৬ মাসের জামিন পেলেন রানা প্লাজার মালিক
ছবি: সংগৃহীত
সাভারে আলোচিত রানা প্লাজা ভবনের মালিক সোহেল রানাকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (১ অক্টােবর) বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি তার স্থায়ী জামিনের ব্যাপারেও রুলও জারি করা হয়েছে।
আদালতে সোহেল রানার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাজ্জাতুল হায়দার চৌধুরী। রাষ্ট্রপক্ষের শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ রানা।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা সোহেল রানার জামিন নামঞ্জুরে আদালতে শুনানি করেছি। মামলায় সাক্ষ্য চলছে। এ আসামির বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রয়েছে। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। এখন হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আপিল করবো।
২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা রানা প্লাজা ধসের ঘটনা। এ ঘটনায় প্রায় ১৩শ জনের মৃত্যু হয়। যাদের প্রায় সবাই ছিলেন পোশাক শ্রমিক। পঙ্গুত্ব বরণ করেন অনেকে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি ভবনের মালিক সোহেল রানা।