তরকারির ঝাল কমানোর উপায়
ভালো করে কষিয়ে মাংসটা রান্না করার পর দেখলেন অতিরিক্ত ঝালের কারণে আর খেতে পারছেন না। এমনটা অনেক বাড়িতেই ঘটে। অনেকে রান্নায় ঝাল খেতে পছন্দ করেন, তবে অতিরিক্ত ঝাল হয়ে গেলে সেই খাবার খাওয়া যায় না আর। খুব বেশি ঝাল খাওয়া শরীরের জন্য ভালো নয়। এতে অন্ত্রে ঘা হওয়ার সম্ভাবনা থাকে। শুধু তাই নয় পরবর্তীকালে আলসারের মতো সমস্যাও হতে পারে।
বাড়িতে শিশুরা থাকলে তারা একেবারেই ঝাল খেতে পারে না। তাই কোনো রান্নায় ঝাল বেশি হয়ে গেলে সমস্যা বাড়ে। কিছু সহজ উপায় মেনে চললেই সেই সমস্যার সমাধান করা যেতে পারে।
-তরকারিতে ঝাল বেশি হয়ে গেলে রান্নার সময় গোটা কয়েকটি আলুর টুকরো দিয়ে দিন। আলু সহজেই ঝাল স্বাদ শোষণ করে নেয়।
-রান্নায় লেবুর রস দিলেই ঝাল অনেকটা কমে যায়। কাঁচা মরিচের তুলনায় গুঁড়ো মরিচ শরীরের বেশি ক্ষতি করে। এই ঝাল কমানোর ক্ষেত্রে এক চামচ লেবুর রস দিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যায়।
-অনেক রান্নায় দুধ ব্যবহার করা হয়। যে খাবারে দুধ মেশালেও তেমন কোনো সমস্যা হবে না, সেই সব খাবারে ঝাল কমানোর জন্য দুধ ব্যবহার করা যেতেই পারে। সাধারণত নিরামিষ তরকারি বা মালাই জাতীয় কোনো রান্নায় এই পন্থা ব্যবহার করা হয়।
-এ ক্ষেত্রে টকদইও ব্যবহার করা যেতে পারে। টকদই ভালো করে ফেটিয়ে নিয়ে তাতে সামান্য লবণ-চিনি দিয়ে তরকারিতে মিশিয়ে নিন। তরকারির স্বাদও বাড়বে আর ঝাল বেশি হলে সেই সমস্যারও সমাধান হবে।
-তরকারিতে ঝাল বেশি হলে কাজুবাদাম বাটা দিয়েও রান্নার স্বাদ ফেরানো যায়। বাড়িতে পিনাট বাটার থাকলেও এ ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
টিটি/