গাইবান্ধা-৫ আসনে ইউএনও-ওসিকে সরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
ছবি সংগৃহিত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের নির্বাচনের দায়িত্ব থেকে সাঘাটার ইউএনও এবং ওসিকে সরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৩ জানুয়ারি) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন আদালতের আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে ওই আসনে নির্বাচনে দায়িত্ব পালনে কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ এনে রিট করেন স্বতন্ত্রপ্রার্থী ফারজানা বুবলী। ফারজানা বুবলী সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বাী মিয়ার মেয়ে।
গাইবান্ধা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।