বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই শোভাযাত্রা ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নামে পরিচিত হবে। শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
চারুকলার ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ জানান, বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষে আয়োজিত এই শোভাযাত্রার নাম বদলানোর সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, “শোভাযাত্রার নতুন নাম হবে—বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।”

নাম পরিবর্তন নিয়ে নানা আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরে। রাজনৈতিক ও অরাজনৈতিক অনেক সংগঠন শুরু থেকেই ‘মঙ্গল’ শব্দটি বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছিল। সম্প্রতি বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছিলেন, “শোভাযাত্রার নামকরণে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়।”
পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দীন আহমদসহ কেন্দ্রীয় সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, অন্যান্য বছরের তুলনায় এবারের শোভাযাত্রা হবে আরও বৃহৎ, বর্ণাঢ্য, সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক। এতে দেশের বিভিন্ন জাতিসত্তা ও সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকবে। বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান”।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে ১৯৮৯ সালে শুরু হওয়া এই শোভাযাত্রা ২০১৬ সালে ইউনেস্কোর ‘মানবতার গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য’-এর তালিকায় স্থান পায়। প্রতিবছর এই শোভাযাত্রায় রঙিন মুখোশ, প্রতীকী প্রাণী ও শিল্পকর্ম বহন করে সর্বস্তরের মানুষ অংশ নেন।
এবারের বর্ষবরণ উপলক্ষে আগামী রোববার (১৩ এপ্রিল) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চারুকলার বকুলতলায় আয়োজন করা হবে চৈত্রসংক্রান্তির নানা অনুষ্ঠানও।