বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৩ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

খালেদ হোসাইন

একগুচ্ছ কবিতা

জীবনের অম্ল মাদকতা

আমি এখন পৌষের কুয়াশামাখা
তোমার অনুপস্থিতির বিবরণ খুঁজি না আর
বা অকালে আকস্মিক বৃষ্টির ঘ্রাণ—
কেননা এখন পাহাড় থেকে নেমে আসা জল
মরুভূমির দিকেই ছুটে যায়।

সন্ধ্যায় যেমন নৌকাগুলো ফিরে আসে বন্দরের ঘাটে
তেমনভাবে তোমার স্মৃতি এখন আমাকে ঘিরে ফেলছে
দূর-দূরান্ত থেকে
বৃষ্টির পুনর্জন্মে অন্ধকারের থাবা যেমন খুব ধীরে ধীরে
দিনের বক্ষকে চেপে ধরে
আমি তেমন কায়ক্লেশে অনুভব করি
সত্তার নৈঃসঙ্গ ঘোচাতে দীর্ঘস্থায়ী সেতু
কোনো কার্যকর ভূমিকা রাখে না।

আমি দেখেছি, বৃক্ষের ছায়া বা অনুবর্তী দেয়ালের বুকে
কেবল বিস্ময় থাকে, বক্তব্য থাকে না।
তা-নাহলে উত্তেজিত মহুয়ার বন
আমাকে রিক্তহৃদয়ে আর ধ্বস্ত শরীরে
ফিরিয়ে দিতে পারত না।

তুমি শুধু দূরে যাও, স্বেচ্ছায়, ক্লান্তিহীনভাবে—
সাম্প্রতিক স্বপ্নের ভেতরে তবু ঢুকে যাও, কথা বলো
তালশাঁসের মতো চোখের ইঙ্গিতে;
তারপর স্বপ্ন-দুঃস্বপ্নের ডোরাকাটা কারাগার
গলা-কাটা জন্তুর আর্তনাদ আমাকে
টেনে আনে সেই বাস্তবতায়
যেখানে তুমি সদূর সঙ্গীত—
আর কিছু নও।

অতিক্রান্ত দুর্বৃত্তপনার অপরাধবোধ
আমাকে সর্বক্ষণ ম্রিয়মাণ করে রাখে
কিন্তু এ-থেকে এতটুকু আলোর বিচ্ছুরণ হয় না, হবে না—
কালো হয়ে আসা বিদীর্ণ আকাশে
একটি দুটি নক্ষত্র তবু অনিচ্ছুক ভঙ্গিতে জ্বলে উঠতে থাকে—

মনে হয়, জীবনের যতটুকু অম্ল মাদকতা—
তা তোমার সান্নিধ্যের সংঘর্ষে উৎসারিত আলোর কোমলতা;
পাপে-অনুতাপে।

 

দেখবে না বুকে ছিল কতটা অঙ্গার

লুণ্ঠন করেছি আমি যা-কিছু নির্যাস
এমনকি গোলার শস্য স্বচ্ছ তালশাঁস
এমনকি ঘরছোঁয়া শিউলির পাতা
টেবিলে যা-কিছু ছিল বইপত্র খাতা

বিছানায় ছিল যা, তা—বালিশ চাদর
তোমার গায়ের গন্ধ একান্ত আদর
চুলোয় চায়ের পাত্রে টগবগে জল
তোমার নিখুঁত ভুরু চোখের কাজল

বিধ্বস্ত করেছি আমি পুরনো শপথ
ছিনিয়ে নিয়েছি আমি আঙিনা ও পথ
আশেপাশে যত আছে ছোট বড় খাল
তোমার দুপুর রাত এবং সকাল!

দস্যু ভাবো, শত্রু ভাবো বা দখলদার—
কোনোদিনও জানবে না বুকে কী অঙ্গার।

 

যোগাযোগ ছিন্ন হলে

যোগাযোগ ছিন্ন হলে তোমার কি ভালো লাগে খুব?
পৃথিবীতে কত কোটি মানুষের বসবাস আজ—
আমি কি সবার সঙ্গে রিলেশন তৈরি করতে চাই?
প্রতিভার তেজ থাকে, তাই বলে এত তাতে ঝাঁজ?

কোথাও যাই না আমি তবু তুমি ভাবো বহুগামী।
তার চেয়ে মেরে ফ্যালো কবিতা লেখার অপরাধে!
গলায় মুদ্রিত থাক নিতান্ত তোমার কররেখা
চরাচর এতটুকু কাঁপবে না কারো আর্তনাদে।

যোগাযোগ ছিন্ন হবে এর শেষ-চিহ্ন যাবে মুছে
স্নায়ুসূত্র জেনে যাবে তোমাকে ছোঁবার মাদকতা
তুমি তো সন্তুষ্ট হবে, আমারও তো পাওয়া হবে কিছু—
এই বিশ্বচরাচরে বরফের মতো নীরবতা।

একদিন আমিও কি ভুলে যাবো যোগাযোগ ছিল?
আকাশের হৃৎপিণ্ডে যেইভাবে মিশে যায় চিলও।

Header Ad
Header Ad

মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

অন্যদিকে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেক।

পরে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের জন্য সংস্কার দরকার, আপাতত সরকারের নির্বাচনমুখী কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ-ফ্রান্সের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে আলোচনা হয়েছে। তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জানতে চেয়েছেন।

এ ছাড়া বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ দ্রুত পরিবর্তনের বিষয়ে আশা প্রকাশ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত।

Header Ad
Header Ad

ডেভিল হান্টে বড় অপরাধীদের ধরার আহ্বান জয়নুল আবদিনের

ডেভিল হান্টে বড় অপরাধীদের ধরার আহ্বান জয়নুল আবদিনের। ছবি: সংগৃহীত

যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ বড় অপরাধীদের ধরতে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

জয়নুল আবদিন ফারুক বলেন, “পালিয়ে গেলেও শেখ হাসিনার প্রেতাত্মারা সুযোগ বুঝে কোপ দেওয়ার অপেক্ষায় রয়েছে। আওয়ামী প্রেতাত্মাদের চক্র সক্রিয়, তারা বিএনপি নেতাদের সমালোচনায় ব্যস্ত।”

তিনি আরও বলেন, “অভিযানে যেন শুধু ছোট অপরাধীদের ধরা না হয়, বরং বড় অপরাধীদেরও আইনের আওতায় আনতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে হবে।”

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সংকট সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করা যাবে না। সরকার যদি জনগণের ভাষা বোঝে, তাহলে সংস্কারের নামে নির্বাচন দেরি করবে না। যদি করে, তাহলে সরকারের ওপর জনগণের আস্থা কমবে।”

তিনি আরও বলেন, “যতটুকু সংস্কার প্রয়োজন, তা দ্রুত সম্পন্ন করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন।”

Header Ad
Header Ad

প্রথম প্রেমিককে প্রাক্তন মনে করি না, সে আমার শত্রু: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

ছোটপর্দার প্রখ্যাত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যক্তিগত জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও অভিনয়ের জগতে অনড় রয়েছেন। তার অভিনয় নিয়ে ভালোবাসা এবং একাগ্রতা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য, তবে সম্প্রতি তার ব্যক্তিগত জীবনও বেশ আলোচনা সৃষ্টি করেছে।

এক সময় দীর্ঘ বিরতি নিয়েছিলেন প্রভা, সেই সময়টায় তিনি দেশ-বিদেশে ভ্রমণ করেছেন। কিছুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। যদিও তার ব্যক্তিগত জীবন বেশ কিছুবার মিডিয়ার শিরোনামে উঠে এসেছে, বিশেষ করে তার সহকর্মী মনোজের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভা স্পষ্ট করে বলেন, "মনোজের সঙ্গে কখনও প্রেম ছিল না। মিডিয়াতে এ নিয়ে নানা ধরনের গুজব রটানো হয়েছিল, যা আমার এবং মনোজের স্বাভাবিক সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করেছে।"

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

এছাড়া, প্রভা তার জীবনের প্রথম প্রেম নিয়ে বেশ কটু মন্তব্য করেছেন। তিনি বলেন, "প্রথম প্রেমিককে আমি কখনও প্রাক্তন মনে করি না, আমি তাকে শত্রু মনে করি। কারণ, প্রাক্তন কখনোই এতটা হিংস্র হতে পারে না। আমার জন্য, যে সম্পর্ক আমাকে অস্বস্তিতে ফেলে, সে আর কখনও আমার প্রাক্তন হতে পারে না।" তবে তিনি এই সম্পর্কের বিপরীতে বলেন, "আমি যাদের সঙ্গে সম্পর্ক করেছি, তাদের সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত রয়েছে, এবং সে কারণে আমি আমার 'প্রাক্তন'দের সঙ্গে এই ব্যক্তিকে তুলনা করতে চাই না।"

এছাড়া, প্রভা আরও জানান, "প্রাক্তন শব্দটি আমার কাছে গুরুত্বপূর্ণ, কারণ সে মানুষের সঙ্গে সম্পর্কের অবসান হওয়ার পরও, সেখানে কিছু সুন্দর মুহূর্ত ছিল। সে ছিল সেই মানুষ, যে আমার জন্য রাতেরবেলায় দাঁড়িয়ে ছিল, আমার পাশে ছিল।"

বর্তমানে প্রভা মেকআপ আর্টিস্ট হিসেবেও সফল হয়েছেন। যুক্তরাষ্ট্রে 'দ্য মেকআপ একাডেমি' থেকে প্রশিক্ষণ নেওয়ার পর, তিনি সেখানে কাজ শুরু করেছেন এবং নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক
ডেভিল হান্টে বড় অপরাধীদের ধরার আহ্বান জয়নুল আবদিনের
প্রথম প্রেমিককে প্রাক্তন মনে করি না, সে আমার শত্রু: প্রভা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা
ডাকসু নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই: ঢাবি ভিসি
নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘিরে পদবঞ্চিতদের বিক্ষোভ, উত্তাল ঢাবি
টাঙ্গাইলে ক্ষুদে শিশুদের পুতুল নাচে মুগ্ধ দর্শক
নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’
চেষ্টা সত্ত্বেও কিছু ব্যাংক রক্ষা করা সম্ভব নয়: গভর্নর ড. আহসান এইচ মনসুর
বিরামপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা
রমজানে ঢাবির ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধিতে মনিটরিং সেল গঠনে ছাত্রদলের আবেদন
৬০ কোটি টাকায় মার্কিন নাগরিকত্ব বিক্রি করবেন ট্রাম্প
পরকীয়ার জেরে ভাঙতে যাচ্ছে ৩৭ বছরের সংসার, যা বললেন গোবিন্দ
ছাত্রদের নতুন দল থেকে সরে দাঁড়ালেন নাগরিক কমিটির জুনায়েদ ও রিফাত
‘শুধু রণাঙ্গণের যোদ্ধারাই হবেন মুক্তিযোদ্ধা, বাকিরা মুক্তিযুদ্ধের সহযোগী’
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আয়োজনে আন্তর্জাতিক ছাত্র সম্মেলন
৬ মাসে যেভাবে অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাকল: প্রেস সচিব
নতুন তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম
টাঙ্গাইলে শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতি, বাঁধা দেওয়ায় শিক্ষকসহ দুইজনকে মারধর