‘আমি ধর্ষণের শিকার, বিচার চাই’, হাইকোর্টের ডায়াসে দাঁড়িয়ে এক কিশোরী

নীলফামারীর এক কিশোরী নিজের মাকে সঙ্গে নিয়ে বুধবার (১৫ জুন) এসে দাঁড়িয়ে ছিলেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চের ডায়াসে। বেঞ্চের বিচারকরা এজলাসে ওঠার পর আদালতকে কিশোরী বলেন, আমি ধর্ষণের শিকার। আমরা গরিব মানুষ। আমাদের টাকা-পয়সা নাই। আমি বিচার চাই।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নুর উদদীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই ঘটনা ঘটে।
কথা শুনে আদালত কিশোরীর কাছে তার এবং তার সঙ্গে থাকা নারীর পরিচয় জানতে চায়। জবাবে কিশোরী নিজের ও মায়ের পরিচয় দিয়ে বলেন, আমি...। আমার বয়স ১৫ বছর। ওনি (সঙ্গে থাকা নারী) আমার মা। আমি ধর্ষণের শিকার। একজন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্য আমাকে ধর্ষণ করেছেন। কিন্তু নীলফামারীর আদালত তাকে খালাস দিয়ে দিয়েছে। আমরা গরিব মানুষ, আমাদের টাকা-পয়সা নাই। আমরা আপনাদের কাছে বিচার চাই।
এ পর্যায়ে আদালত কিশোরীর কাছে জানতে চায় অভিযোগ বিষয়ে তার কাছে কোনো কাগজপত্র আছে কি না? জবাবে কিশোরী মামলার কাগজ আছে জানালে আদালত উপস্থিত আইনজীবীদের মধ্যে লিগ্যাল এইডের কোনো আইনজীবী আছেন কি না, জানতে চান। এসময় একজন আইনজীবী দাঁড়িয়ে আদালতকে সাড়া দেন। তখন আদালত ওই আইনজীবীকে ভুক্তভোগী কিশোরীর অভিযোগ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে নিতে নির্দেশ দেয় এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে এবং জরুরি ভিত্তিতে দেখতে বলে।
এমএ/
