বার কাউন্সিল নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা

সারাদেশের আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। রবিবার (২৯ মে) দিবাগত রাত ৩টার দিকে কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এই ফল ঘোষণা করেন।
রবিবার বিকাল সাড়ে চারটায় ভোট গণনা শুরু হয়। এই ফলাফল শিগগিরই গেজেট নোটিফিকেশনের মাধ্যমেও প্রকাশ করা হবে বলে জানা গেছে।
ঘোষিত আনুষ্ঠানিক ফলে নিরঙ্কুশ জয় পেয়েছে সরকারি দল আওয়ামী লীগপন্থী আইনজীবীদের সাদা প্যানেল। নির্বাচন হওয়া ১৪ পদের মধ্যে ১০ পদেই জয় পেয়েছে তারা। এর মধ্যে সাতটি সাধারণ আসনের মধ্যে চার পদে এবং সাতটি গ্রুপ আসনের ৬ পদে বিজয়ী হয়েছে সাদা প্যানেল।
আর বিএনপি-জামায়াত সমর্থকদের নীল প্যানেল সাধারণ আসনে দুটি এবং গ্রুপ আসনে একটি পদে জয় লাভ করেছে।
সাদা প্যানেল থেকে সাধারণ আসনে বিজয়ী আইনজীবীরা হলেন- মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা (১৭ হাজার ৪৩৩ ভোট), সৈয়দ রেজাউর রহমান (১৭ হাজার ৯৩ ভোট), মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল (১৬ হাজার ৮৪৪ ভোট), মো. রবিউল আলম বুদু (১৫ হাজার ২৭ ভোট)। এই প্যানেলের গ্রুপ আসনে বিজয়ী ৬ প্রার্থী হলেন- ঢাকা অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ এ) আবদুল বাতেন, বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ বি) মো. জালাল উদ্দিন খান, বৃহত্তর কুমিল্লা জেলা ও সিলেট জেলা অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ ডি) এ এফ মো. রুহুল আনাম চৌধুরী, বৃহত্তর খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ ই) আনিছ উদ্দিন আহমেদ সহিদ, বৃহত্তর রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ এফ) মো. একরামুল হক এবং বৃহত্তর দিনাজপুর, রংপুর, বগুড়া ও পাবনা জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ জি) মো. আব্দুর রহমান।
সাধারণ আসনে বিএনপি পন্থীদের বিজয়ী তিন প্রার্থী হলেন- এ এম মাহবুব উদ্দিন (১৬ হাজার ৮১১ ভোট), রুহুল কুদ্দুস কাজল (১৫ হাজার ৯৬৫ ভোট) ও জয়নুল আবেদীন (১৪ হাজার ৭৯৬ ভোট)। এ প্যানেল থেকে গ্রুপ আসনে একমাত্র বিজয়ী প্রার্থী হলেন- বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ সি) এ এস এম বদরুল আনোয়ার।
উল্লেখ্য, গত বুধবার (২৫ মে) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সারা দেশের ৯৩ কেন্দ্রের ১৬৪ বুথে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
পরে সংস্থার এক নোটিশে ২৯ মে ভোট গণনা শেষে ফল ঘোষণা করার কথা জানানো হয়। নির্বাচনে সাধারণ সাতটি আসনে ৩৫ জন প্রার্থী এবং গ্রুপ ভিত্তিক সাত আসনে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কাউন্সিলের ১৫ পদের ১৪ পদেই নির্বাচন অনুষ্ঠিত হয়। পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল হন বার কাউন্সিল চেয়ারম্যান।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন, দেশের সব জেলা সদরের দেওয়ানি আদালত প্রাঙ্গণ, বাজিতপুর, ঈশ্বরগঞ্জ, দুর্গাপুর, ভাংগা, চিকন্দি, পটিয়া, সাতকানিয়া, বাঁশখালী, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, নবীনগর ও পাইকগাছা দেওয়ানী আদালতগুলোর প্রত্যেকটির অঙ্গনে একটি করে ভোট কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এমএ/এসজি/
