খুশকি দূর করার ঘরোয়া উপায়
মধ্য বয়সে পৌঁছেছে পৌষ। প্রকৃতিতে শীতের দৌরাত্ম শুরু হয়েছে। শীত আসতেই চুল হয়ে পড়ে রুক্ষ। এর পাশাপাশি চুলে দেখা দেয় খুশকি। খুশকির প্রভাবে দেখা দিতে পারে নানা চর্মরোগের। মাথায় প্রচণ্ড চুলকানি ছাড়াও পড়তে পারে চুল। যে কারণেই খুশকি হোক না কেন, প্রথমে সেটা দূর করতে হবে। তবে খুশকি যাতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকাটা সবচেয়ে ভালো।
তবে খুশকি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ঘরোয়া উপায়েই দ্রুত খুশকির সমস্যা দূর করতে পারবেন।
খুশকি দূর করতে যা করবেন :
• নারকেল তেলের সঙ্গে একটু টকদই ও লেবু মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি মাথার খুলিতে ব্যবহার করুন। ১৫-২০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একদিন হলেও এ মিশ্রণ ব্যবহার করুন।
• ডিমের হলুদ অংশ দ্রুত মাথার খুশকি দূর করতে পারে। এজন্য ডিমের হলুদ অংশ ভালো করে ফেটিয়ে ব্যবহার করুন। দুদিন অন্তর এ উপায় অনুসরণ করলে দ্রুত খুশকি দূর হবে।
• বেকিং সোডা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। ঠিক যেমন খুশকির সমস্যারও সমাধান করে বেকিং সোডা। বেকিং সোডা স্বাভাবিক প্রক্রিয়ায় খুশকি তাড়ায়। এর কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া নেই।
• মাউথওয়াশ দিয়েও খুশকি দূর করতে পারেন। এজন্য এক ভাগ মাউথওয়াশের সঙ্গে ৯ ভাগ পানি মিশিয়ে নিন। শ্যাম্পুর পরে এ মিশ্রণ চুলের গোড়ায় ঢেলে দিন। এরপর আর মাথায় পানি ঢালবেন না। দেখবেন ধীরে ধীরে খুশকি দূর হবে।
এসএন