বিএনপির ২৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের নান্দাইলে বিএনপির ২৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির মিছিলে পুলিশের বাধার পর পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় মামলাটি করা হয়। মামলায় ১১৫ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
নান্দাইল থানার উপ-পরিদর্শক রুবেল মিয়া বাদী হয়ে ওইদিন রাতেই মামলাটি করেন। দলীয় সূত্রে জানা গেছে, আসামিরা সবাই উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সংগঠনের নেতাকর্মী ও সমর্থক।
গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির কয়েকশ’ নেতাকর্মী মোয়াজ্জেমপুরে জড়ো হন। এরপর তারা চলমান হরতাল অবরোধের সমর্থনে একটি মিছিল নিয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উঠার চেষ্টা করে। সেখানে আগে থেকেই অবস্থান করা পুলিশ সদস্যরা মিছিলে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংর্ঘষের ঘটনা ঘটে। পুলিশ বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে দুই পুলিশ সদস্য আহত এবং টিয়ার শেল ও রাবার বুলেটের স্প্রিন্টার বিদ্ধ হয়ে ৩০ নেতাকর্মী আহত হন। তবে বিএনপির নেতাকর্মীদের দাবি এ ঘটনায় তাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) ওবায়দুর রহমান।