সেই বিচারকের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিচারক মোতাহার হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহম্মদ কমিশন আইনের ২৭ (১) ধারায় এ মামলা করেন।
রবিবার (১২ জুন) দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং) এ এস এম সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৭ নভেম্বর অবৈধভাবে বিদেশে অর্থ পাচার সংক্রান্ত দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছিলেন মোতাহার হোসেন। পরে দুদকের করা আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে খালাসের রায় বাতিল করে ২০১৬ সালের ২১ জুলাই তারেক রহমানকে সাত বছর সাজা দেয় হাইকোর্ট।
ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর এই বিচারক নিম্ন আদালতের ওই রায়ের পর অবসরে গিয়েছেন ২০১৩ সালের ডিসেম্বরে। পরের বছর ২০১৪ সালের ৮ জানুয়ারি মালয়েশিয়া যান তিনি। এরপর থেকে বিদেশে আছেন তিনি।
মোতাহারের বিরুদ্ধে দুদকের মামলায় অভিযোগ করা হয়েছে, একজন বিশেষ জজ হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে সম্পত্তির মালিক হয়েছেন তিনি। তাছাড়া তার বিরুদ্ধে বিদেশে অর্থপাচার, অবৈধভাবে সম্পদ অর্জন ও ঘুষ নিয়ে আসামিদের খালাস দেওয়ার অভিযোগও ছিল।
জানা গেছে, ২০১৩ সালে মোতাহার হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে বিস্তারিত অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। অনুসন্ধানের একপর্যায়ে দুদক তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করলেও তিনি হাজির হননি। মোতাহারের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞাও জারি করে দুদক। তবে ওই নিষেধাজ্ঞা জারির আগেই তিনি মালয়েশিয়া চলে যান।
এমএ/এসজি/
