মাসুদ রানা সিরিজ: আপিল শুনানি ৩০ মে

‘মাসুদ রানা’ সিরিজের ২৬০টি বইয়ের মালিকানা এবং ‘কুয়াশা’ সিরিজের ৫০টি বইয়ের লেখক স্বত্ব নিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের আবেদন করেছিলেন কাজী আনোয়ার হোসেনের উত্তরাধিকাররা। তাদের ওই আবেদনের উপর শুনানির জন্য আগামী ৩০ মে দিন ধার্য করেছেন আদালত।
রবিবার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম শুনানির দিন ধার্য করে এই আদেশ দেন।
আদালতে শেখ আবদুল হাকিমের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। আর সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনের পক্ষে আইনজীবী ছিলেন মুরাদ রেজা ও এ বি এম হামিদুল মিসবাহ।
আদালতের আদেশের পর খুরশিদ আলম খান বলেন, প্রয়াত আনোয়ার হোসেনের দুই ছেলে ও এক মেয়ে পক্ষভুক্ত হয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। এ ছাড়া হাইকোর্টের রায় স্থগিত চেয়েছেন তারা। ওই আবেদনের উপর শুনানির জন্য চেম্বার আদালত লিভ টু আপিলের শুনানির জন্য ৩০ মে দিন ধার্য করেছেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ ডিসেম্বর সেবা প্রকাশনীর পাঠকপ্রিয় ‘মাসুদ রানা’ সিরিজের ২৬০টি বইয়ের মালিকানা বা স্বত্ব লেখক আবদুল হাকিমের বলে রায় দেন হাইকোর্ট। রায়ে ‘কুয়াশা’ সিরিজের ৫০টি বইয়ের লেখক স্বত্ব জব্দ রাখার নির্দেশ দেওয়া হয়।
২০১৯ সালের ২৯ জুলাই শেখ আবদুল হাকিম ‘মাসুদ রানা’ সিরিজের ২৬০টি এবং ‘কুয়াশা’ সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে স্বত্ব বা মালিকানা দাবি করে সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনের বিরুদ্ধে বাংলাদেশ কপিরাইট আইনের ৭১ ও ৮৯ ধারা লঙ্ঘনের অভিযোগ আনেন।
গত ১৪ জুন বাংলাদেশ কপিরাইট অফিস শেখ আবদুল হাকিমের পক্ষে সিদ্ধান্ত দেয়। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে লেখক কাজী আনোয়ার হোসেন হাইকোর্টে রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২০ সালের ১০ সেপ্টেম্বর হাইকোর্ট কপিরাইট অফিসের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন।
এমএ/আরএ/
