ভ্যালেন্টাইন উইক
আজ চকোলেট ডে; শুধু প্রেম নয় চকোলেটে বাড়ে অনেক কিছু
চকোলেট ছাড়া নতুন হোক বা পুরনো, প্রেম জমেই না। শুরু হয়ে গিয়েছে ভ্যালেন্টাইন উইক। যে প্রেমের সপ্তাহের শুরুটা হয়েছে রোজ ডে দিয়ে। রোজ ডে, প্রপোজ ডে-র পর এ বার এসে গেলে চকোলেট ডে। ভ্যালেন্টাইন’স সপ্তাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন চকোলেট দিন। কিন্তু জানেন কি শুধু প্রেম নয়, চকোলেটে বাড়ে অন্য অনেক কিছু।
১) বেশি চকোলেট খাওয়া নাকি ভালো নয়। এতে দাঁত খারাপ হতে পারে ৷ আপাতত এই ভুল তথ্যকে গুলি মারুন ৷ বরং ডাক্তাররা বলছেন, চকোলেট খেলে দাঁত ভালো থাকে ৷ দাঁতের গোড়া শক্ত রাখার ব্যাপারে চকোলেট দারুণ ৷ তবে চকোলেট খেয়ে দাঁত মেজে নেওয়া উচিত।
২) ব্লাড প্রেসার ? রোজ খান ডার্ক চকোলেট। নিয়মিত ডার্ক চকোলেট খেলে ব্লাড প্রেসার থাকবে নিয়ন্ত্রণে ৷ নতুন গবেষণায় উঠে এসেছে এরকমই তথ্য।
৩) চকোলেট খেলে বাড়বে স্মৃতি শক্তিও। গবেষণায় উঠে এসেছে এরকমই তথ্য। যারা বেশিমাত্রায় চকোলেট খান, তাদের স্মৃতি শক্তি অনেক বেশি ৷ এমনকী, ক্রিয়েটিভিটি বাড়াতে ওস্তাদ চকোলেট।
৪) শুধু ব্লাড প্রেসার বা স্মৃতি শক্তি নয়। সেক্স লাইফে তুফান তুলতে চকোলেট কিন্তু দারুণ উপকারী। যৌন ক্রিয়াকে দীর্ঘ করে তুলতে সঙ্গমের আগে মুখে ফেলুন চকোলেট।
৫) ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চকোলেট দারুণ উপকারী। চকোলেট গলিয়ে নিয়ে, ঠান্ডা করে ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। রোদে পোড়া, দাগ তুলতে দারুণ কাজ দেবে চকোলেট।
৬) লোকে বলে চকোলেট খেলে নাকি মোটা হয়। গবেষণা কিন্তু অন্য কথা বলছে। চকোলেট খেলে ওজন থাকবে নিয়ন্ত্রণে।
তবে ‘চকোলেট ডে’তে এই সব থাকুক মাথায়। প্রিয় মানুষটিকে মিষ্টি মধুর উপহার দেওয়ার সময়, চকোলেটে ভিতর পুরে ফেলুন শুধুই ভালোবাসা।