সোহেল হাজারী কোন কর্তৃত্ববলে সংসদ সদস্য: হাইকোর্ট

মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী কোন কর্তৃত্ববলে জাতীয় সংসদের সংসদ সদস্য পদে আছেন- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (৩১ মে) এ রুল জারি করে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী।
মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য। এই আসনের সংসদ সদস্য ছিলেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তাকে দল থেকে বহিষ্কারের পর ২০১৭ সালে ওই আসনের উপ-নির্বাচনে মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে দ্বিতীয়বারের মতো এমপি হন তিনি।
হলফনামায় এমপি হাসান ইমাম খানের শিক্ষাগত যোগ্যতায় গরমিল আছে উল্লেখ করে স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান একটি রিট আবেদন করেছিলেন হাইকোর্টে। রিটে হাসান ইমাম খান সোহেল হাজারীর এমপি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। রিট আবেদনে নির্বাচনি হলফনামায় মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে হাসান ইমাম খানের এমপি পদ বাতিল চাওয়া হয়।
হাইকোর্টের আজ মঙ্গলবারের রুলের পরিপ্রেক্ষিতে জানতে চাওয়া হলে হাসান ইমাম ঢাকাপ্রকাশ-কে বলেন, আমি নির্বাচনী এলাকায় আছি। এ ব্যাপারে কিছু জানি না। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম।
এমএ/এএজেড
