শিশুদের নিয়ে অনলাইনে বার্জার আয়োজন করছে ছবির প্রতিযোগিতা
শুরু হয়েছে ‘বার্জার আর্স্টিস্টা চিলড্রেনন্স আর্ট ক্যাম্প-২০২২’। তারা এই প্রতিযোগিতাকে শৈশবের যত রং নামে ডাকছেন।
‘এ’ বিভাগে অংশ নিতে পারবে ১০ বছরের কম বয়সের ছবি আঁকতে পারে এমন যেকোনো ছেলে বা মেয়ে শিশু।
‘বি’ বিভাগে অংশ নেবে ১৫ থেকে ১১ বছরের শিশু ছেলে ও মেয়েরা।
১ মার্চ থেকে ১৫ মার্চ-টানা ১৫ দিনের প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে।
প্রতিটি শিশুর জন্য বিষয় একটিই ‘বাংলাদেশ’।
এই প্রতিযোগিতাতে অংশ নিতে হলে দিতে হবে তোমার নাম, বয়স, মা ও বাবার নাম, ফোন নম্বর, পূণ ঠিকানা, বিদ্যালয়ের নাম ও ঠিকানা এবং কোন শ্রেণীতে পড়।
প্রথম ধাপে প্রতিটি বিভাগ থেকে ২৫ জন করে দুটি বিভাগে মোট ৫০ জন শিল্পীকে নির্বাচিত করা হবে। এই প্রথম রাউন্ডটির বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১৯ মার্চ। তাদের প্রত্যেকের জন্য থাকবে বিশেষ ও আর্কষণীয় পুরস্কার।
এরপর সেরাদের নিয়ে বাংলাদেশের সেরা ও প্রখ্যাত শিল্পীদের কাছ থেকে ছবি আঁকা শেখার কর্মশালার আয়োজন করা হবে। নিবাচিত ও পুরস্কৃত শিল্পীরা বাংলাদেশের বিখ্যাত শিল্পীদের কাছ থেকে কত কিছু যে শিখতে পারবে তার কোনো ইয়াত্তা নেই।
ছবি আঁকার প্রশিক্ষণ লাভের পর ৫০ জন শিল্পীর আঁকা নতুন ছবিগুলো প্রদর্শন করবে ‘বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)’।
এছাড়াও তাদের প্রত্যেককে বার্জার বাংলাদেশ প্রদান করবে গিফট, শিল্পীদের সার্টিফিকেট ও ক্রেস্ট সম্মাননা।
১৯ থেকে ২৪ মার্চ তারিখে ‘বাজার আস্টিস্টা চিলড্রেনন্স আর্ট ক্যাম্প-২০২২’ দ্বিতীয় রাউন্ডের আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে।
সেখানে আগের দুটি দু’টি গ্রুপের বিজয়ী সদস্যদের ’আমার রঙিন ভুবন’ বিষয়টিতে তাদের আঁকা একটি করে ছবি জমা দিতে হবে।
২৬ মার্চ তারিখে পুরো আয়োজনের বিজয়ীদের নামগুলো ঘোষণা করা হবে।
দ্বিতীয় রাউন্ডের বিজয়ীদেরও পুরস্কার, সনদ এবং সম্মাননা ক্রেস্ট দেশ বরেণ্য শিল্পীদের মাধ্যমে প্রদান করা হবে।
এই আয়োজনের মিডিয়া পার্টনার ‘কিশোর আলো’, কিশোরদের ম্যাগাজিন।
বার্জার বাংলাদেশের বিক্রয় ও বিপনন বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবিব চৌধুরী বলেছেন, “শিশু-কিশোরদের আছে দারুণ শিল্পীমন। রঙের ভুবনে তাদের বিচরণ বিচিত্র এবং অসাধারণ। তাদের মধ্যে প্রতিভার বিকাশ, অনুপ্রেরণা প্রদানের এই বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বিশ্বখ্যাত বহুজাতিক রং ও রঙজাত প্রতিষ্ঠান বাজার পেইন্টসের বাংলাদেশ অফিস ‘বাজার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)’।”
তিনি জানিয়েছেন, ‘শিশু ও কিশোর-কিশোরী প্রতিভা বিকাশ কার্যক্রমটি শুরু হয়েছে। তোমরা অংশ নিতে পারো আমাদের বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের অফিশিয়াল ফেসবুক পেইজে ছবিগুলো প্রতিযোগিতার জন্য জমা দিয়ে। লিংকটি হলো-https://www.facebook.com/bergerbd/. পুরো আয়োজনটি অনলাইনে হবে।’
মহসিন হাবিব চৌধুরী আরো বলেছেন “শিশুদের ভেতর থেকে প্রতিভাবান শিল্পীদের তুলে আনতে আমাদের ছবি আঁকার প্রতিযোগিতাটি ও কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা জানি, এই ধরণের কাজ সবার মনে শৈশবের স্মরণীয় স্মৃতি হিসেবে সারাজীবন রয়ে যায়।’
তিনি বলেছেন, ‘বৈশ্বিক মহামারি কভিড-১৯ রোগের প্রতিকূলতার এই সময়েও শিশুদের সৃজনশীলতা বিকাশ, অনুপ্রেরণা প্রদান এবং তাদের কাজগুলোকে সম্মান জানাতে আমাদের চেষ্টা সাহায্য করলে খুব খুশি হব।’
বিরাট এই প্রতিযোগিতায় অংশ নিতে তিনি সবাইকে আহবান জানিয়েছেন।
ওএস।