগাঁও ফায়ারস্টেশনে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স আহত দুই জন ফায়ারসার্ভিস কর্মীকে হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় সোহানুর নামে এক ফায়ারসার্ভিস কর্মী মারা যায়। আরেকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মৃতের সহকর্মীরা জানান, রাতে সচিবালয় আগুন লাগলে ফায়ারসার্ভিস কর্মীরা সচিবালয়ের সামনে রাস্তায় পানির পাইপ লাগানোর সময় এক দ্রুতগামী ট্রাক ধাক্কায় দুজন আহত হয়। পরে তাদের দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে অন্য সহকর্মীরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোহানুর।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সচিবালয়ে আগুনের সূত্রপাত নিয়ে যা জানালেন ফায়ারের ডিজি
শেখ হাসিনাকে ভারত কি ফেরত পাঠাবে? আল–জাজিরার প্রতিবেদন
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিস কর্মী নিহত
৬ ঘণ্টা পর সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে
সচিবালয়ের আগুন লাগা ভবনে রয়েছে যেসব মন্ত্রণালয়
মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন, বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা
চুয়াডাঙ্গায় দুই কোটি টাকার স্বর্ণসহ ৩ পাচারকারী আটক
দাঁড়িয়ে থাকা ট্রাকে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত
কুবির আরেক ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো শিক্ষার্থীরা
টাকার বিনিময়ে ভোট দিলে জুলুমের শিকার হবেন: সারজিস আলম
চাঁদপুরে জাহাজে সাত খুন: গ্রেপ্তার ইরফান ৭ দিনের রিমান্ডে
টাঙ্গাইলে শিক্ষিকাকে কু-প্রস্তাবের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
ভারত থেকে ২৪ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার
৩০০ ফুট গভীর খাদে সেনাবাহিনীর ট্রাক, ভারতের ৫ সেনা নিহত
জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ দাবি কর্মকর্তাদের
কাজাখস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪০ (ভিডিও)
গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে জার্সি তৈরি করল চিটাগং কিংস
ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিরামপুর সীমান্ত থেকে ২ যুবক আটক
৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
দুর্নীতির অভিযোগ অস্বীকার জয়ের, বললেন ‘একদম ভুয়া’