যত্নে রাখুন শীতের পোশাক
বসন্ত চলে এসেছে। শীতকালকে এবার বিদায় জানানোর পালা। শীতের শেষে শীতের পোশাকগুলি যথাস্থানে তোলার সময় এখন। শীতের শেষে সমস্ত পোশাক পরিস্কার করলেই হবে না একটু পরিচর্যা লাগবে। তবেই আগামী বছর আরামসে পরতে পারবেন এবছরের পোশাকগুলো। শীতের পোশাক যেমন সোয়েটার, জ্যাকেট, শাল ভালো করে ধুয়ে আলমারিতে তুলে রাখবেন সবাই। যাতে করে সামনের শীতে ফের ঝকঝকে অবস্থায় সেগুলো নামানো যায়। জেনে নিন কীভাবে যত্নে রাখবেন আপনার গরম পোশাক।
উলের পোশাক ঘরেই ধোয়া যায়। তবে তার জন্য একটু বেশি সতর্ক ও যত্নশীল হতে হয়। মনে রাখবেন, উল হচ্ছে আসলে একটি প্রাণীর গায়ের চুল, তার মধ্যে কিউটিকল থাকে। বিভিন্ন প্রসেসিংয়ের মধ্যে দিয়ে গিয়ে বাজারজাত হওয়ার সময়ে সেই কিউটিকলের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়, তাই খুব গরম পানি বা কড়া ডিটারজেন্টে উলের পোশাক ধুলে তার মান খুব তাড়াতাড়ি খারাপ হওয়ার আশঙ্কা থেকে যায়।
হালকা সাবানে উলের পোশাক ধুতে হবে, স্বাভাবিক তাপমাত্রার পানিতে। গরম পানিতে উলের পোশাক ভেজাবেন না, ঘণ্টাখানেকের বেশি ভেজানোরও দরকার নেই। তারপর সাবধানে অল্প ঘষে অন্তত তিনবার পানি বদলে ধুয়ে নিন। বেশি নিংড়ানোর দরকার নেই, শুকনো পুরানো তোয়ালেতে মুড়ে শুষে নিন বাড়তি পানি। উলের পোশাক যদি ঘাম বা খাবারের টুকরোসহ আলমারিতে থাকে, তা হলে কিন্তু পোকার আক্রমণ হতে পারে।
উলের পোশাক সমতল জায়গায় তোয়ালে পেতে শুকিয়ে নিন, ঝুলিয়ে শুকাতে গেলে পোশাকের আকার নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। উলের কাপড়ে সহজেই ধুলাবালি আটকে যায়। তাই প্রতিদিন সোয়েটারটি খুলে ইলেক্ট্রিক ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে।
সোয়েটার বা স্কার্ফে দাগ লাগলে ড্রাই ক্লিনার দিয়ে পরিষ্কার করুন। দাগ বেশি জেদি না হলে ভালো মানের ডিটারজেন্ট পাউডার দিয়ে হালকা গরম পানিতে মেশাতে হবে এবং কাপড়টি হাত দিয়ে পরিষ্কার করতে হবে। আর
ভারি জ্যাকেট, ব্লেজার এগুলো লন্ড্রিতে দিয়ে ড্রাই ক্লিন করাই ভালো।
লেপ ধোয়ার কোনো সুযোগ নেই। তবে লেপ-কাথা রোদে শুকিয়ে আলমারিতে তুলে রাখুন। কম্বল লন্ডিতে দিয়ে ড্রাই ওয়াশ করিয়ে নিয়ে আসুন। এরপর এগুলো সুন্দর প্যাকেটে ভরে আগামী শীতের জন্য তুলে রাখুন।
এছাড়া সাধারণ যেসব গরম পোশাক রয়েছে সেগুলো ভালোভাবে ধুয়ে স্ত্রী করে ভালোভাবে তুলে রাখুন। যদি এটি পরিষ্কার করে না রাখেন তাহলে আগামী শীতে এটি হয়তো ভালো নাও থাকতে পারে। যারা জ্যাকেট পরেন তারা ড্রাই ওয়াশ বা ভালোভাবে ধুয়ে ভালোভাবে প্যাকেট করে তুলে রাখুন।
শীত শেষে উলের কাপড়গুলো আলমারিতে রাখলে কিছু ন্যাপথলিন দিয়ে রাখুন। এতে খুব সহজেই জীবাণু প্রতিরোধ করা যায়। আর প্রাকৃতিক উপায় অবলম্বও করতে পারেন পোকা ও জীবাণুর হাত থেকে রক্ষায়। সেক্ষেত্রে, টিস্যুতে মুডে শুকনো নিমপাতা, কালোজিরা বা তেজপাতা কাপড়ের ভাঁজে ভাঁজে রাখুন। এটিও পোকা কাটা থেকে আপনার শীতের পোশাককে রক্ষা করবে।
কেএফ/