রাষ্ট্রপতির ছেলের ড্রাইভারকে মারধর, তদন্ত প্রতিবেদন ২৮ জুলাই

রাষ্ট্রপতির ছেলের গাড়ির চালককে মারধরের অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৮ জুলাই দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২৮ জুন) মামলার এজাহার গ্রহণ শেষে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম। এর আগে এ ঘটনায় সোমবার (২৭ জুন) সন্ধ্যায় ওয়ারী থানায় অভিযুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী কৌশিক সহ কয়েকজনকে অজ্ঞাত করেন মামলা দায়ের করেন ভুক্তভোগী ড্রাইভার নজরুল ইসলাম।
জানা যায়, মারধরের শিকার সেই ব্যাক্তি রাষ্ট্রপতির ছেলে রিয়াদ আহমেদ তুষারের গাড়ির ড্রাইভার। রেবিবার ওয়ারীতে অবস্থিত জবির শহীদ সৈয়দ নজরুল ইসলাম হলের কাছে ড্রাইভার অভিযুক্তকে সাইড দিতে বললে ঘটনার সূত্রপাত হয়। অভিযুক্ত শিক্ষার্থী ড্রাইভারকে থুথু নিক্ষেপ করেন ও মারধর করেন। পরে সৈয়দ নজরুল ইসলাম হলে ধরে নিয়ে যেয়ে কয়েকজন মিলে তাকে আরেকদফা মারধর করেন।
অভিযুক্ত কৌশিক বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্যানেলের কর্মী। তার ফেসবুক বায়োডাটায়ও নিজেকে শাখা ছাত্রলীগের কর্মী হিসেবে উল্লেখ করেছেন। ফেসবুক ওয়ালে সাধারণ সম্পাদক এস.এম.আক্তার হোসেনের সাথে তার ছবি ছাড়াও নিয়মিত ছাত্রলীগ কেন্দ্রীক পোস্ট শেয়ার করতে দেখা যায়। শাখা ছাত্রলীগের একাধিক দায়িত্বশীল নেতাও তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে অভিযুক্ত কৌশিক সরকার সাম্য সাংবাদিককে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার হয়েছিলেন।
এএজেড
