নাশকতার মামলায় হাজিরা দিতে আদালতে ইশরাক

মতিঝিল থানায় করা নাশকতার মামলায় হাজিরা দিতে আদালতে এসেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও দক্ষিণ সিটি করপোরেশন বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
সোমবার (৬ মার্চ) সকালে সিএমএম কোর্টে হাজির হন তিনি।
ইশরাক হোসেনের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ২০২০ সালে করা মতিঝিল থানার নাশকতার মামলায় তিনি হাজিরা দিতে কোর্টে উপস্থিত হয়েছেন। এই মামলায় জামিনে রয়েছেন তিনি। এজন্য নিয়মিত হাজিরার অংশ হিসেবেই আজ আদালতে হাজির হয়েছেন বিএনপির এই নেতা।
মামলার এজাহারের বক্তব্য অনুযায়ী, ২০২০ সালের ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের বিপরীত পাশে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পুড়িয়ে হত্যার উদ্দেশে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ইশরাকসহ ৪২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় নাশকতার মামলা করে পুলিশ। মামলাটির তদন্ত চলছে।
উল্লেখ্য, এই মামলায় ২০২২ সালের ৬ এপ্রিল তিনি একবার গ্রেপ্তারও হয়েছিলেন। পরবর্তীতে একই বছরের ৫ ডিসেম্বর আবারো তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বর্তমানে এই মামলায় জামিনে আছেন ইশরাক।
কেএম/আরএ/
