দুদকের তফসিলভুক্ত অপরাধের মামলা সরাসরি করা প্রশ্নে রুল

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভুক্ত অপরাধ নিয়ে সরাসরি মামলা করা সংক্রান্ত যে বিধান রয়েছে সেটি কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার (১২ জুন) আদেশসহ এই রুল দেন।
এ সংক্রান্ত আদেশে ১০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সুবীর নন্দী দাস।
উল্লেখ্য, যেকোনো দুর্নীতির বিষয়ে মামলা বা এফআইআর করার ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিজ কার্যালয়ে এজাহার দাখিল ও ওই এজাহারের ভিত্তিতে তদন্ত করার ক্ষমতা চ্যালেঞ্জ করে ২০১৯ সালে রিট আবেদন করা হয়। রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের জারি করা রুলের সঙ্গে গত বৃহস্পতিবার (৯ জুন) সম্পূরক আবেদন করা হয়। ওই আবেদন শুনানি নিয়ে এই রুল জারি করে উচ্চ আদালত।
এমএ/আরএ/
