আজ আত্মসমর্পণ করবেন হাজী সেলিম

ঢাকার সংসদ সদস্য হাজী সেলিম আজ রবিবার (২২ মে) নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন। তার অন্যতম আইনজীবী শ্রী প্রাণনাথ ঢাকাপ্রকাশকে এ তথ্য নিশ্চিত করেন।
চলতি সপ্তাহেই আগামী বুধবারের (২৫ মে) মধ্যে বিচারিক আদালতে হাজী সেলিমের আত্মসমর্পণের বাধ্যবাধকতা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে সপ্তাহের প্রথম দিনে জানতে চাইলে আজ রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত এ সংসদ সদস্য ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানা গেছে।
আইনজীবী জানান, হাজী সেলিম আদালতে আসার পর তার আত্মসমর্পণের জন্য সংশ্লিষ্ট আদালতে আবেদন করা হবে।
উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাজী সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১৩ বছর সাজা থেকে কমিয়ে ১০ বছর কারাদণ্ড বহাল রেখে গত ৯ মার্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট। রায়ে তিন বছরের দণ্ড থেকে খালাস পান হাজী সেলিম। সংশ্লিষ্ট বিচারপতিদের সইয়ের পর ৬৮ পৃষ্ঠার রায়ের কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। এই সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন হাইকোর্ট।
তবে গত ৩০ এপ্রিল সন্ধ্যায় থাইল্যান্ডের উদ্দেশে দেশে ছাড়েন হাজি সেলিম। আদালতের দণ্ড মাথায় নিয়ে হাজী সেলিম দেশ ছাড়ায় শুরু হয় বিতর্ক। তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, হাজী সেলিম জরুরি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন। আইন মেনেই বিদেশে গেছেন এবং আইন মেনেই আবার চলে এসেছেন। পরে গত ৫ মে দেশে ফেরেন হাজী সেলিম। দেশে ফিরেই লালবাগে তার নির্বাচনী এলাকার শাহানি বেগম নামে স্থানীয় এক বাসিন্দার জানাজায় অংশ নেন। পরে লালবাগ থেকে আজিমপুর কবরস্থানে গিয়ে স্ত্রীর কবর জিয়ারত করেন তিনি।
প্রসঙ্গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন এবং ৫৯ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ১৩২ টাকার তথ্য গোপনের অভিযোগে লালবাগ থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এমএ/এসএন
