ডয়চে ভেলে সাক্ষাৎকার দেওয়া নাফিজ কারাগারে
জার্মানিভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের বিশেষ তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মোহাম্মদ আলমকে রাজধানীর ভাটারা থানার মাদক মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রবিবার (৯ এপ্রিল) রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে নাফিজকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে এ মামলা করা হয়।
মামলার বিবরণীতে বলা হয়, নাফিজের বাসায় ২৬ বোতল বিদেশি মদ এবং ৩২ ক্যান কোলার পাওয়া গেছে। যার বাজারমূল্য ১৬ হাজার টাকা। এ ছাড়া তার ল্যাপটপ, আইফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন নাফিজকে আদালতে হাজির করেন। পরে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মাহমুদুল হাসান নাফিজের জামিন আবেদন করেন। শুনানি শেষে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
এর আগে ২০২১ সালের ৫ নভেম্বর এক বন্ধুসহ নাফিজকে গ্রেপ্তার করে র্যাব। সে সময় তার কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য, পর্নোগ্রাফি ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা করা হয়।
সম্প্রতি ডয়েচে ভেলের তথ্যচিত্রে সাক্ষাৎকার দেন নাফিজ। তিনি অভিযোগ করেন, তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর র্যাব-১ এর দপ্তরে নির্যাতন করা হয়।
ওই তথ্যচিত্র প্রকাশের এক সপ্তাহ পর নাফিজের বাসায় অভিযান চালায় পুলিশ। এদিন সকালে পুলিশ জানায়, পুরোনো এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আহাদ বলেন, নাফিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কেএম/এমএমএ/