মির্জা আব্বাস ও তার স্ত্রী মানিলন্ডারিং মামলায় জামিন পেলেন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মানিলন্ডারিং আইনে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস জামিন পেয়েছেন।
দুদকের অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আসাদুজ্জামান মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৬–এ বদলিরও আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৫ মার্চ) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আসাদুজ্জামান এ আদেশ দেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী।
একইসঙ্গে তাদের বিরুদ্ধে দেওয়া দুদকের অভিযোগপত্র আমলে নিয়েছেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আসাদুজ্জামান। পাশাপাশি মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৬–এ বদলির আদেশ দিয়েছেন আদালত।
গত বছরের ২৭ ডিসেম্বর, অবৈধ সম্পদ অর্জনের মামলায় মির্জা আব্বাস, তার স্ত্রী আফরোজা আব্বাসসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।
দুদকের দেওয়া অভিযোগপত্রে বলা হয়, আফরোজা আব্বাসের নামে ২০ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ৮২৮ টাকার যে সম্পদ দেখানো হয়েছে, প্রকৃতপক্ষে এ সম্পদ তিনি স্বামী মির্জা আব্বাস উদ্দিন আহমেদের সহায়তায় অর্জন করেছেন।
আফরোজা আব্বাস একজন গৃহিণী, সে হিসাবে ওই সম্পদ অবৈধ উৎসের আয় থেকে অর্জিত বলে প্রমাণ পেয়েছে দুদক। মির্জা আব্বাস ঢাকা সিটি করপোরেশনের মেয়র এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ছিলেন। তিনি মেয়র ও মন্ত্রী হওয়ার সুবাদে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়ে ২০০৭ সালের ১৬ আগস্ট পর্যন্ত আফরোজা আব্বাসের নামে ওই পরিমাণ টাকার সম্পদ অর্জন করেছেন।
এমএমএ/
