সম্পা পাল
একগুচ্ছ কবিতা
জীবন থেকে জীবনের দূরত্ব
শোক বহন করতে গিয়ে দেখলাম
পৃথিবীতে জীবন বলে কিছু নেই
পৃথিবী নিজেই এক বস্তুহীন জীবন
আমার কিন্তু অনেক কিছু করার ছিল
একটা আস্ত আকাশ লেখার কথা ছিল
কিন্তু টেলিমেডিসিনে শুধু জ্বরটাই কমে এসেছে
সেদিন সন্ধ্যায় মাপতে বসেছিলাম
জীবন থেকে আর একটা জীবনের দূরত্ব
দুইয়ের বিনিময় মূল্য সেখানে অসীম!
জীবন আমাকে লেখেনি
সীমানা মাপতে মাপতে এগোচ্ছি
এ সময়ে বৃষ্টি নামে
পারমিতা একদিন কবিতা লিখতো
সেদিন ভাবতে পারেনি আপাত এই জীবনের মানে
শিরোনামহীন স্বপ্ন
দেখতে গিয়ে জেনেছি
আকাশের পরিধি আজ
অনেক কমে এসেছে
সেদিনের ভুলগুলোও ভুল হয়েই বসে আছে
তবু মানুষ খুঁজে যেতে হবে...
নেশা মুক্তির মিছিলেও হাঁটতে হবে
আসলে আমি জীবন লিখেছি বারেবারে
কিন্তু জীবন আমাকে লেখেনি!
একটি কবরের জন্য
কয়েকটি অক্ষর
আবার হয়তো কয়েক মাস কিংবা বছরের অপেক্ষা
ততদিনে কেউ হয়তো একটু এগিয়ে যাবে
কেউ আবার পেছনে রয়ে যাবে
কেউ হয়তো স্বপ্ন ভেঙে যাবার যন্ত্রণায়
আরও গভীরে গিয়ে ব্যর্থতার মানে খুঁজবে
কেউ হয়তো অ্যাম্বুলেন্সেই জীবনকে বিদায় বলবে
একজন দাঁড়িয়ে আছে জানালায়
রাস্তার গন্ডগোল, বেওয়ারিশ লাশের ভিড়
কিংবা দু টাকার চালের লম্বা লাইন
এতকিছু দেখার পর সেও কবিতা লিখবে
একটি কবরের জন্য!