মামলা শেষ হলে তো আদালতেরই দরকার হবে না: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, আদালতে মামলা থাকবে কিন্তু জট যেন না হয়। মামলার জট আমাদের চিন্তিত করছে। তাছাড়া বিচার প্রার্থীরা যদি দীর্ঘদিনেও বিচার না পায়, তাহলে এক সময় আদালতের প্রতি তারা বিশ্বাস হারাতে পারে। মামলা যেন একটা সহনীয় পর্যায়ে থাকে তার জন্য বিচারকরা চেষ্টা করে যাচ্ছেন। এ লক্ষ্যে বিচারপ্রার্থীসহ সবার সহযোগিতা কামনা করছি।
বুধবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ‘ন্যায় কুঞ্জ’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, পুরোনো বা বর্তমান মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা যায় এ জন্য ২০২২ সাল থেকে আমাদের বিচারকগণ অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। এ কারণে বর্তমানে যতগুলো মামলা ফাইল হয়েছে তার চেয়ে বেশি নিষ্পত্তি হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে আমরা একটা সহনীয় পর্যায়ে থাকব।
তিনি আরও বলেন, মামলা তো শেষ হবে না। আর মামলা শেষ হলে তো আদালতেরই দরকার হবে না। তাই আমরা বলছি মামলা থাকবে কিন্তু জট যেন না হয়। এ জন্য আইনজীবী, আইনজীবীর সহকারী এবং বিচার প্রার্থীদের আদালতকে সাহায্য করতে হবে।
এসময় টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মাহবুবুর রহমান, টাঙ্গাইলের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান, জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ বিচার বিভাগের কর্মকর্তা ও জেলা অ্যাডভোকেট বার সমিতির নেতাসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
/এএস
