দুই শিশু আপাতত থাকবে জাপানি মায়ের কাছে
আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জাপানি নাগরিক মা নাকানো এরিকোর কাছে থাকবে দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা। তবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯ টার মধ্যে যে কোনো সময় শিশুদের সঙ্গে তাদের বাবা বাংলাদেশি নাগরিক ইমরান শরীফ দেখা করতে পারবেন।
আজ রবিবার আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বে আপিল বেঞ্চ এই মামলার পরবর্তী আদেশের দিন ৬ ফেব্রুয়ারি ধার্য করেছেন।
শিশুদের মায়ের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি ও আহসানুল করিম। তাদের সহযোগিতা করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আর তাদের বাবা ইমরান শরীফের পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল ও আইনজীবী ফাওজিয়া করিম। তাদের সহযোগিতা করেন আইনজীবী মারুফুল ইসলাম।
শুনানিতে সর্বোচ্চ আদালত বলে, প্রধান বিচারপতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। প্রধান বিচারপতিকে নিয়ে আমরা এই মামলা শুনবো। পরে আদালত শুনানির জন্য ৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের ১৫ ডিসেম্বর ও ৩ জানুয়ারি আপিল বিভাগ দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা, তাদের মা নাকানো এরিকোর সঙ্গে থাকবে বলে আদেশ দেন। তখন থেকে আজ ২৩ জানুয়ারি পর্যন্ত একই আদেশ বহাল ছিল। ওই সময় তাদের বাবা ইমারান শরীফ প্রতিদিন সকাল ৯ থেকে রাত ৯টার মধ্যে যেকোনো সময় শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন বলে আদেশে দেন আদালত। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ ওই আদেশ দেন।
গত ৫ ডিসেম্বর দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিজের জিম্মায় নিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জাপানি মা নাকানো এরিকো।
এর আগে ২০২১ সালের ২১ নভেম্বর দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দেয় হাইকোর্ট।
এমএ/কেএফ/