আমার রঙিন ভুবন
আর্ট কম্পিটিশনের মাধ্যমে ক্ষুদে আঁকিয়েদের অনুপ্রাণিত করে চলেছে বার্জার। বার্জার বাংলাদেশের বার্জার আটিস্টা পণ্যটির ব্যানারে মহান মুক্তিযুদ্ধের স্মরণে ক্ষুদে আঁকিয়েদের জন্য একটি শিল্পকর্ম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এই বিষয়ে বাজার পেইন্টস বাংলাদেশের মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার এ. কে এম. সাদেক নাওয়াজ বলেছেন, ‘আমাদের বার্জারের বাংলাদেশ তৈরি করা প্রথম অ্যাক্রিলিক পেইন্ট হলো বার্জার আটিস্টা। এখানে বিভিন্ন শেডের অ্যাক্রিলিক রং আছে। বাংলাদেশের প্রথম বার্জারের রং বার্জার আটিস্টার মাধ্যমে করা এই শিল্পকর্ম প্রদশনীটি বাংলাদেশের ছোট্ট শিল্পীদের জন্য বিশেষ ও নতুন সুযোগের জন্ম দেবে। তারা এর মাধ্যমে শিখে স্থানীয় সমাজ, সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরতে পারবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এই শিল্পকর্ম আঁকার আয়োজনে এসেছে সেরা ৫০ জন। মোট ৪শ ৯৩টি ছবি জমা পড়েছে এই প্রতিযোগিতাতে এর আগে।
অংশগ্রহণকারীরা ছিল ১০ বছরের নীচে ও ১০ থেকে ১৫ বছরের মোট দুটি বিভাগে। পরিচালনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইনটিংস বিভাগের প্রভাষক বিশ্বজিৎ গোস্বামী। তারা ছবি নিয়ে আলোচনা, ছবি আঁকার প্রশিক্ষণ ও আঁকার আয়োজনে অংশ নেয়।
তারা আমার রঙিন ভুবন থিমে ছবি আঁকে। এরপর অংশগ্রহণের সনদ ও এক বাক্স করে বার্জার আটিস্টা উপহার দেওয়া হয় ৫০ জনকে।
ওএস।