জোবাইদা রহমান পলাতক: আপিল বিভাগ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে পলাতক ঘোষণা করেছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের দেয়া এক লিখিত রায়ে এই মন্তব্য করা হয়েছে।
রায়ে দেশের সর্বোচ্চ আদালত বলেছে, পলাতক আসামির মামলা শুনে সংবিধান লঙ্ঘন করেছে হাইকোর্ট। সেই সঙ্গে আইন বহির্ভূতভাবে জোবায়দাকে দেয়া হয়েছে অতিরিক্ত সুবিধা।
উল্লেখ্য তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের দুর্নীতি মামলা চলবে বলে গত ১৩ এপ্রিল এই রায় দেন আপিল বিভাগ। বুধবার (১ জুন) এই রায় প্রকাশ করে সর্বোচ্চ আদালত। ১৬ পাতার এই রায়ে এই মন্তব্য করে আদালত।
প্রসঙ্গত আদালতে আত্মসমর্পণ না করলেও ২০০৮ সালে কিভাবে হাইকোর্ট এ মামলার শুনানি করেছে তা নিয়ে বিস্ময় প্রকাশ করে আপলি বিভাগ। রায়ে আদালত বলে, এখতিয়ার বহির্ভূতভাবে মামলাটি শুনেছিলেন হাইকোর্ট।
রায়ে আপিল বেঞ্চ বলেন, শত বছরের নজির ভেঙে জোবায়দার মামলা গ্রহণ করেছিল হাইকোর্ট। যা অবৈধ এবং সংবিধানের লংঘন।
রায়ে সংবিধানের ২৭ অনুচ্ছেদের ব্যাখ্যা দিয়ে আপিল বিভাগ বলেন, আইনের দৃষ্টিতে সবাইকে সমান বলা হলেও জোবায়দা রহমানকে অতিরিক্ত সুবিধা দেয়া হয়েছিল।
তাছাড়া হাইকোর্টের দেয়া আট সপ্তাহের মধ্যে জোবায়দার আত্মসমর্পণের আদেশ বাতিল করে আপিল বিভাগ। পলাতক আসামি দুর্নীতি মামলায় হাইকোর্টে কোন আবেদন করতে পারবে না উল্লেখ করে আপিল বিভাগ বলেন, ২০০৮ সাল থেকেই পলাতক হিসেবে গণ্য হবেন জোবায়দা রহমান।
এমএ/
