মুরাদের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
ছবি : সংগৃহীত
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের এমপি পদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের হয়েছে। এতে তার কর্মকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তও চাওয়া হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে আইনজীবী জানান।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি সম্পর্কে অশালীন মন্তব্য, চিত্রনায়িকা মাহিকে অনৈতিক চাপ ও কুরুচিপূর্ণ ফোনালাপ ফাঁস হওয়ার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। রাতে সেটি গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একই দিনে জামালপুর জেলা আওয়ামী লীগের জরুরি সভায় শাখার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলের শীর্ষ নেতারা। এ প্রেক্ষিতে সংসদ সদস্যের পদও হারাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে এমপি পদও হারাতে পারেন মুরাদ এ রকম একটি রিপোর্ট গতকাল প্রকাশ করেছে ঢাকাপ্রকাশ।
এপি/টিটি