ইভ্যালির সম্পত্তি স্বনামধন্য ফার্ম দিয়ে অডিট করতে নির্দেশ

দেশের যেকোনো স্বনামধন্য অডিট ফার্ম দিয়ে ইভ্যালির সম্পত্তি অডিট করাতে পারবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ইভ্যালি পরিচালনায় গঠিত বোর্ডকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
বোর্ডের পক্ষে শুনানি করেন আইনজীবী মোরশেদ আহমেদ খান। আর রিটের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মাহসিব হোসাইন।
তারা জানান, আজকে আদালতে দুটি আবেদন উপস্থাপন করা হয়। এর মধ্যে একজন গ্রাহক ইভ্যালির প্রডাক্টের পেমেন্ট না পাওয়াতে এই মামলায় পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন করেন। কোর্ট তার আবেদনটি নথিভুক্ত করেছে। আরেকটি আবেদন করা হয় ইভ্যালির বোর্ডের পক্ষ থেকে।
২০২১ সালের ১৮ অক্টোবর কোর্টের একটি আদেশ দিয়েছিল ইভ্যালিকে অডিট করবে কেপিএমজি নামে একটি কোম্পানি।
এই কোম্পানি অডিট করার জন্য ইভ্যালির কাছে ৮৬ লাখ টাকা চায়। এই অ্যামাউন্ট তারা কমাতে চায়নি। এ কারণে ইভ্যালির বোর্ড আদালতের কাছে আবেদন করে যেন অন্য কোনো অডিট ফার্মকে দিয়ে ইভ্যালির অডিট করানো যায়। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত আদেশ দিয়েছেন দেশের যেকোনো স্বনামধন্য অডিট ফার্মকে দিয়ে ইভ্যালির বোর্ড তাদের সম্পত্তির অডিট করতে পারবেন।
এমএ/এমএমএ/
