জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে কি না জানতে চান হাইকোর্ট

ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) জরিমানা করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে কি না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২০ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
তিনি জানান, ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত শরীয়তপুরে ৭৫৪টি জাল চালান তৈরি করে ভ্রাম্যমাণ আদালতের ১ কোটির বেশি টাকা আত্মসাতের ঘটনায় বিচারিক আদালতের পেশকার ইমামউদ্দিনের ২৩ বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট।
মামলার অপর আসামি পেশকার কমলা আক্তারকে আট বছরের সাজা থেকে খালাস দিয়েছেন আদালত। আদেশে জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে ঠিক মতো জমা হচ্ছে কি না তা তদারকি করতে জেলা প্রশাসক (ডিসি) ও সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়েছেন হাইকোর্ট।
এমএ/এমএমএ/
