ছাত্রলীগ–ছাত্রদল সংঘর্ষ
সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা

রবিবার (২৯ মে) থেকে সুপ্রিম কোর্ট অঙ্গণে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, সকাল সাড়ে ১০টার পর সুপ্রিম কোর্টের প্রধান ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মাজার সংলগ্ন ফটক সার্বক্ষণিক খোলা থাকবে। শনিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, মাজার গেট সার্বক্ষণিক খোলা থাকবে। এই ফটক দিয়ে সুপ্রিম কোর্ট অঙ্গণে ঢোকা এবং বের হওয়া যাবে। বাংলাদেশ বার কাউন্সিল সংলগ্ন ফটক দিয়ে শুধু বাহিরে বের হওয়া যাব।
জাজেস স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন মসজিদ গেট সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত খোলা থাকবে। তবে নামাজের ওয়াক্তকে কেন্দ্র করে মুসল্লিরা যেন হেঁটে আসা –যাওয়া করতে পারেন সেজন্যে সরু পথটি খোলা থাকবে। তাছাড়া ন্যায় সরণির গেটটি সার্বক্ষণিক বন্ধ থাকবে। রবিবার থেকে প্রবেশ পথগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে বলেও জানান তিনি।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান জানান, প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী শনিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার, পুলিশের কর্মকর্তারা ও তিনি মিলে সুপ্রিম কোর্টের সবগুলো গেট পরিদর্শন করেন। উল্লেখ্য গত ২৬ মে বৃহস্পতিবার ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ সুপ্রিম চত্বরে ছড়িয়ে পড়ার পর শনিবার (২৮ মে) এসব সিদ্ধান্ত আসে।
বৃহস্পতিবারের ঘটনায় রবিবার (২৯ মে) থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেদিন বৈঠকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, পুলিশের রমনা অঞ্চলের ডিসি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈঠকের পর সাইফুর রহমান জানান, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার (২৯ মে) থেকে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হবে। সুপ্রিম কোর্টের গেটগুলোতে আনাগোনা নিয়ন্ত্রণ করা হবে।
এমএ/এএজেড
