দুদকের মামলায় কলেজ শিক্ষিকা কারাগারে
কুষ্টিয়ায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় জামিন নিতে আসা এক শিক্ষিকাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৭ জানুয়ারি) বিকালে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় কুষ্টিয়া পৌরসভার সাবেক প্রকৌশলী রবিউল ইসলামের স্ত্রী কলেজ শিক্ষিকা কামরুন্নাহার আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন।
গত বছর ২৭ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার উপসহকারী পরিচালক নীল কমল পাল বাদী হয়ে এই মর্মে অভিযোগ দায়ের করেন যে, ১৯৯৪ সালের ১ অক্টোবর থেকে ২০১৯ সালের ২ ডিসেম্বর সময়কালে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ও তার স্ত্রী কামরুন্নাহার ৫২ লাখ ১৬ হাজার ৫৭৩ টাকার সম্পদ অর্জন করেছেন। সেই সঙ্গে অবৈধ পন্থায় অর্জিত সম্পদ বিভিন্ন জনের কাছে হস্তান্তর করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতের আদেশ অনুযায়ী আসামিদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করার কথা ছিল। তবে আদালত জামিন আবেদন শুনানি শেষেকামরুন্নাহারের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।