চুলের ময়লা দূর করতে পারেন...
শুকনো চুলে ময়লা জমে। আরো আছে খুশকির সাধারণ সমস্যা। সেগুলোর সমাধানে ভারতের জন পাল মিশেল সিস্টেমসের প্রশিক্ষক জগদীশ পাল ও নোয়া’র পরিচালক সাম্মে দত্তর সমাধান। এগুলো আপনার ভয়গুলোকে কাটিয়ে দেবে ও অনুসরণ করতে শেখাবে আপনার চুলগুলোকে সুন্দর কীভাবে করবেন-তাও
একটি গরম তেলের ম্যাসেজ চুলে : সপ্তাহে একবার নারকেল তেল চুলায় কুসুম গরম করে নিন। কেউ চাইলে বাদাম গুড়ো করে গরম করে নিতে পারেন পানিতে মিশিয়ে। এরপর মিশিয়ে নিন ভালো করে মাথায়। চুলের গোড়াতে যেন তেল পৌছায় খেয়াল রাখতে হবে। ধীরে, ধীরে তেলকে মেশাতে হবে চুলের সবখানে, সব চুলে। তেল বসে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে আপনার মাথাটি শ্বাস নিতে পারবে। কেবল তাই নয়, আপনাকে শুকনো চুল, খুশকির বিভিন্ন স্তরে ভর্তি মাথাকে বাঁচাবে। মাথার ভেতরে রক্তের প্রভাব বাড়াবে, স্বাভাবিক করে তুলবে।
নিয়মিত চুল ছাঁটা : নিয়মিত ভালোভাবে চুল কাটলে যেকোনো আবহাওয়াতেই নয়, শুকনো, ভেজা, খুশকিযুক্ত চুলের রাশি মুক্ত থাকে মাথা। এমনকি মাথার চুলগুলোকে আগা মরে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে মানুষের যেকোনো বয়সের নারী বা পুরুষের মাথায় চুল ধরে রাখে নাপিতের কেঁচির নীচে মাথা পেতে দেওয়ার কাজটি। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ মুসলমান দেশের মেয়েদের এই চল না থাকলেও পুরুষের জন্য এর কোনো বিকল্প নেই। সবচেয়ে সহজ ও ভালো সমাধান কিশোর-তরুণদের জন্য।
কন্ডিশনার ব্যবহার : একটি ভালো কন্ডিশনার ব্যবহার করতে হয় শ্যাম্পু করার জন্য। তবে বাংলাদেশের মেয়েদের শ্যাম্পু ব্যবহারের পর কন্ডিশনার ব্যবহারের চল নেই। তবে শ্যাম্পু করা চুল বাঁচানোর অন্যতম উপায়। চুলকে ভালো রাখার জন্য, মাথাকে খুশকি মুক্ত রাখার জন্য দোকানের এই পণ্যগুলো খুব ভালো ও কার্যকরী। আর এই বিশেষজ্ঞরা বলেছেন, চুলকে শুকনো হয়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য ম্যাজিকের মতো কাজ করে ভালো কন্ডিশনার।
মাথার বন্ধনী ব্যবহার : চুলে ময়লা জমা, তাকে বাঁচানোর জন্য পরিবেশের বিভিন্ন উপাদান, যেগুলো বাতাসে ওড়ে-মাথা রক্ষা পেতে নানা ধরণের বন্ধনীর ব্যবহার করা যেতে পারে। মুসলমান মেয়েরা হিজাব বা বোরকা ব্যবহার করেন বহুলভাবে। স্কার্ফ পরেন পশ্চিমের নারীরা। মঙ্গেলিয়া, উজবেকিস্তান ইত্যাদি দেশে স্কার্ফের আলাদা ও বহুল চল আছে। হুডি, মাথা ঢাকা কোট পরার ব্যবহারও অনেক। ফ্যাশনে আরো কত কী যে আছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মেয়েদের মধ্যে ওড়নার ব্যাপক চল আছে।
ছবি : একজন রাশান অনিন্দ্য সুন্দরী মাথায় বেঁধেছেন রঙিন স্কার্ফ।
ওএস।