নিম্ন আদালত: ৮ বিভাগ মনিটরিংয়ে ৮ বিচারপতি
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নিম্ন আদালতের কার্যক্রম মনিটরিংয়ে আট বিভাগের জন্য আটজন বিচারপতিকে দায়িত্ব দিয়ে আলাদা আলাদা কমিটি গঠন করে দিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই কমিটিগুলোর নেতৃত্বে ঢাকা বিভাগে বিচারপতি মোস্তফা জামান ইসলাম, খুলনা বিভাগে বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বরিশাল বিভাগে বিচারপতি জাফর আহমেদ, চট্রগ্রাম বিভাগে বিচারপতি কামরুল হোসেন মোল্লা, সিলেট বিভাগে বিচারপতি এস এম কুদ্দুস জামান, রংপুর বিভাগে বিচারপতি শাহেদ নূরউদ্দিন, ময়মনসিংহ বিভাগে বিচারপতি মো. জাকির হোসেন ও রাজশাহী বিভাগে বিচারপতি আখতারুজ্জামান থাকবেন।
এসব কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবেন ঢাকা বিভাগে ডেপুটি রেজিস্ট্রার আব্দুছ সালাম, খুলনা বিভাগে সহকারী রেজিস্ট্রার সানজিদা সরওয়ার, বরিশাল বিভাগে সহকারী রেজিস্ট্রার সুলতান সোহাগ উদ্দিন, চট্টগ্রাম বিভাগে সহকারী রেজিস্ট্রার মিটফুল ইসলাম, সিলেট বিভাগে সহকারী রেজিস্ট্রার হারুন রেজা, রংপুর বিভাগে রেজিস্ট্রার জেনারেলের একান্ত সচিব জীবরুল হাসান, ময়মনসিংহ বিভাগে সহকারী রেজিস্ট্রার হায়দার আলী, রাজশাহী বিভাগে সহকারী রেজিস্ট্রার ওমর হায়দার।
প্রসঙ্গত সদ্য নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে প্রথা অনুযায়ী অ্যাটর্নি জেনারেলের দপ্তর ও সুপ্রিম কোর্ট বার সমিতি থেকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। প্রধান বিচারপতির এজলাসে সম্প্রতি ওই সংবর্ধনা নিয়ে দেওয়া বক্তব্যে তিনি দেশের নিম্ন আদালতের কার্যক্রম মনিটরিং করতে আট বিভাগের জন্য আটজন বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করে দেবেন বলেছিলেন। এর এক মাসেরও কম সময়ের মধ্যে কমিটি গঠন করে দিলেন প্রধান বিচারপতি।
এমএ/এএস