বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ | ১১ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মতিন রায়হান

একগুচ্ছ কবিতা

ঝিনুকের হাড়

সমুদ্র আমাকে টানে, তা তো জানে নদী ও পাহাড়

আমি বয়ে যাই নিরবধি...কখনো কখনো বাঁধা পড়ি
দিগন্তের দূর মায়াজালে! জনাকীর্ণ বালুময় সমুদ্র
সৈকত, ঝাউবীথি মাথা তুলে দেখে নেয় অগণন
অচেনা পর্যটকের মুখ! শঙ্খ যদি বেজে ওঠে গোপন
ইথারে তবে ফেনায়িত জলে মৎস্যকুমারীর ছায়া!
ধীরলয়ে হাঁটে শামুক-ঝিনুক, নড়ে ওঠে ভেজা বালি,
তারামাছ ফোটে; কোথায় রয়েছে মুক্তারাশি, কারা
খোঁজে? ও পাহাড়, কে জুড়েছে আজ বিশ্রম্ভালাপ,
তোমার সঙ্গে? ঝিনুকেরা জানে মুক্তোজন্মে কতকাল
কেটে গেছে অদৃশ্য আঁধারে! ঠিক সূর্যস্নান শেষে
কারা তবে ফিরে যায় হোটেলের রুমে? সূর্য ডোবার
কাল : ডুবে যাবে ক্লান্ত সূর্য! মুছে যাবে দিগন্তের
সিঁথির সিঁদুর! তুমিও কি ডুবে যাবে ফেনায়িত
অন্ধকারে? গভীর সমুদ্রে ভাসে রোজ ঝিনুকের হাড়!

সমুদ্র আমাকে টানে, তা তো জানে নদী ও পাহাড়!

 

সন্ধ্যামায়াজাল

স্মৃতির ওপার থেকে কে যে এলো!
পায়ে বাজে রিনিঝিনি মল
সুন্দর এসেছে বুঝি!
ভাসলো কি রূপশতদল?
আলো-ছায়া, রোদ-বৃষ্টি
হাওয়ার নাচন
উড়ে যায় স্মৃতিহংস
হৃদি-সংবেদন!
মুহূর্তে মুহূর্ত বাজে
মহাকাল পায়েচলা পথ...
নদীও ভাঙে তীর
কালের তঞ্চক!
আমি যদি দিই ডুব
পদ্মফোটা জলে
তুমি তো জ্বলবে জানি
অদেখা অনলে!
প্রাণের কথারা যদি
ঘরে ঘরে মরে!
কে বাঁচায় প্রত্নপ্রেম
গ্রামে ও শহরে?
ফুলে ও ফসলে আজ
সন্ধ্যামায়াজাল
ভাসুক চাঁদের রেখা
তোমার সকাল!
বিন্দু আমি এঁকে যাই
বৃত্তের পরিধি
তুমিই অনন্ত বোধ
তুমিই তো আদি!

 

এসো, প্রিয় ইমনকল্যাণে

আলোর জানালা খুলে দেখি আমি প্রভাতের পাখি

কূজনে কূজনে ফোটে ভোরবেলা, তুমি আলো
মুক্তির, যুক্তির; খুব ভালোবাসি তোমাকে;
দুপুর রোদে যদি হেসে ওঠে অনঙ্গ-কুহক
আমি অঙ্গময় সঙ্গ খুঁজে নিই। ও আমার ব্যাকুলা
বিহঙ্গ : এসো, দূর আকাশের বাটে ডানা মেলি
যৌথ-যৌবনের কাসিদা কে শোনাবে সন্ধ্যায়
ইমনকল্যাণে? তুমি ছাড়া! তুমিময় এ জীবন
প্রীতিপুণ্যে কী দারুণ সমাসীন! তোমার দুচোখ
যেন ঘোরলাগা পদ্মদিঘি, তাই আমি প্রেম হয়ে
ভাসি! ও জল, নদীর নামে তোলো ঢেউ আজ;
তরঙ্গ-হৃদয় কেন মরে যেতে চায়! এই মৃত্যু
স্বেচ্ছামৃত্যু? নাকি মৃত্যুর শরাব পিয়ে জীবনের
অমরত্ব লাভ? মনসুর হাল্লাজ জানে মৃত্যু মানে
জীবনের শুভ উদ্বোধন! আমিও যথারীতি
উদ্বোধনী গাই; তুমিও মিলাও গলা পরান-জোনাকি

আলোর জানালা খুলে দেখি আমি প্রভাতের পাখি।

 

Header Ad
Header Ad

তাবলিগ জামাতের কার্যক্রম থেকে বিরত থাকতে সাদ অনুসারীদের অনুরোধ

ছবি: সংগৃহীত

নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের মাওলানা সাদ গ্রুপের অনুসারীদের শবগুজারি বা রাতযাপনসহ সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান।

তাবলিগ জামাতের কাকরাইল মসজিদে শবগুজারি (রাতযাপন) কার্যক্রম চলাকালে শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে বৃহস্পতিবার চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়, আগামী ২৭ ডিসেম্বর (শুক্রবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে মাওলানা সাদ গ্রুপের অনুসারীদের শবগুজারি (রাতযাপন)-সহ তাবলিগ জামাতের সব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

অপরদিকে, মাওলানা জোবায়েরের অনুসারীদের কোনও রকমের বড় জমায়েত থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে পৃথক চিঠিতে।

মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানের সই করা চিঠির অনুলিপি দেওয়া হয়েছে ধর্ম মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ সদর দফতর, ডিজিএফআই, বিজিবি, এনএসআই, র‌্যাব, ডিএমপি, সকল বিভাগীয় কমিশনার, স্পেশাল ব্রাঞ্চের প্রধান, সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের।

Header Ad
Header Ad

দেশের অবস্থা ভালো না, শেখ হাসিনা আবারও আসবে: সোলায়মান সেলিম

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম। ছবি: সংগৃহীত

শেখ হাসিনা আবারও ফিরে আসবে, দেশের অবস্থা ভালো না। সরকার দু'বেলা ভাত খায়, কিন্তু দেশের মানুষ দু'বেলা ভাত পায় না। বলে মন্তব্য করেছেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। তাদের জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানিকালে এজলাসে তোলার সময় তিনি এ কথা বলেন।

এ সময় কয়েকজন পুলিশ সদস্য তাকে কথা বলতে নিষেধ করেন। একজন হেলমেট নিচে নামিয়ে দেন। তখন সোলায়মান সেলিম বলেন, ‘আমার মুখ যতই চাপায় রাখার চেষ্টা করুক, মুজিববাদীরা মুজিব আদর্শ কখনো ভুলবে না।’

এর আগে আজ ( বৃহস্পতিবার) বেলা ২টা ৩৫ মিনিটের দিকে তাদের সিএমএম আদালতের হাজতখানা থেকে বের করা হয়। পুলিশ সদস্যরা তাদের সিঁড়ি দিয়ে ৪র্থ তলায় ওঠানোর চেষ্টা করেন। তখন কামরুল ইসলাম দাঁড়িয়ে যান। বলেন, ‘হাঁটতে পারবো না। চারতলায় উঠতে পারবো না। লিফট আছে না। লিফটে ওঠায় দেন।’ পরে তাদের লিফটে করে ওপরে নেওয়া হয়। তবে সোলায়মান সেলিম লিফটে যেতে চাননি। পরে অবশ্য লিফটে করেই ওপরে ওঠেন।

পরে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে জামিনের বিষয়ে শুনানি হয়। সোলায়মান সেলিমের পক্ষে শ্রী প্রাণনাথ জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ‘চার দিনের রিমান্ডে ছিল। পুলিশ প্রতিবেদনে তিনি যে সম্পৃক্ত এমন সুনির্দিষ্ট অভিযোগ নেই। আর ঘটনার সময় তিনি দলীয় কোনও পদে ছিলেন না।’

পরে কামরুল ইসলামের পক্ষে শুনানি করার জন্য ডাকা হয়। তবে কামরুল ইসলাম আইনজীবীকে শুনানি করতে দেননি।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা এখনও সক্রিয়। জামিন পেলে অশান্তি সৃষ্টি করবে। শান্তি নষ্ট করবে। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর তাদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।’

Header Ad
Header Ad

রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক হলেন মোঃ সুবক্তগীন

রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক হলেন মোঃ সুবক্তগীন

 বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের নতুন মহাব্যবস্থাপক(জিএম) হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ সুবক্তগীন। এছাড়াও মোহাম্মদ নাজমুল ইসলামকে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) রেলভবন,ঢাকাতে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্প্রতিবার (২৬ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব উজ্জ্বল কুমার ঘোষ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে মোঃ সুবক্তগীন ডিভিশনাল ইঞ্জিনিয়ার ঢাকা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী/পশ্চিমাঞ্চল, প্রধান প্রকৌশলী/পূর্বাঞ্চলের সহ অনেক গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্বে করেছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

তাবলিগ জামাতের কার্যক্রম থেকে বিরত থাকতে সাদ অনুসারীদের অনুরোধ
দেশের অবস্থা ভালো না, শেখ হাসিনা আবারও আসবে: সোলায়মান সেলিম
রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক হলেন মোঃ সুবক্তগীন
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি মির্জা ফখরুলের
বিপিএলে সাকিব না থাকায় হতাশ সুজন
বুধবার রাতে আগুন লেগেছিল ইস্কাটনের সচিব নিবাসেও
পূর্বাচলে হাসিনা পরিবারের প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু  
চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস, পরিবারে শোকের মাতম
বিডা’র আমন্ত্রণে ঢাকায় আসছেন ইলন মাস্ক
সচিবালয়ে আগুন: কারণ খুঁজতে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
সরকার হাসিনা আমলের নথি চাওয়ার পরই সচিবালয়ে আগুন: রিজভী
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত
হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইল পুড়িয়ে দিয়েছে: সারজিস
লামায় ত্রিপুরাদের পাড়ায় অগ্নিসংযোগের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করলেন উপদেষ্টারা
সচিবালয়ের আগুন পরিকল্পিত হতে পারে: নৌবাহিনী কর্মকর্তা
বগুড়া কারাগারে সাবেক এমপি রিপুর ‘হার্ট অ্যাটাক’, আনা হয়েছে ঢাকায়
নিখোঁজের ৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল ২ পর্যটকের লাশ
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী-শিশুসহ আটক ১৬
রাফসানের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন জেফার