ভালোবাসার পঞ্চম খুঁটি প্রতিশ্রুতি
রোজ ডে দিয়ে শুরু হয় ভালোবাসার সপ্তাহ। তারপর এক এক করে পেরিয়ে পঞ্চম দিন হলো প্রমিস ডে বা প্রতিশ্রুতির দিন। তারিখের হিসেবে বললে, ১১ ফেব্রুয়ারি হলো প্রমিস ডে।
নাম শুনেই অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে এই দিনটির সম্পর্কে। এই দিনটিতে একে অপরকে প্রতিশ্রুতি দিয়ে থাকেন ভালোবাসার বন্ধনে জড়িয়ে থাকা মানুষগুলি।
ভ্যালেন্টাইন সপ্তাহ এখন আমাদের দেশে ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। এই সপ্তাহ জুড়ে প্রেমের নিবিড় সম্পর্কে জড়িয়ে থাক মানুষ একে অপরকে নানাভাবে ভালোবাসা প্রকাশ করেন।
প্রমিস ডে-এই দিনটি নানা কারণে হয়ে উঠেছে অত্যন্ত জনপ্রিয়। আসলে মানুষ মাত্রই প্রতিশ্রুতিতে বিশ্বাস করেন। বিশ্বাস করেন প্রতিজ্ঞায়। ভালোবাসার সম্পর্কও এই দৃষ্টিকোণ থেকে আলাদা হতে পারে না। তাই এখানেও দিতে হয় প্রতিশ্রুতি। আর শুধু প্রতিশ্রুতি দেওয়াই নয়, তা পালনের অঙ্গীকারও করতে হয়। তাই এই দিনটিকে একটু বিশেষ চোখে দেখা হয়।
কেবল নতুন সম্পর্কে জাড়ানো মানুষই নয়। এছাড়া যারা অনেকদিন ধরেই রয়েছেন সম্পর্কে তারাও এই দিনটি নিজের সঙ্গীকে দিয়ে ফেলুন প্রতিশ্রুতি। তবেই সম্পর্ক হয়ে উঠবে আরও গভীর।
প্রমিস করতে হবে নিজেকেও!
নিজেকেই কিছু প্রতিশ্রুতি দেওয়া এবং সেই প্রতিশ্রুতি মেনে চলা উচিত। তাহলেই বাড়বে আত্মবিশ্বাস। বিশ্বাস বাড়বে অন্যের প্রতিও। সেক্ষেত্রে সম্পর্কও সুন্দর হবে। আজ প্রমিস ডে তে তাই নিজের জন্যও হোক কিছু প্রমিস ।
প্রিয়জনকে যেসব প্রতিশ্রুতি দিতে পারেন-
• তোমাকে অনেক বেশি ভালোবাসব।
• বিপদের মুখে তোমায় ফেলে চলে যাব না।
• সুখে-দুখে চিরকাল তোমার পাশে থাকব।
• যে কোনও মূল্যে তোমাকে সুখ, হাসি, আনন্দে রাখব।
• সব সময় আমি তোমার প্রতি সৎ এবং বিশ্বস্ত থাকব।
• আমাদের সম্পর্কের মাঝে কোনও মিথ্যে বা ছলচাতুরির আশ্রয় দেবো না।
• তোমাকে কখনও ইচ্ছাকৃত কষ্ট বা কোন মানসিক আঘাত দেবো না।
মনে রাখতে হবে, এমন কোনও প্রতিশ্রুতি দেওয়া যাবে না, যা পালন করা অসম্ভব। সুখে রাখার প্রতিশ্রুতির চেয়ে পাশে থাকার প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ। কারণ খুব স্বাভাবিকভাবেই কাছের মানুষটি আমৃত্যু একটি প্রতিশ্রুতি চায়, তা হল যেকোনো পরিস্থিতিতে নির্ভর করার মতো একটি হাত। নির্দিষ্ট এই দিনটিতে আপনি এই প্রতিশ্রুতিটি করতে পারেন।
কেএফ/