কাপড় থেকে তেলের দাগ তোলার উপায়
তৈলাক্ত খাবার যেমন মাংসের ঝোল, তেলের আচার বা কিংবা ঝাল আচার খেতে পছন্দ করেন অধিকাংশ ভোজনরসিক। কিন্তু অসাবধানতাবশত খেতে গিয়েই গোল বাঁধে। আর আচারে অনেক বেশি তেল থাকায় আঙুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা আচারের তেল। মাটিতে নয়, পড়ল আপনার প্রিয় কাপড়ে। মন খারাপ হয়ে গেল। কিন্তু তার মানেই কি পছন্দের পোশাকের দফারফা? একেবারেই নয়, ঘরোয়া কয়েকটি উপায়েই জামা থেকে তেলের দাগ তোলা সম্ভব।
যেভাবে জামা থেকে তেলের দাগ তুলবেন:
কাপড়ের দাগ লাগা অংশে তরল সাবান মাখিয়ে নিন। তারপর একটি বাটিতে পানি নিন। ওই পানিতে কাপড়ের দাগ লাগা অংশ ডুবিয়ে ডুবিয়ে ধুয়ে নিন। আবারও ওই জায়গায় আঙুল দিয়ে সাবান মাখান। একই ভাবে বাটিতে ধুয়ে নিন। এভাবে কয়েকবার ধুয়ে নিলেই দাগ উঠে যাবে।
দাগ পুরোপুরি উঠে গেলে পুরো কাপড় ভালো করে পানি দিয়ে ধুয়ে শুকাতে দিন। তবে দাগ না উঠলে পুরো কাপড় ধুবেন না। কারণ তেলের দাগটা পাকাপাকিভাবে পোশাকের রঙে বসে যেতে পারে।
যদি দাগ সহজে না উঠতে চায়, তাহলে ওই দাগ লাগা জায়গায় আবার কিছুটা তরল সাবান মাখান। তার উপর সামান্য হাইড্রোজেন পেরোক্সাইড ও বেকিং সোডা মাখিয়ে নিন। তারপর একটি দাঁত মাজার ব্রাশ দিয়ে দাগ লাগা জায়গাটি ঘষতে থাকুন। এভাবে ঘষলে ধীরে ধীরে দাগ উঠে যাবে।
এসএন