বাবুল চিশতীদের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক

সাবেক ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) ৬৯ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৪ জুন) দুদক এই অভিযোগপত্রের অনুমোদন দেয়।
সংস্থার তদন্ত কর্মকর্তা ও কমিশনের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক আদালতে এই অভিযোগপত্র দাখিল করবেন।
বাবুল চিশতীসহ অন্য আসামিদের বিরুদ্ধে ঢাকার গুলশান থানায় মামলাটি দায়ের করা হয়েছিল ২০১৯ সালের ২৯ এপ্রিল। অভিযোগপত্রে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশে বিশ্বাস ভঙ্গ করে ঋণের নামে ব্যাংকিং নিয়মনীতির তোয়াক্তা না করে বন্ধকি সম্পত্তির অতিমূল্যায়ন দেখিয়ে নিজ পদের অবৈধ প্রভাব খাটিয়ে ব্যাংকের ওই পরিমাণ অর্থ আত্মসাত করা হয়।
ব্যাংকের টাকা আত্মসাতের সময় টাকার পরিমাণ ছিল ৫৮ কোটি টাকা। ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত স্থিতি হয় ৬৯ কোটি ৫৮ লাখ টাকা। আত্মসাৎকৃত টাকা স্থানান্তর, রূপান্তর ও লেয়ারিং করা হয় যা মানি লন্ডারিং অপরাধ।
অভিযোগপত্রে নাম থাকা অন্য আসামিরা হলেন-মেসার্স রোজবার্গ অটো রাইস মিলসের ব্যবস্থাপনা পরিচালক মো. হযরত আলী, একই প্রতিষ্ঠানের পরিচালক মো. দেলোয়ার হোসেন, সাবেক ফারমার্স ব্যাংক সাবেক নির্বাহী কর্মকর্তা ও ব্যাংকের শেরপুর জেলা শাখা প্রধান উত্তম বড়ুয়া, ব্যাংকের সাবেক ডিএমডি এ কে এম এম শামীম ও সিটি সার্ভে লিমিটেডের এমডি মো. খায়রুল আলম।
এমএ/এমএমএ/
