দুই বেঞ্চে চলবে আপিল বিভাগের বিচারকাজ
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য দুইটি বেঞ্চ গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আগামীকাল রবিবারের কার্যতালিকায় এই দুইটি বেঞ্চের উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে কোর্ট নং-১ এর নেতৃত্বে আছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আর কোর্ট নং-২ এর নেতৃত্বে আছেন বিচারপতি মো. নূরুজ্জামান।
এর মধ্য দিয়ে বিচারকাজ পরিচালনায় দীর্ঘ দিন পর দুইটি বেঞ্চ পেল সর্বোচ্চ আদালত। সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ পাওয়ার পর এক মাসের মধ্যে এই পরিবর্তন আসলো।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ আপিল বিভাগে বর্তমানে বিচারপতি আছেন ৭ জন। অন্য ৬ বিচারপতি হলেন বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।
তাদের মধ্যে বিচারপতি মোহাম্মদ ইমান আলী দীর্ঘ দিন ধরে ছুটিতে আছেন। তিনি ছাড়া প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতি নাম আছে কোর্ট নং-১ এ। আর বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে কোর্ট নং-২ এ আছেন বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।
ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের আগামীকাল রবিবারের কার্যতালিকায় দেখা যায়, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে কোর্ট নং-১ এর কার্যতালিকায় ৬৩৯টি মামলা রয়েছে। আর কোর্ট নং-২ এর কার্যতালিকায় রয়েছে ৫০টি মামলা।
এমএ/এমএমএ/