টিএইচ খানের সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
দেশের সর্বজ্যেষ্ঠ আইনজীবী তোফাজ্জল হোসেন (টিএইচ) খানের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগে বিচারকাজ বন্ধ রয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ এই সিদ্ধান্ত নেন।
সাবেক বিচারপতি, দেশের আইনজীবীদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতির মৃত্যুতে শ্রদ্ধা জানানোর বিষয়টি আজ সোমবার (১৭ জানুয়ারি) সকালে আপিল বেঞ্চে বসলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী ও আইনজীবী সমিতির বর্তমান সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজল দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘আমরা এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে, সিনিয়র আইনজীবী টিএইচ খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সোমবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগ (আপিল ও হাইকোর্ট) পরিচালনা করা হবে না।’
গতকাল (১৬ জানুয়ারি) বিকাল ৫টায় বার্ধক্যজনিত নানা জটিলতা ও নিউমোনিয়া নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান টিএইচ খান। সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য এই আইনজীবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
এমএ/এসএ/