ব্লগার নাজিম হত্যা
মেজর জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এ আদেশ দেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান।
ব্লগার নাজিমুদ্দিন সামাদ হত্যা মামলায় আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান জিয়াউল হক জিয়ার বিরুদ্ধে দায়ের করা এই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন আদালত। ট্রাইব্যুনালে এসব তথ্য জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম ছারোয়ার খান জাকির।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অপর চার আসামি হলেন- আকরাম হোসেন, মো. ওয়ালিউল্লাহ ওরফে ওলি ওরফে তাহেব ওরফে তাহসিন, সাব্বিরুল হক চৌধুরী ওরফে আকাশ ওরফে কনিক ও মাওলানা জুনেদ আহাম্মেদ ওরফে সাব্বির ওরফে তাহের।
আইনজীবী বলেন, গত ১৭ জানুয়ারি ওই মামলায় অভিযোগপত্র গ্রহণের তারিখ ধার্য ছিল। ওই দিন আদালত ৯ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে। পলাতক থাকায় জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার বাকি চার আসামি হলেন- রশিদুন নবী ভূইয়া ওরফে টিপু ওরফে রাসেল ওরফে রফিক ওরফে রায়হান, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, মো. আরাফাত রহমান ও মো. শেখ আব্দুল্লাহ।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৬ এপ্রিল রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শেষে পুরান ঢাকার গেন্ডারিয়ায় মেসে ফেরার পথে লক্ষ্মীবাজারের একরামপুর মোড়ে ব্লগার নাজিমুদ্দিনকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করে জঙ্গিরা। এ ঘটনার পরদিন বাদী হয়ে মামলা দায়ের করেন সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম।
এমএ/এসআইএইচ